প্রায় এক মাস পর মুক্তি পেলেন কুরেশি
০৭ জুন ২০২৩, ০২:৪১ পিএম | আপডেট: ০৭ জুন ২০২৩, ০২:৪১ পিএম
প্রায় এক মাস কারাগারে কাটানোর পর অবশেষে মুক্তি পেলেন পিটিআই ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কুরেশি। মঙ্গলবার লাহোর হাইকোর্ট তার জামিন মঞ্জুর করে। গত ৯ মে পিটিআই প্রধান ইমরান খানকে গ্রেপ্তারের পর দেশব্যাপী দাঙ্গার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে কুরেশিকে গ্রেপ্তার করা হয়েছিল।
জানা গেছে, কুরেশি এখন ইমরান খানের ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবেই পরিচিত হয়ে উঠেছেন। এক সপ্তাহ আগেই ইমরান খান জানান যে, তার অবর্তমানে কুরেশিই হবেন পিটিআইর প্রধান। খান নিজের রাজনৈতিক উত্তরাধিকারী হিসেবে কুরেশিকে মনোনয়ন দেয়ায় পাক রাজনীতিতেও কুরেশি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। তাকে পিটিআই থেকে বের করে আনতে কারাগারে একাধিকবার যোগাযোগ করেছেন দলত্যাগী শীর্ষ নেতারা। তবে শেষ পর্যন্ত পিটিআই’র সঙ্গে থাকার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী।
জানা গেছে, মুক্তির পরই ইমরান খানের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছেন কুরেশি। গত মাসে একাধিক মামলায় গ্রেপ্তার হন তিনি। এরমধ্যে আছে সহিংস দাঙ্গায় উস্কানি প্রদানও। কারা কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আদালতের নির্দেশে কুরেশিকে মুক্তি দেওয়া হয়েছে। মঙ্গলবার মুক্তি পাওয়ার পরই আদিয়ালা কারাগারের বাইরে উপস্থিত সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন পিটিআইয়ের এই সিনিয়র নেতা। তিনি বলেন, আমি পিটিআই কর্মীদের বলতে চাই, ‘ন্যায়বিচারের পতাকা’ আমার হাতে রয়েছে এবং আমি এখনো এই আন্দোলনের অংশ।
৯ মের সহিংসতার ঘটনায় পিটিআইয়ের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে পাকিস্তানের আইনশৃঙ্খলা বাহিনী। এতে পিটিআই’র শীর্ষ নেতাদের বড় একটি অংশ ইমরান খানকে ত্যাগ করেছেন। এছাড়া পাঞ্জাব ও সিন্ধুতে কয়েক ডজন আইনপ্রনেতা পিটিআই ছেড়েছে। কুরেশিকেও পিটিআই ছাড়তে রাজি করাতে কারাগারে গিয়েছিলেন সাবেক পিটিআই নেতারা। কিন্তু কুরেশি ইমরান খানের সঙ্গে থাকার প্রত্যয় ঘোষণা করেছেন। এ প্রসঙ্গে দলীয় কর্মী ও নেতাদের উপর দমন-পীড়নের কথা উল্লেখ করে কুরেশি বলেন, পিটিআই ‘কঠিন পরীক্ষার সময়’ সময় অতিক্রান্ত করছে। তবে আশা হারাবেন না, ‘ন্যায়বিচারের সূর্য’ আবার উঠবে।
কুরেশি বলেন, বুধবার পার্টি প্রধানের সাথে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনায় বসবেন এবং তার নির্দেশনা চাইবেন তিনি। আমি এমন একটি আন্দোলনের একজন অংশ যারা একটি স্বাধীন পাকিস্তান দেখতে চায়। আমি এক মাস নির্জন কারাবাসে কাটিয়েছি এবং অনেক কিছু চিন্তা করার সময় পেয়েছি। এই সময় তার সাথে থাকার জন্য আল্লাহ, পরিবার, পিটিআই, আদালত এবং তার আইনি দলকে ধন্যবাদ দিয়েছেন কুরেশি।
তিনি আরও বলেন, আমাকে এমপিও বা মেইনটেন্যান্স অফ পাবলিক অর্ডারের অধীনে গ্রেপ্তার করা হয়েছিল। কিভাবে একজন বন্দী জনসাধারণের বিশৃঙ্খলায় লিপ্ত হতে পারে? গ্রেপ্তারের কোনো যৌক্তিকতা ছিল বলে আমি বিশ্বাস করি না। আমি মনে করি, বিভিন্ন কারাগারে অসংখ্য নিরপরাধ মানুষ আছে যাদের মুক্তি দেয়া উচিত। সূত্র: ডন।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বৈঠক
নিরাপরাধ বিডিআর সদস্যদের মুক্তির দাবি করলেন গণঅধিকার পরিষদ নেতা আবু হানিফ
সিলেটের টানা জয়ে উচ্ছ্বসিত স্বাগতিক দর্শকরা
সংবিধানে জুলাই বিপ্লবের স্বীকৃতি লিপিবদ্ধ থাকতে হবে - সারজিস আলম
মুরাদনগরে শীতার্ত মানুষের মাঝে পীরসাহেব চরমোনাই'র পক্ষ থেকে কম্বল বিতরণ
লিটনকে সেরা ছন্দে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতে চাই: প্রধান নির্বাচক
মাস্তুল ফাউন্ডেশন বিতরণ করলো ১ লক্ষ কেজি চাল
লক্ষ্মীপুরে রঙ-কেমিক্যাল মিশিয়ে তৈরি হচ্ছে শিশুখাদ্য, ২ ফ্যাক্টরি সিলগালা
সীমান্তে বিএসএফের কর্মকাণ্ড নিয়ে বাংলাদেশের উদ্বেগ প্রকাশ
উৎসব মুখর পরিবেশে পালিত হলো জাবির ৫৪ তম দিবস
২ হাজার কেজি পলিথিন জব্দ, কারখানা সিলগালা
কুষ্টিয়ায় স্কুল কমিটি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৩০
জুলাই বিপ্লবে ম্যাজিস্ট্রেটের গাড়ির চাকার পিষ্ট হয়ে নিহত মাহবুব আলমের পরিবারের পাশে তারেক রহমান
ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির ক্ষতি করতে পারবে না : আমিনুল হক
যায়যায়দিন পত্রিকায় নির্বাহী সম্পাদক হলেন খুরশীদ আলম
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১