সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে ক্ষোভে উত্তাল সোশ্যাল মিডিয়া
০২ জুলাই ২০২৩, ০৫:০১ পিএম | আপডেট: ০২ জুলাই ২০২৩, ০৫:০১ পিএম
ঈদের দিনে সুইডেনের রাজধানী স্টকহোমে কোরআন পোড়ানোর ঘটনায় ক্ষোভে উত্তাল সোশ্যাল মিডিয়া। বারবার মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ পোড়ানোর অনুমতি দেয়ায় সুইডিশ সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে মুসলিম বিশ্ব।
এই ঘটনায় ক্ষুব্ধ তুর্কি প্রেসিডেন্ট এরদোগান হুমকি দিয়েছেন, সুইডেনের ন্যাটো সদস্যপদে ভেটো দেয়ার। কোরআন পোড়ানোর ঘটনায় নিন্দা জানিয়েছেন পশ্চিমা বিশ্বের নেতারাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে।
সুইডেনে গত কয়েক বছরে বেশ নিয়মিত হয়ে উঠেছে মুসলমানদের ধর্মগ্রন্থ পবিত্র কোরআনে অগ্নিসংযোগ করার দৃশ্য। বিক্ষোভের অংশ হিসেবে বেছে নেয়া হচ্ছে কোরআন পোড়ানোকে।
গেল বুধবার (২৮ জুন) ঈদুল আজহার দিন, রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে কোরআনে আগুন দেন দুই ব্যক্তি। মুসলিমদের প্রতিবাদ সত্তেও, বাকস্বাধীনতার অজুহাতে এ কর্মসূচির অনুমতি দেয় সুইডিশ পুলিশ।সুইডেনের এ ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে মুসলিম দেশগুলোতে।
কোরআন পোড়ানোর প্রতিবাদ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও মরক্কোসহ আরও কয়েকটি মুসলিম দেশের সরকারপ্রধানরা। সবচেয়ে কঠোর ভাষায় নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এছাড়াও নিন্দা জানিয়েছেন পশ্চিমা বিশ্বের অনেক নেতাও। যুক্তরাষ্ট্র বলেছে, এমন ঘটনা ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়।
জৈষ্ঠ্য সাংবাদিক ও কলামিস্ট মেহেদী হাসান পলাশ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদ জানিয়ে লিখেছেন, ‘আপনার মুখ আছে, মুখে থুতু তৈরি হয়। সেটা আপনাকে ফেলতেই হবে। কিন্তু সব জায়গায় বা আপনার ইচ্ছেমতো যে কোন জায়গায় আপনি থুথু ফেলতে পারেন না। আপনার মুখ আছে, মুখে বুলিও আছে, আপনি অবশ্যই বলবেন। কিন্তু আপনি যা ইচ্ছে তাই বলতে পারেন না। কাউকে গালি দিতে পারেন না। বাক স্বাধীনতা আপনাকে কাউকে গালি দেয়া, কটু কথা বলা, হেয় করা বা আইন ও সংবিধানে অনুমোদিত নয় এমন কথা বলা অনুমোদন করে না। আপনার হাত আছে, আপনি অনেক কিছু করতে পারেন কিন্তু কাউকে আঘাত করতে পারেন না। আপনার হাতে অনুমোদিত অস্ত্র আছে কিন্তু তা অনুমোদিত পন্থায় ব্যবহার করতে পারেন না। অর্থাৎ বাক স্বাধীনতা ও ব্যক্তি স্বাধীনতা অর্থ যাচ্ছেতাই বলা ও করা নয়। এ দুটো নিরঙ্কুশ নয়।
আমি মুসলিম হিসেবে আল্লাহকেই একমাত্র উপাস্য, ইসলামকেই একমাত্র ধর্ম এবং কুরআনকেই এখনকার মানুষের জন্য একমাত্র কিতাব বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। তা সত্ত্বেও আমি অন্যান্য উপাস্যকে, অন্যান্য ধর্মকে বা অন্যান্য ধর্মীয় গ্রন্থগুলোকে এমনভাবে সমালোচনা বা নিন্দা করতে পারি না যা ওই সব ধর্মে বিশ্বাসী মানুষের মনে আঘাত লাগে, তারা কষ্ট পায়, ক্ষুব্ধ হয়। কোরআনই আমাকে শিক্ষা দিয়েছে।
যারা বাক স্বাধীনতা ও ব্যক্তি স্বাধীনতার কথা বলে মাঝেমধ্যে কোরআনে অগ্নি সংযোগ করেন, ইসলাম ধর্ম ও এর একমাত্র উপাস্য আল্লাহ তায়ালা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটুক্তি করেন এবং যারা এসব সমর্থন করেন, সেই সব দেশে কি সংখ্যাগরিষ্ঠের ধর্মীয় কিতাব গীতা, বাইবেল, ত্রিপিটক বা যিশু, কৃষ্ণ, বুদ্ধের মূর্তি পোড়ানো এভাবে সমর্থন করা হয়? নাকি বিশ্বের অন্য কোথাও এসব ঘটনা ঘটলে তারা নীরবে সহ্য করেন? ওই সব দেশে সংবিধান অনুমোদিত নয় বা রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর এমন কথা ও কাজ কি ব্যক্তি ও বাক স্বাধীনতার দোহাই দিয়ে অনুমোদন করেন? সুইডেনে কোরআন পোড়ানোর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।’
সবাইকে প্রতিবাদের আহ্বান জানিয়ে এবি বাহলুল নামে একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, সুইডেনে পবিত্র ঈদের দিনে সরকারী পৃষ্ঠপোষকতায় পবিত্র কোরআন পোড়ানোর তীব্র নিন্দা ও প্রতি'বাদ জানাচ্ছি! বাংলাদেশের তৌহিদি জনতার উচিত সুইডেন দূতাবাস ঘেরাও করে প্র'তিবাদ জানানো। মুসলিম বিশ্বে রাষ্ট্রীয়ভাবে প্রতি'বাদ হউক। সবাই সবার জায়গা থেকে প্রতিবাদী হয়ে উঠুন, যে যেভাবে পারেন এর প্র'তিবাদ করুন।
এসএম মনিরুল ইসলাম প্রতিবাদ জানিয়ে লিখেছেন, শুধু নিন্দা না জানিয়ে সুইডেনের সাথে সব মুসলিম দেশের সম্পর্ক ছিন্ন করা উচিৎ,,,, কারণ মুসলিম দেশগুলোর সুইডেনের সাথে সম্পর্ক না রাখলে কোন ক্ষতি নেই,,,,,কিছুদিন পর পর সুইডেন ইচ্ছে করে পবিত্র কুরআন পুড়িয়ে সারা বিশ্বের মুসলিমদের অন্তরে আঘাত করে।
মঈন খান লিখেছেন, কোরআন পোড়ানোর মতো জঘণ্য ঘটনা কোনো মুসলমানই মেনে নিতে পারেনা।প্রতিবাদ সবাই করবে, কোরআনের মর্যাদা রক্ষায় জীবন দিতেও কেউ পিছপা হবো না। এই নিকৃষ্ট কাজের তীব্র নিন্দা জানাই। বিশ্ব মুসলিম নেতাদেরকে এক হয়ে সুইডেন সরকারকে কঠিন বার্তা দিতে হবে। এই বর্বর কাজে যে বা যারা জড়িত এবং এর পেছনে ইন্ধন দ্বাতা সবাইকে বিচারের আওতায় এনে শাস্তির ব্যবসথা করতে হবে
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রভিটা গ্রুপের চেয়ারম্যানসহ স্ত্রী-ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ভারতীয় উৎসবে অংশ নেবে ছয় ইরানি চলচ্চিত্র
বাগেরহাটে বিএনপির দুই গ্রপের সংঘর্ষ, ৮ বাড়ীতে আগ্নিসংযোগ, আহত ২০
হাসিনার পরিবারকে প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহারের প্রমাণ মিলেছে
অভিনেত্রীর নেকলেস চুরি, চোর কি তবে রং মিস্ত্রী?
ভিভো এক্স২০০ এর নজর কাড়া পাঁচ দিক
ভৈরব থানার লুট হওয়া অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার
বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের মামলায় আসামী অন্তর, ষড়যন্ত্র অব্যাহত
সিলেট কোম্পানীগঞ্জে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ
সুনামগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
মালয়াম অভিনেত্রীকে যৌন হয়রানি, আটক স্বর্ণ ব্যবসায়ী
‘উন্নয়ন চাইলেও গণতন্ত্র দরকার সংস্কার চাইলেও গণতন্ত্র দরকার’বিএনপি শীর্ষ নেতা নজরুল ইসলাম খান
কেরানীগঞ্জের অস্থায়ী আদালতে চলবে বিডিআর বিদ্রোহ মামলা
বিশ্বাসের ঘরে ষড়যন্ত্র চলছে: ফারুক
ট্রাম্পের ছেলে ডনাল্ড জুনিয়রের গ্রিনল্যান্ড ভ্রমণ নিয়ে জল্পনা-কল্পনা
সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: প্রধান উপদেষ্টা
বিয়ের পূর্বে স্ত্রীর অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্ক থাকা প্রসঙ্গে।
লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন খালেদা জিয়া
টিম কম্বিনেশনের জন্য দলের বাইরে ছিলাম: রিশাদ
ফুলপুরে তারুণ্যের উৎসব উদযাপনে ফুটবল প্রতিযোগিতায় রুপসী বিজয়ী