বাংলাদেশি তরুণীকে বিয়ে করতে মুসলিম হতে চান এই ভারতীয়
০৬ জুলাই ২০২৩, ০৪:২১ পিএম | আপডেট: ০৬ জুলাই ২০২৩, ০৪:২১ পিএম
ভালোবাসার জন্য মানুষ কী না করে? বাংলাদেশি এক মুসলিম মেয়ের প্রেমে পড়েছেন ভারতীয় এক যুবক। করতে চান বিয়ে। আর তাই হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। আর পুরো এই বিষয়টি গড়িয়েছে থানা-পুলিশ পর্যন্ত। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে। বুধবার (৫ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে গুজরাটের সংবাদমাধ্যম দেশগুজরাট।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের গুজরাট রাজ্যের রাজকোট জেলার জেতপুর শহরের এক হিন্দু যুবক জানিয়েছেন, তিনি বাংলাদেশি এক মুসলিম মেয়ের জন্য ধর্মান্তরিত হতে প্রস্তুত। ভারতীয় ওই যুবকের নাম আশিস গোস্বামী। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের মাধ্যমে বাংলাদেশি তরুণীর সঙ্গে ২২ বছরের ওই যুবকের পরিচয় হয়েছিল।
এমনকি আশিস গোস্বামী নিজের নাম পরিবর্তন করে মুসলিম নামও রেখেছেন। মসজিদে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজও পড়ছেন। সম্প্রতি তিনি খৎনা করার জন্য হাসপাতালে গেলে বিষয়টি প্রকাশ পায় এবং পুরো বিষয়টি জেতপুর থানা পর্যন্ত পৌঁছায়।
তথ্য অনুযায়ী, ইনস্টাগ্রামের মাধ্যমে বাংলাদেশের এক মুসলিম তরুণীর সঙ্গে যোগাযোগ হয় জেতপুরে বসবাসকারী ২২ বছর বয়সী আশিস গোস্বামীর। আশিসের বাবা অভিযোগ করেছেন, তার ছেলের মগজ ধোলাই করা হয়েছে এবং তিনি তার পুরো দিন মসজিদে কাটাতে শুরু করেছেন। সেখানে তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন।
আশিসের বাবা আরও দাবি করেন, বাংলাদেশি মুসলিম মেয়ে আশিসকে ধর্মান্তরিত হওয়ার এবং তাকে বিয়ে করার জন্য প্রভাবিত করেছে। যার ফলে আশিস তার নাম পরিবর্তন করে শেখ মোহাম্মদ আলী সমীর রাখেন। আশিস জেতপুরের একটি সরকারি হাসপাতালে খৎনার জন্য গেলে ঘটনাটি প্রকাশ্যে আসে।
দেশগুজরাট বলছে, আশিস এখন মাথায় টুপি পরেন এবং মুসলিমদের মতো দাড়ি রেখেছেন। তিনি বিশ্বাস করেন, আল্লাহই একমাত্র সৃষ্টিকর্তা। আশিসের বন্ধুদের মতে, তিনি প্রায় পঞ্চাশ হাজার রুপি সংগ্রহের এবং তারপর ইনস্টাগ্রামের মাধ্যমে যোগাযোগ হওয়া বাংলাদেশি মেয়েটিকে বিয়ে করার জন্য বাংলাদেশে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
আশিসের বন্ধু আরও দাবি করেছেন, আশিস ইতোমধ্যেই বাংলাদেশি ওই মেয়ের সঙ্গে অনলাইনে বিয়ে করেছেন। আশিস এখন নিজেকে শেখ মোহাম্মদ আলী হিসেবে পরিচয় দেন এবং খোলাখুলিভাবে ও স্বাচ্ছন্দ্যে হিন্দু বিশ্বাস ও মূর্তি পূজার সমালোচনা করেন।
সংবাদমাধ্যমটি বলছে, আশিসের বাবা-মা পরিস্থিতি সম্পর্কে অবগত থাকলেও তারা উদ্বিগ্ন যে, তাদের ছেলে হয়েতো পালিয়ে যেতে পারে বা কঠোর কোনো পদক্ষেপ নিতে পারে। আশিস যখন খৎনার জন্য জেতপুর সরকারি হাসপাতালে যান, তখনও তার বাবা-মা তাকে ‘বোঝানোর চেষ্টা’ করেন।
দেশগুজরাট বলছে, বিশ্ব হিন্দু পরিষদও (ভিএইচপি) এই বিষয়টিতে জড়িয়ে পড়েছে এবং আশিসকে রাজি করানোর চেষ্টায় (তার বাবা-মায়ের) সঙ্গে যোগ দেয়। পুরো ঘটনাটি জেতপুর থানায় জানানো হয়েছে।
সেখানেও হিন্দু নেতারা এবং পুলিশ আশিসকে হিন্দু ধর্মে ফিরে আসার জন্য বোঝানোর চেষ্টা করছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
তামিমকে বিসিবির ধন্যবাদ
গণহত্যাকারীদের বিচারিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করা হচ্ছে: সারজিস
দ্বিতীয় চালানে ভারত থেকে এলো ২৭ হাজার টন চাল
গাঁজা সেবনের অভিযোগে নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীকে শাস্তি
উইন্ডিজ সিরিজে পাকিস্তান দলে ৭ পরিবর্তন, নেই আফ্রিদি
সুইজারল্যান্ডে গ্লোবাল এসএমই সামিট অনুষ্ঠিত হবে আগামী ২৩-২৫ এপ্রিল
ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা অপরিসিম : সিলেটে কাইয়ুম চৌধুরী
ডার্ক ওয়েবে গ্রাহকের তথ্য বিক্রির অভিযোগ : সিটি ব্যাংকের ব্যাখ্যা
মার্কেন্টাইল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫’ অনুষ্ঠিত
গফরগাঁওয়ে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধুর মৃত্যু
কর্মীদের বীমা সুরক্ষা প্রদানে ঢাকা ব্যাংক ও মেটলাইফের চুক্তি স্বাক্ষর
পাঠ্যবইয়ে নাম যুক্ত হওয়ায় আমার চেয়ে পরিবার বেশি খুশি: নিগার
স্ট্যান্ডার্ড ব্যাংকের বার্ষিক ব্যবসায় সম্মেলন- ২০২৫ অনুষ্ঠিত
শৈত্যপ্রবাহ প্রশমিত হওয়ার আভাস, বাড়বে রাত-দিনের তাপমাত্রা
বগুড়ায় শিবিরের সাবেক কর্মী সাথী ও সদস্যদের মিলন মেলায় রাফিকুল ইসলাম খান
ক্যাম্পাসভিত্তিক জুলাইয়ের ইতিহাস লিপিবদ্ধ করে রাখার আহ্বান প্রেস সচিবের
শিবালয়ে নিখোঁজের ৫ দিন পর পদ্মায় ভেসে উঠলো বারেক মেম্বরের লাশ
অস্ট্রেলিয়ান ওপেন: যাদের উপর থাকবে নজর
এবি পার্টির কাউন্সিলে মির্জা ফখরুল ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছি
হ্যানয় গ্র্যান্ড মাস্টার্স-২ দাবায় ফাহাদের হার