আজ চার দিনের সফরে মস্কো যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং
২০ মার্চ ২০২৩, ১০:৫১ এএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:২৩ পিএম

অন্য যে কোনো সময়ের চেয়ে এ মুহূর্তে চীনের সংহতি প্রয়োজন রাশিয়ার। আর প্রত্যাশিত এই সংহতি জানাতেই যেন আজ সোমবার চার দিনের সফরে মস্কো যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
তিন দিন আগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এই দুর্দিনে পুতিন মিত্র দেশ চীনের কাছ থেকে বাড়তি সমর্থন চাইবেন—এটাই স্বাভাবিক। আর সেই প্রত্যাশা নিয়েই সোমবার মস্কোতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে স্বাগত জানাবেন পুতিন। খবর রয়টার্সের।
এদিকে, এ সফরের মধ্য দিয়ে জিনপিংই প্রথম কোনো বিশ্বনেতা হবেন, যিনি গত শুক্রবার আইসিসির জারি করা গ্রেপ্তারি পরোয়ানার পর পুতিনের সঙ্গে হাত মেলাবেন। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর ইউক্রেনীয় শিশুদের রাশিয়ায় নির্বাসনের অভিযোগে পুতিনের বিরুদ্ধে ওই পরোয়ানা জারি করা হয়।
চলতি মাসেই তৃতীয় মেয়াদে চীনের দায়িত্ব গ্রহণ করেছেন শি জিনপিং। এই সফর দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের জন্যই গুরুত্বপূর্ণ। তবে রাশিয়ার জন্য একটু বেশিই গুরুত্বপূর্ণ। জিনপিংয়ের এই সফরকে পশ্চিমাদের শত্রুতার বিরুদ্ধে রাশিয়ার পাশে দাঁড়ানোর জন্য শক্তিশালী বন্ধু যে প্রস্তুত আছে, তা দেখাতে চায় মস্কো। পশ্চিমাদের বিরুদ্ধে রাশিয়ার অভিযোগ, তারা রাশিয়াকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন এবং পরাজিত করার বৃথা চেষ্টা করছে।
অন্যদিকে, মস্কো বা বেইজিং কেউই আইসিসির সদস্য দেশ নয়। আইসিসির এই পদক্ষেপকে মস্কো আপত্তিকর এবং আইনত তা কোনো কাজে আসবে না বলে মন্তব্য করেছে। তবে জিনপিংয়ের এই সফরের প্রাক্কালে পুতিনকে ১২৩ দেশে ভার্চুয়ালি ফেরার হিসেবে উপস্থাপন করে আইসিসি পুতিন-জিনপিংয়ের বৈঠকের ওপর যেন অস্বস্তিকর দৃষ্টিই নিবন্ধ করেছে। আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে বৈঠকটি এরই মধ্যে চীনা নেতার জন্য বেশ অস্বস্তিকর হয়ে উঠেছিল।
পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আইসিসির
লন্ডনের থিঙ্কট্যাঙ্ক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের জোনাথন ইয়াল বলেছেন, রুশ সেনারা যখন ইউক্রেনে প্রবল প্রতিরোধের মুখে পড়ছে এবং মস্কোকে অস্ত্র সরবরাহের ব্যাপারে চীনকে সতর্ক করছে যুক্তরাষ্ট্র, সে সময় বেইজিং এমন এক পরিস্থিতির মধ্যে পড়েছে, যা তারা এড়াতে চেয়েছিল।
টেলিফোন সাক্ষাৎকারে তিনি আরও বলেন, হয় চীন কিছুই না করে ইউক্রেনে রাশিয়া অপমানিত হবে তা দেখার ঝুঁকি নেয়, যা তাদের স্বার্থ নয়। অথবা তারা রাশিয়াকে সাহায্য করতে এসে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের সঙ্গে সম্পর্কের আরও অবনতির বড় ধরনের ঝুঁকি নেয়।
পুতিন কি গ্রেপ্তার হবেন
এদিকে, চীনা পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে পুতিন বলেছেন, তার পুরোনো ভালো বন্ধু জিনপিংয়ের এই সফরের ব্যাপারে তিনি ব্যাপক আশাবাদী। গত বছর এই দুই নেতা ‘সীমাহীন’ কৌশলগত অংশীদারিত্বের চুক্তি স্বাক্ষর করেছেন। তবে ইউক্রেন-রাশিয়া সংঘাতে চীনের মধ্যস্থতার সদিচ্ছাকেও স্বাগত জানিয়েছেন পুতিন।
পুতিন বলেছেন, ইউক্রেনে ঘটা চলমান ঘটনাগুলোর এবং এর পটভূমি ও প্রকৃত কারণ বুঝে চীনের ভারসাম্যপূর্ণ অবস্থানের জন্য আমরা কৃতজ্ঞ। এই সংকট সমাধানে চীনের গঠনমূলক ভূমিকা পালনের সদিচ্ছাকেও আমরা স্বাগত জানাই।
হঠাৎ ইউক্রেনে পুতিন
এর আগে গত মাসে ইউক্রেন-রাশিয়া সংঘাত বন্ধ ও শান্তি আলোচনার আহ্বান জানিয়ে ১২ দফা প্রস্তাব করে চীন। তবে এই ১২ দফা শুধু বিবৃতি আকারে রয়েছে, বছরব্যাপী চলা এই যুদ্ধ কীভাবে শেষ হবে তার সুনির্দিষ্ট কোনো প্রস্তাব নেই। যদিও ইউক্রেন সতর্কতার সঙ্গে চীনের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে এবং বলেছে, এই সংকটের যে কোনো সমাধানের জন্য দরকার হলো ২০১৪ সালে দখল করা ক্রিমিয়া উপদ্বীপসহ ইউক্রেনের দখলকৃত ভূমি থেকে রুশ সেনা প্রত্যাহার এবং দখল ছেড়ে দেওয়া। আর যুক্তরাষ্ট্রও এই সংঘাত নিরসনে চীনের সম্পৃক্ততার বিষয়ে চরম সংশয় প্রকাশ করেছে। তাদের বক্তব্য হলো, ইউক্রেন আগ্রাসনে রাশিয়াকে নিন্দা জানায়নি চীন।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

লামায় বালু নিলাম কার্যক্রম বন্ধ রাখার জন্য জেলা প্রশাসক বরাবর দরখাস্ত

রোনালদোর ছেলে পর্তুগাল অ-১৫ দলে

ইরানি নারী উদ্ভাবক পেল ডব্লিউআইপিও পুরস্কার

ভারতে প্রবেশের সময় মহেশপুর সীমান্তে ১৯ বাংলাদেশি আটক

কীভাবে অপতথ্য রোধ করা যায়

নিরাপত্তাহীনতা ও বিচারহীনতার দুষ্টচক্র থেকে জাতি মুক্তি চায়

অর্থনীতি সচলে সরকারের যথাযথ পদক্ষেপের অভাব
কবে ফিরবেন তাসকিন

পাকিস্তানে নিহত ৯

আত্মপ্রকাশ করেছে ‘জুলাই ঐক্য’ নামের নতুন জোট

যুক্তরাষ্ট্রে নিহত ৩

হার্ভার্ডে বাতিল

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে : গুতেরেস

চীনে বিশ্বের প্রথম এআই হাসপাতাল

চেনাব প্রবাহ বন্ধ রাখায় শুকাচ্ছে ভাটি অঞ্চল

'যুগান্তকারী' বাণিজ্য চুক্তি করছে ব্রিটেন ও ভারত

ফিলিস্তিনিদের তাড়াতে ভয়ঙ্কর পরিকল্পনা

আর্সেনালের বিপক্ষে দেম্বেলেকে পাচ্ছে পিএসজি

পাকিস্তানের পক্ষে ৫৭ মুসলিম দেশ, চিন্তায় ঘুম নেই ভারতের