ভারতে বাজি কারখানায় বিস্ফোরণে নিহত ৯
১৯ মে ২০২৩, ০৮:৪২ এএম | আপডেট: ১৯ মে ২০২৩, ০৮:৪২ এএম
পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার সীমান্তবর্তী অঞ্চলে মঙ্গলবার বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে নয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কারখানার মালিককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি নিজেও বিস্ফোরণে আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ মে) উড়িষ্যার এক হাসপাতাল থেকে গ্রেফতার করা হয় কৃষ্ণপদ ওরফে ভানু বাগ নামে ওই বাজি কারখানার মালিককে।
জাতীয় সন্ত্রাস দমন এজেন্সি এনআইএকে দিয়ে এ ঘটনার তদন্ত করার জন্য পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে মামলা করেছিলেন হাইকোর্টে, বৃহস্পতিবার সেটা খারিজ হয়ে গেছে। রাজ্য পুলিশের সিআইডি ইতোমধ্যেই বিস্ফোরণের তদন্ত শুরু করেছে। তবে আদালতের নির্দেশে ওই তদন্ত রিপোর্ট এনআইএ-কেও দিতে হবে।
পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডি জানাচ্ছে বাগ উড়িষ্যার দিকে পালিয়ে গেছেন, এরকমটাই তারা খবর পেয়েছিলেন। তাই উড়িষ্যা পুলিশের যেমন সহায়তা চাওয়া হয়, তেমনই সাদা পোশাকের পুলিশ নিজেরাই উড়িষ্যার বিভিন্ন হাসপাতাল, নার্সিং হোমে ভানু বাগের ছবি দেখিয়ে খোঁজ চালাচ্ছিল।
বৃহস্পতিবার সকালে তারা কটকের একটি হাসপাতালে তার খোঁজ পায়। সেখানে তার ছেলে এবং ভাইপোরও চিকিৎসা হচ্ছিল। ভানু বাগের শরীরের অনেকটা অংশ পুড়ে গেছে। তাই তাদের গ্রেফতার করা হলেও এখনই তাকে হাসপাতাল থেকে পশ্চিমবঙ্গে নিয়ে আসা যাবে না বলেও সিআইডি জানিয়েছে।
কারো হাত, কারো পা ছড়িয়ে ছিটিয়ে ছিল'
পূর্ব মেদিনীপুর জেলার এগরার খাদিকুল গ্রামে মঙ্গলবার দুপুরে হঠাৎই প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হয় একটি বাজি কারখানায়। ওই গ্রামের বাসিন্দা মনোরঞ্জন মাইতি বলেন, ‘ এমন বিকট আওয়াজ, না শুনলে বিশ্বাস করতে পারবেন না। বলে বোঝানো যাবে না আওয়াজের তীব্রতা। আমরা সবাই দৌড়ে যাই ভানু বাগের কারখানার দিকে। রাস্তায়, মাঠে, পুকুরে চারদিকে লাশ ছড়িয়ে ছিটিয়ে ছিল। যারা বেঁচে গিয়েছিল, তারা আর্তনাদ করছিল। কারো হাত, কারো পা ছড়িয়ে ছিটিয়ে ছিল। বারুদের গন্ধ আর লাশের পোড়ার গন্ধে টেকা যাচ্ছিল না ওখানে।
মাইতি বলেন,‘আমিই পুলিশকে ফোন করেছিলাম। যতক্ষণে পুলিশ আর দমকল এল, তখন আর কিছুই অবশিষ্ট নেই। ভানু বাগের কারখানা পুরোটাই উড়ে গেছে, তখনো আগুন জ্বলছে। দমকল আগুন নেভায়, তারপরে পুলিশ দেহগুলো এক এক করে উদ্ধার করে।’
ওই বিস্ফোরণের শব্দ শুনেছিলেন পাশের গ্রামের বাসিন্দা ও বিজেপি কর্মী রামচন্দ্র আচার্য্যও। তার কথায়, ‘দুপুরবেলা বাড়িতেই ছিলাম আমি। এত বিকট আওয়াজ হল, বুঝতেই পারিনি কিসের আওয়াজ। প্রথমে মনে হচ্ছিল যেন প্লেন বা হেলিকপ্টার ভেঙে পড়ল না কি! তারপরেই তো খবর পেলাম ও ভানু বাগের কারখানায় বিস্ফোরণ হয়েছে।’
মাইতি বলেন, ‘এর আগে তিনবার ওর বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছে। প্রথমবার ১৯৯৫ সালে, সেই বিস্ফোরণে দু‘জন মারা যায়, তারপরে ২০০০ সালে আরেকবার বিস্ফোরণ হয়। দ্বিতীয় বিস্ফোরণে ভানু বাগের নিজের ভাই এবং আরো দু‘জন মারা যান। তৃতীয়বার বোমা ফাটার সময়ে অবশ্য কেউ মারা যায়নি।’
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর চিঠি নিয়ে যা জানাল ভারত
বিডিআর হত্যাকাণ্ড তদন্তে ৭ সদস্যের কমিশনে আছেন যারা
‘বিচার বিভাগ সংস্কার কমিশন’-এ বারের অন্তর্ভুক্তিকরণ প্রস্তাব
সোনারগাঁওয়ে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ১, আহত ১০
মামলা রেকর্ড করতে ঘুষ গ্রহণ, কুষ্টিয়ায় ওসি ও এসআই ক্লোজ
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় জামায়াতের ২ কর্মী বহিষ্কার
পতিত আওয়ামী স্বৈরাচারের গত ১৭ বছরের নির্যাতন ভুলে যাবার সুযোগ নেই: আমিনুল হক
পাবনা ব্যাপ্টিস্ট চার্চে প্রাক বড়দিন উৎসব অনুষ্ঠিত
পূর্বধলায় শীতার্ত মানুষের মাঝে ইসলামী যুব আন্দোলনের কম্বল বিতরণ
ধর্ম-বর্ণ নয়, সমান মর্যাদায় হোক নাগরিক পরিচয়: জোনায়েদ সাকি
এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
আ.লীগের হাতেও নির্যাতিত হয়েছিলেন সেই মুক্তিযোদ্ধা, কিন্তু তুলে ধরেনি গণমাধ্যম!
ভারত বাংলাদেশ থেকে বস্তা বস্তা টাকা লুট করেছে : দুদু
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে সিটিজেন’স চার্টার অবহিতকরণ সভা অনুষ্ঠিত
মতিঝিলে বিশ্বমানের ডায়াগনস্টিক সেবা প্রদান শুরু আইসিডিডিআর,বি’র
স্বামীর অগোচরে স্ত্রী অন্য কারও সাথে কথা বলা প্রসঙ্গে?
চাঁদপুর মেঘনায় মালবাহী জাহাজে ৭ জনকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত ১
পতিত স্বৈরাচার হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি
যাকাত বোর্ডের ১১ কোটি টাকা বিতরণের প্রস্তাব অনুমোদিত
১৬ বছরে নির্বাচন ব্যবস্থা নির্বাসনে চলে গিয়েছিল : সংস্কার কমিশন প্রধান