পৃথক হামলায় পাকিস্তানে পাঁচ সেনা নিহত
২১ মে ২০২৩, ০৯:০০ পিএম | আপডেট: ২২ মে ২০২৩, ১২:০০ এএম
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ট্যাংক জেলায় রোববার সন্ত্রাসী হামলায় অন্তত দুই সৈন্য নিহত হয়েছেন। পরে সেনাবাহিনীর পাল্টা অভিযানে তিন সন্ত্রাসীও মারা গেছেন। এর আগে শনিবারও সন্ত্রাসী হামলায় দেশটির সেনাবাহিনীর তিন সদস্যের প্রাণহানি ঘটে। এ নিয়ে দুই দিনে সন্ত্রাসীদের সঙ্গে লড়াইয়ের সময় পাকিস্তানের সামরিক বাহিনীর পাঁচ সদস্য নিহত হলেন। -দ্য ডন
দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম শাখার এক বিবৃতিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার ভোরের দিকে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ট্যাংক জেলায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করে সামরিক বাহিনী। এ সময় সন্ত্রাসীদের গুলিতে অন্তত দুই সৈন্যের প্রাণহানি ঘটে। অভিযানের সময় সৈন্যদের পাল্টা গুলিতে তিন সন্ত্রাসীও নিহত হয়েছেন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বলছে, নিহত সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর পাশাপাশি নিরীহ নাগরিকদের বিরুদ্ধে অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
রোববারের হামলায় নিহত সৈন্যদের পরিচয় প্রকাশ করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। সন্ত্রাসী হামলায় নিহত দুই সৈন্য হলেন নায়েক মুহাম্মদ আতিক (৩৯) ও নায়েক রজব আলী (৩৬)। তারা সাহসিকতার সাথে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের সময় মারা গেছেন বলে পাক আইএসপিআরের বিবৃতিতে জানানো হয়েছে। এর আগে, শনিবার দেশটির বেলুচিস্তান প্রদেশের জারগুন এলাকায় সামরিক নিরাপত্তা তল্লাশি চৌকিতে সন্ত্রাসী হামলায় অন্তত ৩ সৈন্যের প্রাণহানি ঘটে। ওই সময় সামরিক বাহিনীর পাল্টা অভিযানে এক সন্ত্রাসী নিহত হন। এ নিয়ে দুই দিনে দেশটির সন্ত্রাসী হামলায় পাঁচ সৈন্য নিহত হয়েছেন। এছাড়া সৈন্যদের অভিযানে চার সন্ত্রাসী মারা গেছেন।
গত বছরের নভেম্বরে দেশটির নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সাথে সরকারের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়। এরপর থেকে দেশজুড়ে বিশেষ করে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী হামলা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। গত মাসে এক সংবাদ সম্মেলনে পাকিস্তান আইএসপিআরের মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, গত এক বছরে ৪৩৬টি সন্ত্রাসী হামলার ঘটনায় কমপক্ষে ২৯৩ জন নিহত হয়েছেন। এছাড়া এসব হামলায় আহত হয়েছেন আরও ৫২১ জন।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
অত্যাধুনিক যুদ্ধবিমানের বিশাল বহর কিনছে পাকিস্তান, ছাড়িয়ে যাবে ভারতকেও
১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
সাতক্ষীরা কালিগঞ্জে পটল চাষে বাম্পার ফলন
গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রের মর্মান্তিক মৃত্যু
শাহরাস্তিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু
পাকিস্তানে অবশেষে সরকার ও বিরোধী দলের আলোচনা শুরু
ড. মুহাম্মদ ইউনূসকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী