দুর্ভেদ্য রুশ প্রতিরক্ষা ব্যূহ
২৩ জুন ২০২৩, ১২:৫৪ পিএম | আপডেট: ২৩ জুন ২০২৩, ১২:৫৪ পিএম
এক সপ্তাহ আগেকার কিছু রুশ আক্রমণ থেকে ধারণা হয় যে কিয়েভের বাহিনীর সামনে অত্যন্ত বিপজ্জনক কিছু সমস্যা রয়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, তারা যখন তাদের পরিখাগুলো থেকে বের হয়ে তাদের নিজেদের বাহিনীর বিমান প্রতিরক্ষা এবং ইলেকট্রনিক জ্যামিং ব্যবস্থার আওতার বাইরে চলে যাচ্ছে। এর ফলে তারা রুশ বিমান হামলার সহজ শিকারে পরিণত হবার ঝুঁকিতে রয়েছে।
আমেরিকানদের দেয়া স্টিংগারের মত কাঁধে-বহনযোগ্য বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিয়ে ইউক্রেনীয় সৈন্যরা সামনে এগুতে পারছে। কিন্তু এর চাইতে উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা সামরিক যানের ওপর বসাতে হয়, সেগুলো নিয়ে সামনে এগুতে গেলে তাদের রুশ কামানের গোলার মুখে পড়তে হবে। ইউক্রেন বহু দিন ধরেই যুক্তরাষ্ট্রের কাছে এফ-১৬ যুদ্ধ বিমান চাইছে - যাতে তারা তাদের অগ্রসরমান বাহিনীকে আকাশ থেকে সুরক্ষা দিতে পারে। তবে এফ-সিক্সটিন বিমান পেতে আরো অনেকটা সময় লাগবে।
জেলেনস্কি বলছেন, তার ধারণা আগস্ট মাস নাগাদ ইউক্রেনীয় যোদ্ধা পাইলটদের প্রশিক্ষণ শুরু হবে এবং প্রথম এফ-সিক্সটিন বিমানের চালান আসতে আসতে ছয় থেকে সাত মাস পার হয়ে যাবে।
রুশদের আসল প্রতিরক্ষাব্যূহ এখনো অনেক দূরে: স্থল যুদ্ধ সম্পর্কে একজন বিশেষজ্ঞ এবং রয়াল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট বা রুসি-র একজন ফেলো জ্যাক ওয়াটলিং বুধবার এক নিবন্ধে লিখেছেন, এখন যেখানে যুদ্ধ হচ্ছে – রাশিয়ার আসল প্রতিরক্ষাব্যূহ এখনো তার থেকে অনেকটা দূরে। তিনি বলছেন, ইউক্রেনের বাহিনী এখনো রুশদের হাতে-খোঁড়া পরিখা ও ছোট ছোট ফায়ারিং পজিশনগুলো ভেদ করে এগুনোর চেষ্টা করছে। ‘কিন্তু সেখান থেকে ১৫-২০কিলোমিটার দূরে রয়েছে রাশিয়ার আসল প্রতিরক্ষাব্যূহ যেখানে আছে যথাযথভাবে তৈরি করা পরিখা, কংক্রিটের সুরক্ষিত ফায়ারিং পোস্ট, ট্যাংক প্রতিরোধী ব্যবস্থা, সমন্বিত আর্টিলারি সিস্টেম এবং আরো কিছু মাইন পাতা-এলাকা।’
ইউক্রেনের বাহিনী সামনে এগুলে তাদের আকাশ থেকে বিমান প্রতিরক্ষা যথেষ্ট জোরদার না হলে তারা রুশ হেলিকপ্টার ও যুদ্ধবিমানের অব্যাহত আক্রমণের মুখে পড়বে। তা ছাড়া ইউক্রেন কোন একটি জায়গায় খুব বেশি সৈন্য সমাবেশ করছে না। ওয়াটলিং বলছেন, তারা চাইছে তাদের আক্রমণগুলোর ফলে রুশরা তাদের অবস্থানগুলোতে আরো সৈন্য নিয়ে আসুক, তাহলে তাদের দুর্বল জায়গাগুলো কোথায় তা বোঝা ইউক্রেনীয়দের জন্য সহজতর হবে। তবে সেটা এখনো ঘটবে বলে রুশ নেতৃত্বের কথায় মনে হচ্ছে না।
ইউক্রেনীয় বাহিনীকে এর মধ্যেই মাইনফিল্ড, পরিখা, ট্যাংকের অগ্রযাত্রা থামানোর জন্য খুঁড়ে রাখা গর্ত, বিমান হামলা এবং কামানের গোলাবর্ষণ মোকাবিলা করতে হচ্ছে। স্বাধীন সামরিক বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনীয়দের পক্ষে রুশদের প্রতিরক্ষাব্যূহ ভেদ করা কঠিন হবে। ‘আমাদের সামরিক বাহিনীকে দীর্ঘ এবং কঠোর যুদ্ধের জন্য তৈরি থাকতে হবে’ - ফেসবুকে ডিফেন্স এক্সপ্রেস নামে একটি ইউক্রেনীয় গ্রুপে একথা বলেন একজন বিশ্লেষক ইভান কিরিচেভস্কি।
নিউইয়র্ক টাইমসের এক রিপোর্টে বলা হচ্ছে, রাশিয়া তাদের বিমান দিয়ে পাল্টা হামলা চালানোর যে কৌশল নিয়েছে তা ইউক্রেনীয় বাহিনীর অগ্রযাত্রা শ্লথ করে দিতে পারে। তা ছাড়া এর ফলে রাশিয়ার বাহিনী হয়তো আরো বেশি প্রতিরক্ষাব্যূহ স্থাপন করার জন্য হাতে সময় পাবে। সূত্র: বিবিসি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই হতাহতের বিচার আদৌ হবে কিনা সংশয় স্বজনের মধ্যে
হরিণাকুন্ডুতে যুবদল সভাপতির উপর গুলি অল্পের জন্য রক্ষা
সচিবালয়ে আগুন, টঙ্গী হত্যাকাণ্ড ও ইসকনের আস্ফালন একই সূত্রে গাঁথা : যুব সমাবেশে মাওলানা মামুনুল হক
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে :পররাষ্ট্র উপদেষ্টা
সেই সুখরঞ্জন বালির ভারতে গুমের লোমহর্ষক কাহিনী
খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন শাস্তি হলে হাসিনার সুযোগ নেই :অ্যাটর্নি জেনারেল
থার্টি ফাস্ট নাইট নিষিদ্ধ করতে হবে আইন করে :জুমার খুৎবা-পূর্ব বয়ান
হাসিনা-জয়ের ৩০০ মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই
সচিবালয়ে অগ্নিকাণ্ডের রহস্য নিয়ে জনমনে নানা প্রশ্ন
সংস্কারের সঙ্গেই নির্বাচন প্রস্তুতি
‘রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে বিকল্প সোলার সিস্টেম চালু করুন’
আসিফ মাহমুদের হেলিকপ্টারে ছয় দিনে ২৮ বার সফর বিতর্ক
বন্ধ রয়েছে পায়রা বন্দরে পণ্য খালাস কার্যক্রম
ডেঙ্গুতে মৃত্যুহীন ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৩
নববর্ষ উদযাপনে ৭ বছরে শব্দদূষণ বেড়েছে ৭৪ শতাংশ
হাসিনা পরিবারের দুর্নীতির অনুসন্ধান শুরুর পরই সচিবালয়ে আগুন : রিজভী
হাসিনার ফ্যাসিজম নিয়ে সস্তা কথা টিকবে না : শফিকুল আলম
চাঁদপুর মেঘনায় ড্রেজারসহ ২৮ জন আটক
ব্যাট হাতেও উজ্জ্বল অভিষিক্ত বশ,চালকের আসনে দক্ষিণ আফ্রিকা
১৬ বছরের অভিনেতার অকাল প্রয়াণে হলিউডে শোকের ছায়া