জনগণের আমানত সুরক্ষিত, ব্যাংক পতন নিয়ে সাফাই বাইডেনের
১৪ মার্চ ২০২৩, ০২:০০ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৪৮ পিএম
মার্কিন অর্থনীতিতে অব্যাহত রক্তক্ষরণ। তিন দিনের মধ্যে পরপর দু’টি বন্ধ হয়ে যাওয়ায় গ্রাহকদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। এমন পরিস্থিতিতে দায় ঝেড়ে এ বিপর্যয়ের জন্য পূর্ববর্তী ট্রাম্প প্রশাসনকে দায়ী করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
সোমবার হোয়াইট হাউসে একটি সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে দেশবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, মার্কিন ব্যাংকিং সিস্টেম সুরক্ষিত। আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। বাইডেন বলেন, ‘দেশজুড়ে যে সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের সিলিকন ভ্যালি ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তারা নিশ্চিন্ত থাকুন। আপনারা লেনদেন করতে পারবেন। কর্মীদের বেতন দিতে পারবেন। তবে ব্যাংক বাঁচাতে করদাতাদের টাকা ব্যবহার করা হয়নি। ব্যাংকের করা বিমার টাকায় সেই ব্যবস্থা করা হয়েছে।’
এ বিপর্যয়ের জন্য পূর্ববর্তী ট্রাম্প প্রশাসনকে দায়ী করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ‘ওবামা-বাইডেন প্রশাসনের সময় সিলিকন ভ্যালি ও সিগনেচার ব্যাংকের মতো সংস্থাগুলোর উপর নিয়ন্ত্রণ রাখতে বেশকিছু কড়া পদক্ষেপ নেয়া হয়েছিল। ২০০৮ সালের মতো বিপর্যয় রুখতে তখন ডোড-ফ্র্যাংক আইন আনা হয়। কিন্তু পূর্ববর্তী প্রশাসনের সময় তা শিথিল করে দেয়া হয়।’
এছাড়া, দুটি ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার সঠিক কারণ খুঁজে বের করে এর পেছনে দায়ীদের আইনের আওতায় আনার ঘোষণাও দেন তিনি। বাইডেন বলেন, ‘কেউই জবাবদিহির ঊর্ধ্বে নয়। আগামীদিনগুলোতে এ খাতে জড়িত প্রত্যেকের জবাবদিহিতা নিশ্চিত করা হবে।’
এদিকে, মার্কিন ব্যাংক গ্রাহকদের মধ্যে আতঙ্ক ক্রমে বাড়ছে। শেষ পাওয়া খবর মোতাবেক, লস অ্যাঞ্জেলেসের ফার্স্ট রিপাবলিক ব্যাংকের গ্রাহকদের মধ্যে টাকা তোলার হিড়িক পড়ে গিয়েছে। মনে করা হচ্ছে, আরও বড় এবং ‘নিরাপদ’ ব্যাংকে নিজের সঞ্চয় রাখতে এ পদক্ষেপ করছে আতঙ্কিত জনতা।
উল্লেখ্য, গত শুক্রবার বন্ধ হয়ে যায় সিলিকন ভ্যালি ব্যাংক। মার্কিন নিয়ন্ত্রক সংস্থা ব্যাংকটিতে বিনিয়োগকৃত অর্থের নিয়ন্ত্রণও নিয়ে নিয়েছে নিজেদের হাতে। ২০২৩ সালে বিশ্বব্যাপী মন্দার যে আশঙ্কা তৈরি হয়েছিল, সেই আশঙ্কাকেই যেন স্বীকৃতি দিচ্ছে সিলিকন ভ্যালি ব্যাংকের এ বিপর্যয়। রোববার বন্ধ হয়ে যায় নিউ ইয়র্কের সিগনেচার ব্যাংক। পরপর এমন বিপর্যয়ে রীতিমতো আতঙ্কিত গ্রাহকরা। বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সূত্র: আল-জাজিরা।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
কুষ্টিয়ায় ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষ্যে সমন্বয় কমিটির সভা
কুষ্টিয়ায় বাবার উপর অভিমান করে কলেজ ছাত্রীর আত্মহত্যা
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- বিভাগীয় কমিশনার
লালমোহন পৌরসভার ছয় দিন ব্যাপী করমেলার সমাপ্তি ঘোষণা করেন পৌর প্রশাসক মো. শাহ আজিজ
ইবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানিসহ ২৭ অভিযোগ, বাধ্যতামূলক ছুটি ও ইনক্রিমেন্ট বাতিল
খুলনায় ক্লাব দখল করে গণঅধিকার পরিষদের কার্যালয়
শিক্ষার্থীদের ভিসা দ্রুত দিতে কানাডাকে ঢাকার অনুরোধ
অবৈধ বালু উত্তোলন বিরুদ্ধে অভিযানে ৪০ মিনি ড্রেজার, টাওয়ার ও পাইপ ধ্বংস
২৪ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা বহাল রাখার নির্দেশ
ইবিতে বাস ভাঙচুর ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি
সাইবার আদালত থেকে খালাস পেলেন নূরুল করীম আকরাম ও ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন
‘টাকা থাকলে দল নেবে, না থাকলে নেবে না’
লামায় অস্ত্রসহ ১ জন পাহাড়ি সন্ত্রাসী আটক
বর্ষসেরা টেস্ট ক্রিকেটার বুমরাহ
আটকেপড়া বাংলাদেশিদের জন্য সুখবর দিলো মালয়েশিয়া
৩৫৬টি কেন্দ্র, কল সেন্টার এবং অনলাইনে বিকাশের নিরবচ্ছিন্ন গ্রাহক সেবা
পায়ে হেঁটে দুই ঘণ্টায় দুই লাখ ফিলিস্তিনির উত্তর গাজায় প্রবেশ
ঢাবি থেকে সাত কলেজের অধিভুক্তি বাতিলে সাদা দলের অভিনন্দন
৩ মাসে অ্যাপেক্সের মুনাফা ৩ কোটি টাকা
নজরুল বিশ্ববিদ্যালয় সেইভ ইয়ুথের নেতৃত্বে রুম্পা-বাপ্পি