ইমরান খানের বিরুদ্ধে আবার জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা
১৩ মার্চ ২০২৩, ০৬:৪৭ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৩৫ পিএম
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে এবার অন্য এক মামলায় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। সোমবার ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত অতিরিক্ত দায়রা জজ জেবা চৌধুরীর বিরুদ্ধে হুমকিমূলক মন্তব্য সংক্রান্ত একটি মামলায় এ পরোয়ানা জারি করে।
এ বিষয়ে ডিস্ট্রিক্ট ও সেশন কোর্টের সিভিল জজ রানা মুজাহিদ রহিম তিন পৃষ্ঠার একটি রায় দিয়েছেন। এতে বলা হয়েছে, পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান সম্প্রতি একজন নারী বিচারককে হুমকি দিয়েছিলেন। এ মামলার শুনানির সময় উপস্থিত হতে ব্যর্থ হয়েছেন তিনি। এ জন্য আদালত ওই রায় ঘোষণা করে। এ খবর দিয়ে অনলাইন জিও টিভি বলছে, এই মামলায় ব্যক্তিগতভাবে উপস্থিতি বাতিলের আবেদন করা হয়েছিল ইমরান খানের পক্ষ থেকে। কিন্তু আদালত সেই আবেদন প্রত্যাখ্যান করেছে। পক্ষান্তরে পিটিআই প্রধানকে আগামী ২৯ মের মধ্যে আদালতে উপস্থিত করতে পুলিশের প্রতি নির্দেশ দিয়েছে আদালত।
ইমরান খান গত বছর অনাস্থা ভোটে ক্ষমতা হারান। মামলার শুনানিতে উপস্থিত হতে আরও একবার ব্যর্থ হন। পক্ষান্তরে তিনি ব্যক্তিগতভাবে আদালতে উপস্থিতি থেকে মুক্তি চেয়ে আবেদন করেন। এ নিয়ে শুনানির সময় ইমরান খানের আইনজীবী ইন্তেজার হায়দার পানজুথা বলেন, ইমরান খানের বিরুদ্ধে নিরাপত্তা হুমকি আছে। এর মধ্যে ৭১ বছর বয়সী ইমরান খানের ইসলামাবাদে যাওয়া নিরাপদ নয়। তাই তারা ইসলামাবাদ হাইকোর্টে একটি আবেদন জানিয়েছেন, যাতে আদালতে ভার্চ্যুয়ালি উপস্থিত হওয়ার অনুমোদন দেয়া হয়। ইমরান খানের আইনজীবী টিমের আরেকজন সদস্য নাঈম হায়দার পানজুথা বলেন, নিরাপত্তার প্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রীর উপস্থিতি থেকে ছাড় চেয়ে আবেদন করা হয়েছে। তারা ইমরানের এ আবেদন গ্রহণ করার জন্য আদালতের কাছে আর্জি জানিয়েছিলেন। কিন্তু আদালত এসব আবেদন প্রত্যাখ্যান করেছেন। উল্টো তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় শুনানি মুলতবি ছিল। পরে তা আবার শুরু হয়।
এর আগে আদালতের নির্দেশ মেনে হাজিরা না দেয়ায় তোশাখানা মামলায় ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে পরে তা বাতিল করা হয়। এ ঘটনায় একাধিকবার পরোয়ানা জারি করে আবার তা বাতিল করার ঘটনা ঘটেছে। এবার বিচারককে হুমকি দেয়ার মামলায় পিটিআই চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো। সূত্র: ট্রিবিউন।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
উপদেষ্টা হাসান আরিফকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন
ডলার বাজারে অস্থিরতা, দাম বেড়ে ১২৯ টাকা
উত্তরার বিপ্লবী জনতাকে যে কঠিন মূল্য দিতে হয়েছিল
পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি ট্রাম্পের
বাংলাদেশ থেকে আরও দক্ষকর্মী নিতে আগ্রহী লিবিয়া
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরায়েল
ইইউভুক্ত দেশে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি কাতারের
দক্ষিণ কোরিয়ার সৌন্দর্যের পেছনে ছুটে বিপদের ফাঁদে পর্যটকরা
ঢাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’
২৮ ডিসেম্বর দেশে ফিরছেন সাবেক মন্ত্রী কায়কোবাদ
হিরো নয় কারিনার ছেলের চরিত্রে অভিনয় করতে পারি
রাওয়ার নেতৃত্বে আবদুল হক ও ইরশাদ সাঈদ
স্লোভাক প্রধানমন্ত্রীর মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক
কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ কিশোর নিহত
গাজীপুরে কারখানা থেকে দগ্ধ আরও এক লাশ উদ্ধার
সিরিয়ার আকাশে নিষিদ্ধ হলো ইরানের বিমান
বিমানে ‘ঘুমিয়ে’ ছিলেন বাইডেন : সেনাদের লাশ পেতে অপেক্ষায় স্বজনরা
ভারতে পণ আইন নিয়ে বিতর্ক, এক ব্যক্তির আত্মহত্যা ঘিরে আলোড়ন
ভারত সীমান্তের শূন্যরেখায় পড়ে ছিল বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ
এক্সপ্রেসওয়েতে কভার্ডভ্যান ও প্রাইভেটকার সংঘর্ষে নারী নিহত, আহত ৫