পদত্যাগের ঘোষণা হুন সেনের, প্রধানমন্ত্রী হচ্ছেন তার ছেলে
২৬ জুলাই ২০২৩, ০৮:৩৭ পিএম | আপডেট: ২৭ জুলাই ২০২৩, ১২:০৭ এএম
ইনকিলাব ডেস্ক
আগস্ট মাসের প্রথম দিকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন ক্যাম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন। তার জায়গায় নতুন প্রধানমন্ত্রী হবেন তার ছেলে হুন মানেত। হুন সেনের জ্যেষ্ঠ পুত্র হুন মানেত - সাম্প্রতিক কাল পর্যন্ত রাজকীয় ক্যাম্বোডিয়ান সেনাবাহিনীর কম্যাণ্ডার ছিলেন, এবং তাকে অনেক দিন ধরেই ভাবী প্রধানমন্ত্রী হিসেবে গড়ে তোলা হচ্ছিল।
সত্তর বছর বয়স্ক হুন সেন এখন পৃথিবীর সবচেয়ে বেশি দিন ধরে ক্ষমতাসীন নেতাদের অন্যতম।
দেশটিতে একটি প্রতিযোগিতাবিহীন নির্বাচনে হুন সেনের পার্টি সবগুলো আসনে বিজয়ী হবার তিন দিন পর এ ঘোষণা এলো। এরকম একটি ঘোষণা যে আসতে পারে তা আগে থেকেই আন্দাজ করা হচ্ছিল। ক্যাম্বোডিয়ায় প্রায় চার দশক ধরে ক্ষমতাসীন হুন সেনের শাসন ক্রমশঃই আরো একনায়কতান্ত্রিক হয়ে উঠছিল। ক্ষমতা হস্তান্তরের কথা তিনি প্রথম বলেছিলেন ২০২১ সালে - তবে তা ঠিক কখন হবে তা এতদিন ধরে কেউ জানতেন না।
হুন সেন তার ঘোষণায় বলেছেন, আগামী ১০ আগস্ট তার পুত্রকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করা হবে। রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিশেষ সম্প্রচারে তিনি বলেন, ‘আমি ঘোষণা করছি যে আমি আর প্রধানমন্ত্রীর পদে থাকবো না, এবং জনগণকে এ বিষয়টি উপলব্ধি করতে বলছি।’ তিনি বলেন, তিনি পদত্যাগ করছেন - কারণ এ পদে রয়ে গেলে তা অস্থিতিশীলতা সৃষ্টি করবে।
তবে হুন সেন ক্ষমতাসীন ক্যাম্বোডিয়ান পিপলস পার্টির নেতার পদে রয়ে যাবেন, যার ফলে - রাজনৈতিক বিশ্লেষকদের মতে - তার হাতেই চূড়ান্ত নিয়ন্ত্রণ থেকে যাবে। তিনি স্পষ্ট ইঙ্গিতও দিয়েছেন যে দেশ কীভাবে চালানো হচ্ছে তার ওপর তার প্রভাব বিস্তার অব্যাহত থাকবে।
এ বছর ২৩ জুলাইয়ের নির্বাচনের প্রচারাভিযানে ৪৫ বছর বয়স্ক হুন মানেত নেতৃত্বের ভূমিকায় ছিলেন। রাজনৈতিক সভাগুলোতে প্রায়ই তাকে তার পিতার পাশে দেখা যেতো। এমন জল্পনা আছে যে হুন মানেতের শাসনকাল হয়তো অপেক্ষাকৃত কম দমনমূলক হবে এবং মানবাধিকারের জন্য পশ্চিমা আহ্বানের প্রতি তিনি অধিকতর কর্ণপাত করবেন। তবে বিশ্লেষকরা বলেন, তিনি যে অপেক্ষাকৃত উদার হবেন এমন কোন প্রমাণ পাওয়া যায়নি।
হুন মানেত মার্কিন সামরিক একাডেমি ওয়েস্ট পয়েন্টে প্রশিক্ষণ পেয়েছেন এবং যুক্তরাজ্যের ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। দক্ষিণ পূ্র্ব এশিয়ার এক কোটি ৬০ লাখ জনসংখ্যার এই দেশটিতে ১৯৮৫ সাল থেকে হুন সেন ক্ষমতায় আছেন। রোববারের নির্বাচনের ফল কী হবে তা জানাই ছিল - কারণ দেশটির একমাত্র বিশ্বাসযোগ্য বিরোধী দলকে নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করা হয়েছিল।
ব্যালট পেপারে আরো ১৭টি দল ছিল - যেগুলো খুবই ক্ষুদ্র, নতুন বা সিপিপি-র মিত্র রাজনৈতিক দল। যুক্তরাষ্ট্র ও ইইউ উভয়েই এ ভোট অবাধ ও সুষ্ঠু কোনটাই হয়নি বলে নিন্দাসূচক বিবৃতি দিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে হুন সেন নানা উপায়ে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করেছেন। দুই হাজার সতের সালে তিনি আদালতকে ব্যবহার করে সিএনআরপি নামে আরেকটি জনপ্রিয় রাজনৈতিক দল বিলুপ্ত করেন এবং দলটির নেতাদের কারারুদ্ধ বা নির্বাসিত করেন। তিনি দেশের ভেতরে স্বাধীন সংবাদমাধ্যম, অধিকার গোষ্ঠী, ট্রেড ইউনিয়ন এবং এনজিওর ওপর দমননীতি চালিয়ে ভিন্নমত ও বাকস্বাধীনতা হরণ করেছেন। সূত্র: বিবিসি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বাংলাদেশ পুলিশের অত্যাচারী আচরণের নতুন ভিডিও ফাঁস
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা
আজ ছোট পর্দায় মুক্তি পাবে নাটক 'হোয়াট এ বৌ'
পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরিয়ে ফেললেন ভারতের সেনাপ্রধান
বরিশাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যলায়েড সায়েন্সেস চিকিৎসা সেবায় ব্যাপক অবদান রাখছে
হাসিনাকে নিয়ে ‘সম্ভাব্য ঝুঁকি’তে সচেতন ছিলেন না টিউলিপ এটি ‘দুঃখজনক’ : লরি ম্যাগনাস
শেখ পরিবার একটি চোরের কারখানা’
অব্যাহতি পাওয়া এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা মামুন
জিমি কার্টারের প্রতি ৩০ দিনের শোকাবস্থা উপেক্ষা করে ট্রাম্পের পতাকা উত্তোলন
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা-তারেকসহ সব আসামি খালাস
টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস
পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক যা লিখেছেন
টিউলিপের পদত্যাগ ইস্যুতে প্রেস উইংয়ের বিবৃতি
আজ বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান ৬ নম্বরে
মেয়ের বাড়ি থেকে ফেরার পথে লাশ হলো "মা"!
মীরসরাইয়ে মুন্না খুনের ঘটনায়, পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার
আজ সারদায় ৪৮০ এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৬৩ জন ফিলিস্তিনি, মানবিক সংকট চরমে
ছাগলকাণ্ডের সেই মতিউর ও তার স্ত্রী গ্রেফতার