সরকারি নীতির সমালোচনা, জনপ্রিয় সঞ্চালককে সরাল বিবিসি
১১ মার্চ ২০২৩, ০৩:১৪ পিএম | আপডেট: ০১ মে ২০২৩, ১২:০৯ এএম
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি-তে নতুন বিতর্ক। রাতারাতি সাবেক ফুটবল খেলোয়াড় গ্যারি লিনেকারকে (৬২) ‘ম্যাচ অব দ্য ডে’ নামের একটি নিয়মিত অনুষ্ঠানের সঞ্চালনা থেকে সরে দাঁড়াতে বলা হল। তার সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে যতক্ষণ অবধি কোনও নতুন চুক্তি হচ্ছে না, ততক্ষণ অবধি তিনি সঞ্চালনা করতে পারবেন না বলেই জানানো হয়েছে বিবিসির তরফে।
জানা গিয়েছে, সম্প্রতিই ব্রিটেন সরকারের নতুন অ্যাসাইলাম পলিসি (আশ্রয় নীতি) নিয়ে তিনি কড়া সমালোচনা করেছিলেন। তার জেরে ব্যাপক বিতর্কও হয়। ওই মন্তব্যের জেরেই বিবিসি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। বিবিসির তরফে জানানো হয়েছে, গ্যারি লিনেকারের সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া গতিবিধি বিবিসির নির্দেশিকা ভঙ্গ করছে। তার উচিত কোনও রাজনৈতিক বিতর্ক বা রাজনৈতিক দল সংক্রান্ত বিষয়ে কোনও পক্ষ না নেয়া। গ্যারি ও তার সংস্থার সদস্যদের সঙ্গে দীর্ঘ আলোচনার পরই বিবিসির তরফে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।
বিবিসির বিবৃতিতে বলা হয়েছে, গ্যারি লিনেকারের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে যতক্ষণ অবধি স্পষ্ট অবস্থান ও চুক্তি হবে না, ততদিন অবধি তিনি ‘ম্যাচ অব দ্য ডে’ অনুষ্ঠান সঞ্চালন করতে পারবেন না। ওই বিবৃতিতেই গ্যারির কাজের প্রশংসা করে লেখা হয়েছে, ফুটবল বা অন্যান্য খেলার কভারেজের ক্ষেত্রে গ্যারি এক ও অদ্বিতীয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা কখনওই বলিনি যে গ্যারির নিজস্ব কোনও মতামত থাকতে পারবে না বা তার কাছে গুরুত্বপূর্ণ কোনও ইস্যু নিয়ে মতামত রাখতে পারবেন না, আমরা শুধু বলেছি যে কোনও রাজনৈতিক দল বা রাজনৈতিক বিতর্কে কোনও পক্ষ নেয়া থেকে যেন দূরে থাকতে হবে।’
বিবিসির আচমকা এ সিদ্ধান্তের জেরে শনিবার ‘ম্যাচ অব দ্য ডে’র অনুষ্ঠানে কোনও সঞ্চালক ছিলেন না। বিবিসির আরেক সঞ্চালক ইয়ান রাইট গ্যারি লিনেকারের সমর্থনে টুইট করে বলেন, ‘সকলেই জানেন আমার কাছে ম্যাচ অব দ্য ডে কতটা গুরুত্ব বহন করে, কিন্তু আমি বিবিসিকে জানিয়েছি আগামিকালের শো করতে পারব না’। সঞ্চালক অ্যালন শিয়ারেরও জানান, তিনি আগামিকাল রাতের ম্যাচ অব দ্য ডে সঞ্চালন করতে পারবেন না। এছাড়াও অ্যালেক্স স্কট, জারমাইন জেনাসের মতো সঞ্চালকরাও লিনেকারের প্রতি সংহতি জানান।
লিনেকার সরকারের নতুন অবৈধ অভিবাসন বিলের ভাষাটিকে ১৯৩০-এর দশকে জার্মানিতে ব্যবহৃত ভাষার সাথে তুলনা করেছেন, ব্রিটিশ রাজনীতিবিদদের মধ্যে স্বরাষ্ট্র সচিব সুয়েলা ব্র্যাভারম্যান তার সমালোচনা করেছেন। এটা রিপোর্ট করা হয়েছে যে, লিনেকার তার মন্তব্যের জন্য ক্ষমা চাইতে অস্বীকার করার পরে বিবিসি তাকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়।
বাধ্য হয়ে বিবিসি তাদের ফ্ল্যাগশিপ ফুটবল হাইলাইট শোটি ‘স্টুডিও উপস্থাপনা বা সঞ্চালক ছাড়াই’ দেখানো হবে বলে নিশ্চিত করেছে। বিবিসির একজন মুখপাত্র বলেছেন, ‘আমাদের কিছু সঞ্চালক বলেছেন যে, তারা প্রোগ্রামে উপস্থিত হতে চান না যখন আমরা গ্যারির সাথে পরিস্থিতি সমাধান করতে চাইছি। ‘আমরা তাদের অবস্থান বুঝতে পেরেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, প্রোগ্রামটি স্টুডিও উপস্থাপনা বা সঞ্চালক ছাড়াই শুধুমাত্র ম্যাচ অ্যাকশনে ফোকাস করবে।’ সূত্র: ইউকে স্ট্যান্ডার্ড, বিবিসি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
বিহারীরা কেমন আছে
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার