বেতন বাড়ানোর দাবি : যুক্তরাজ্যে ডাক্তারদের ধর্মঘট, বিপাকে রোগীরা
১৪ মার্চ ২০২৩, ০৫:২৪ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৫৯ পিএম
বেতনবৃদ্ধি ও কর্মপরিবেশ উন্নত করার দাবিতে যুক্তরাজ্যের জুনিয়র ডাক্তাররা ধর্মঘটে যাওয়ায় রীতিমতো ভজঘট অবস্থা চলছে যুক্তরাজ্যের হাসপাতালগুলোতে। সবচেয়ে বেশি বিশৃঙ্খলা দেখা দিয়েছে হাসপাতালের শল্যচিকিৎসা (সার্জারি) বিভাগে।
য্ক্তুরাজ্যের দৈনিক দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে যাওয়ার পর থেকে এ পর্যন্ত ব্রিটেনের বিভিন্ন হাসপাতালে কয়েক হাজার সার্জারির অপারেশন বাতিল করা হয়েছে। যে রোগীদের অপারেশন বাতিল হয়েছে, তারা এখনও জানেন না, কবে নাগাদ ফের মিলবে অপারেশনের শিডিউল।
সার্জারি বিভাগ ছাড়াও প্রায় অচলাবস্থা শুরু হয়েছে বিভিন্ন হাসপাতালের ইমার্জেন্সি, নিবিড় পরিচর্যা ও প্রসূতি বিভাগে। কারণ ডাক্তাররা জানিয়েছেন, ধর্মঘট চলাকালে হাসপাতালের কোনো বিভাগে কোনো প্রকার কাজ করবেন না তারা।
গত বছর শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার জ্বালানি, বিশেষ করে গ্যাসের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। তারপর থেকেই দেশটিতে বাড়তে শুরু করেছে জ্বালানি ও বিদ্যুতের দাম। এসবের সঙ্গে পাল্লা দিয়ে দেশটিতে ব্যাপক হারে বেড়েছে খাদ্যপণ্য ও আবাসনব্যয়ও।
অর্থনৈতিক এই সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী সাধারণ চাকরিজীবী ও শ্রমজীবী জনগণ। ব্রিটেনের ট্রেড ইউনিয়ন নেতারা জানিয়েছেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে দেশটির অনেক মানুষ বর্তমানে তিন বেলা খাদ্যের সংস্থান করতে গিয়েও হিমশিম খাচ্ছেন।
এর আগে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ধর্মঘট করেছিলেন ব্রিটেনের রেলকর্মী ও হাসপাতালের নার্সরা। তাদের পথ অনুসরণ করেই শনিবার ধর্মঘটের ঘোষণা দেন ব্রিটেনের ডাক্তারদের দুই প্রভাবশালী সংগঠন ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এবং হসপিটাল কনসালটেন্টস অ্যান্ড স্পেশালিস্ট অ্যাসোসিয়েশন (এইচসিএসএ)।
দুই সংগঠনের ঘোষণা অনুযায়ী, সোমবার সকাল ৭টা থেকে আগামী ৭২ ঘণ্টা ধর্মঘট পালন করবেন যুক্তরাজ্যের বিভিন্ন হাসপাতালে কর্মরত সব জুনিয়র ডাক্তার।
ব্রিটিনের হাসপাতালগুলোতে আওতায় জুনিয়র ডাক্তররা নিয়োগ পান দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল হেলথ স্কিম (এনএইচএস) প্রকল্পের আওতায় এবং সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটিতে কর্মরত জুনিয়র ডাক্তারদের সংখ্যা ৬১ হাজারেরও বেশি।
ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী স্টিভ বার্কলে ইতোমধ্যে ডাক্তারদের ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন, কিন্তু বিএমএ এবং এইচসিএসএ’র নেতারা তাদের কর্মসূচিতে অনড় আছেন বলে উল্লেখ করা হয়েছে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ধর্মঘটে যাওয়ার আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছিল বিএমএ এবং এইচসিএসএ নেতাদের। বৈঠকে সরকার জুনিয়র ডাক্তারদের বেতন বাড়ানোর পক্ষে অবস্থান নিলেও ডাক্তার নেতাদের দাবি অনুযায়ী বেতন বৃদ্ধিতে অপরাগতা জানিয়েছিলেন। নেতারা জুনিয়র ডাক্তারদের বেতন ২৬ শতাংশ বাড়ানোর দাবি জানিয়েছিলেন।
তবে ডাক্তারদের এই ধর্মঘটের কারণে রোগীদের চিকিৎসাসেবায় ব্যাঘাত সৃষ্টি হওয়ায় উদ্বেগে পড়েছে বিভিন্ন হাসপাতালের কর্তৃপক্ষ। লন্ডনের এক হাসপাতালের শীর্ষ নির্বাহী কর্মকর্তা দ্য গার্ডিয়ানকে এ প্রসঙ্গে বলেন, ‘যে ব্যাপারটি নিয়ে আমরা সবচেয়ে বেশি উদ্বিগ্ন, (ধর্মঘটের কারণে) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ডাক্তারদের রাউন্ড কমে গেছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পক্ষে ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে রাউন্ড দেওয়া সম্ভব নয়; আর যে কোনো হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক থাকেন অল্প কয়েক জন। বিশেষজ্ঞ চিকিৎসকরা যদি মেডিকেল রাউন্ডে ব্যস্ত থাকেন, তাহলে তাদের কাজগুলো কে করবে?’
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
কুষ্টিয়ায় ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষ্যে সমন্বয় কমিটির সভা
কুষ্টিয়ায় বাবার উপর অভিমান করে কলেজ ছাত্রীর আত্মহত্যা
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- বিভাগীয় কমিশনার
লালমোহন পৌরসভার ছয় দিন ব্যাপী করমেলার সমাপ্তি ঘোষণা করেন পৌর প্রশাসক মো. শাহ আজিজ
ইবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানিসহ ২৭ অভিযোগ, বাধ্যতামূলক ছুটি ও ইনক্রিমেন্ট বাতিল
খুলনায় ক্লাব দখল করে গণঅধিকার পরিষদের কার্যালয়
শিক্ষার্থীদের ভিসা দ্রুত দিতে কানাডাকে ঢাকার অনুরোধ
অবৈধ বালু উত্তোলন বিরুদ্ধে অভিযানে ৪০ মিনি ড্রেজার, টাওয়ার ও পাইপ ধ্বংস
২৪ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা বহাল রাখার নির্দেশ
ইবিতে বাস ভাঙচুর ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি
সাইবার আদালত থেকে খালাস পেলেন নূরুল করীম আকরাম ও ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন
‘টাকা থাকলে দল নেবে, না থাকলে নেবে না’
লামায় অস্ত্রসহ ১ জন পাহাড়ি সন্ত্রাসী আটক
বর্ষসেরা টেস্ট ক্রিকেটার বুমরাহ
আটকেপড়া বাংলাদেশিদের জন্য সুখবর দিলো মালয়েশিয়া
৩৫৬টি কেন্দ্র, কল সেন্টার এবং অনলাইনে বিকাশের নিরবচ্ছিন্ন গ্রাহক সেবা
পায়ে হেঁটে দুই ঘণ্টায় দুই লাখ ফিলিস্তিনির উত্তর গাজায় প্রবেশ
ঢাবি থেকে সাত কলেজের অধিভুক্তি বাতিলে সাদা দলের অভিনন্দন
৩ মাসে অ্যাপেক্সের মুনাফা ৩ কোটি টাকা
নজরুল বিশ্ববিদ্যালয় সেইভ ইয়ুথের নেতৃত্বে রুম্পা-বাপ্পি