ইমরান খানের বিরুদ্ধে ইসির গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত
২৫ জুলাই ২০২৩, ০৮:৩০ পিএম | আপডেট: ২৬ জুলাই ২০২৩, ১২:০৩ এএম
নির্বাচন কমিশনকে (ইসি) অবমাননার অভিযোগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই–ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের বিরুদ্ধে করা মামলার অভিযোগ গঠন আগামী ২ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানাও স্থগিত করেছে নির্বাচন কমিশন।
মামলায় পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) নিয়ে ‘অবমাননাকর’ মন্তব্যের অভিযোগ আনা হয়েছে ইমরান খানের বিরুদ্ধে। সোমবার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে কমিশন। একই সঙ্গে তাকে গ্রেপ্তারের পর নির্বাচন কমিশনে হাজির করতে পুলিশকে নির্দেশ দেয়া হয়। পরোয়ানা জারির পর মঙ্গলবার নির্বাচন কমিশনে হাজির হন পিটিআইপ্রধান। মামলার শুনানি করেন চার সদস্যের একটি বেঞ্চ।
নির্বাচন কমিশনের একজন সদস্য বলেন, ২ আগস্ট ইমরানের বিরুদ্ধে অভিযোগ গঠন করবে কমিশন। তাকে পরবর্তী শুনানির দিন সশরীর হাজির থাকতে হবে। ইমরান খান, পিটিআই নেতা আসাদ উমর ও সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরীর বিরুদ্ধে গত বছরে এ মামলার প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন। তবে পাকিস্তানের বিভিন্ন আদালতে বিষয়টি নিয়ে আপত্তি তোলেন তিনজন। তাদের ভাষ্য ছিল, পাকিস্তানের ২০১৭ সালের নির্বাচন আইনের অনুচ্ছেদ-১০ ‘অসাংবিধানিক’।
তবে চলতি বছরের শুরুর দিকে ওই আপত্তি খারিজ করে দেন দেশটির সুপ্রিম কোর্ট। এরপর গত মাসে মামলাটি করে কমিশন। ওই মামলায় কয়েকবার তলবের পরও ইমরান খান হাজিরা না দিলে সোমবার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গত বছর পাকিস্তানের পার্লামেন্টে আনা অনাস্থা প্রস্তাবে হেরে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এরপর পাকিস্তানের প্রধান বিরোধী দলের এই নেতার বিরুদ্ধে কয়েক ডজন মামলা হয়েছে। ঘুষ গ্রহণের এক মামলায় গত মে মাসে তাকে গ্রেপ্তার করা হলে দেশজুড়ে সহিংস বিক্ষোভ হয়। ইমরান খান এখন জামিনে আছেন।
পিটিআইয়ের চেয়ারম্যান বলেন, তার বিরুদ্ধে মোট ১৮০টি মামলা রয়েছে। এমন ‘মিথ্যা’ মামলায় তিনি এক আদালত থেকে অন্য আদালতে ছুটছেন। বিশ্বের কোনো দেশে ৬ মাসে একজনের বিরুদ্ধে ১৮০টি মামলা হয়েছে কি না, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন তিনি। সূত্র: ডন।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
এফএ কাপে সিটির গোল উৎসব
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার