অ্যাবোটাবাদের হ্যাভেলিয়ানে হামলায় পিটিআই মেয়রসহ নিহত ১০
২৩ মার্চ ২০২৩, ০৯:২৫ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৫২ পিএম
পাকিস্তানের অ্যাবোটাবাদ জেলার হ্যাভেলিয়ান পৌরসভার লাঙ্গরা গ্রামে প্রতিপক্ষ গোষ্ঠীর হামলায় স্থানীয় পিটিআই নেতাসহ ১০ জন নিহত হয়েছে। গত সোমবারের এই আক্রমণটি ‘টার্গেটেড অ্যাটাক’ ছিল বলে জানিয়েছে পুলিশ।
অ্যাবোটাবাদের ডিপিও উমর তুফায়েলের বরাতে ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) নেতা ও হ্যাভেলিয়ান তহসিলের মেয়র আতিফ মুনসিফ খান একটি গাড়িতে ভ্রমণ করছিলেন। এ সময় বুলেট এসে গাড়িটির জ্বালানি ট্যাঙ্কে লাগে; এতে গাড়িতে আগুন ধরে যায়।
তবে কিছু অসমর্থিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, রকেট হামলায় গাড়িটি পুড়ে গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, হামলার পর গাড়িটিতে আগুন ধরে সম্পূর্ণ পুড়ে গেছে। আহত দুজনকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য অ্যাবোটাবাদ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে সোমবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো এফআইআর দায়ের হয়নি বলেও উল্লেখ করেছে ডন। তবে অপরাধীকে গ্রেপ্তার করতে পুলিশের তল্লাশি শুরুর কথা জানানো হয়েছে প্রতিবেদনে।
মুনসিফ খান গত বছর অ্যাবোটাবাদের হ্যাভেলিয়ান তহসিল থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে খাইবার পাখতুনখোয়া স্থানীয় সংস্থা নির্বাচনে বিজয়ী হন এবং পরে পিটিআইয়ে যোগ দেন। তার বাবা মুনসিফ খান জাদুন কেপি বিধানসভার সাবেক সদস্য এবং প্রাদেশিক মন্ত্রী ছিলেন। ১৯৯০ এর দশকে তাকেও গুপ্তহত্যা করা হয়েছিল।
হামলার পর মুনসিফ খানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়; যেখানে তাকে মৃত্যুর কয়েক ঘণ্টা আগে লাঙ্গরা গ্রামে শিশুদের সঙ্গে ক্রিকেট খেলতে দেখা গেছে।
ডন জানিয়েছে, বুলন্দ খান পরিবারের সঙ্গে তার পরিবার শত্রুতা চলে আসছে কয়েক দশক ধরে। যে এলাকায় হামলা হয়েছে সেখানে দুপক্ষেরই আধিপত্য রয়েছে। এ পর্যন্ত সংঘর্ষে উভয় পক্ষের প্রায় দুই ডজন লোক প্রাণ হারিয়েছে।
২০১৫ সালে প্রতিদ্বন্দ্বী এক রাজনৈতিক নেতার ওপর হামলার মামলায় গত বছর খালাস পান মেয়র আতিফ মুনসিফ খান। অ্যাবোটাবাদ থেকে ২৫ কিলোমিটার দক্ষিণে হরিপুরের বলধের এলাকায় ওই হামলায় পিএমএল-এনের জাভেদ খান আহত হন এবং তার পাঁচ রক্ষী ও একজন চালক নিহত হন। এ হামলার জন্য আতিফ মুনসিফকে দায়ী করেন জাভেদ খান।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ
আত্মহননে
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
শুধু নামেই জিমনেসিয়াম