সব রেকর্ড ভেঙে ২০২৪ সালে বিজেপি-এনডিএ জোট ক্ষমতায় আসবে : মোদি
১০ আগস্ট ২০২৩, ০৭:২৫ পিএম | আপডেট: ১০ আগস্ট ২০২৩, ০৭:২৫ পিএম
ভারতের লোকসভায় বিরোধীদের আনা ‘অনাস্থা প্রস্তাব’র ওপর ভাষণ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার বিকেলে লোকসভায় নরেন্দ্রে মোদি বিরোধীদের তীব্র সমালোচনা করেন। -বিবিসি
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, এ সময় মোদি বলেন, ‘ভগবান অত্যন্ত দয়ালু। কারো না কারো মাধ্যমে নিজের ইচ্ছাপূরণ করেন ভগবান। এটাকে আমি ভগবানের আশীর্বাদ মনে করি। অনাস্থা প্রস্তাব হলো ভগবানের আশীর্বাদ। ২০১৮ সালেও ভগবানের আদেশেই অনাস্থা প্রস্তাব এনেছিল বিরোধীরা।’
তিনি বলেন, ‘২০১৮ সালে যখন অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল, তখন ভোটাভুটির সময় বিরোধীদের হাতে যতজন সংসদ সদস্য ছিলেন, ততগুলো ভোটও জোগাড় করতে পারেনি। বিপক্ষের অনাস্থা প্রস্তাব আমাদের জন্য শুভ। আজ আমি দেখলাম যে আপনারা ঠিক করে নিয়েছেন, সব রেকর্ড ভেঙে ২০২৪ সালে ক্ষমতায় আসবে বিজেপি ও এনডিএ জোট।
বিরোধী কংগ্রেস ও তৃণমূলের উদ্দেশে নরেন্দ্র মোদি আরো বলেন, ‘আপনাদের (বিরোধী দল) গরিবের খিদে নিয়ে চিন্তা নেই। নিজেদের রাজনৈতিক খিদে, ক্ষমতার খিদে নিয়ে বেশি চিন্তিত বিরোধীরা। দেশের যুব প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নয়। নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চিন্তিত।’
তিনি বলেন, বিরোধীরা ফিল্ডিং সাজিয়ে অনাস্থা প্রস্তাব এনেছিল। কিন্তু নো বলের পর নো বল করে যাচ্ছে। এদিক (শাসক দল) থেকে শতরান হয়ে যাচ্ছে। ওদিক থেকে নো বল হয়ে যাচ্ছে। বিরোধীদের বলতে চাই যে, কিছুটা তো প্রস্তুতি নিয়ে আসবেন। পাঁচ বছর সময় দিয়েছিলাম। ২০১৮ সালে বলেছিলাম, ২০২৩ সালেও প্রস্তুতি নিয়ে আসতে পারেননি। কী হাল আপনাদের!
মণিপুর রাজ্যে ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মৌনতা দেখিয়েছেন বলে অভিযোগ করে বিরোধী জোট। তাদের দাবি, মোদির মৌনতা ভাঙতে ‘ইন্ডিয়া’ সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে বাধ্য হয়েছেন। মঙ্গলবার লোকসভায় বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব উত্থাপন করে আসামের কংগ্রেস সদস্য গৌরব গগৈ। বিরোধীদলগুলোর পক্ষ থেকে তিনি ২৬ জুলাই প্রস্তাবটি এনেছিলেন। বৃহস্পতিবার (১০ আগস্ট) বিতর্ক শেষে লোকসভার সদস্যরা প্রস্তাবটির ওপর ভোট দেবেন বলে জানিয়েছে বিবিসি।
তবে ভারতের পার্লামেন্টে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও এর মিত্রদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় এই ভোটাভুটিতে মোদী সরকার হারবে না বলেই ধরে নেওয়া যায়। মে মাসের প্রথমদিক থেকে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে শুরু হওয়া জাতিগত দাঙ্গায় এ পর্যন্ত ১৫০ জনেরও বেশি নিহত ও বাস্তুচ্যুত হয়েছেন কয়েক হাজার মানুষ। রাজ্যটির সংখ্যাগরিষ্ঠ জাতি মেইতেইদের সঙ্গে সংখ্যাগরিষ্ঠ কুকিদের সংঘর্ষ চলছে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
অতিরিক্ত সময়ে এন্দ্রিকের জোড়া গোলে জিতে শেষ আটে রিয়াল
গ্রিক সাইপ্রিয়ট প্রশাসনকে অস্ত্র বিক্রয়ের মার্কিন সিদ্ধান্তে টিআরএনসি-এর ক্ষোভ ও উদ্বেগ
নরসিংদীতে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮
পাবনায় জনজীবনে ভয়াবহ হচ্ছে ভার্চুয়াল আসক্তি
মাঝ আকাশে ভেঙে টুকরো ইলন মাস্কের ‘স্টারশিপ’
বাংলাদেশ-ভারতকে অতীত কবর দিয়ে নতুন করে শুরু করতে হবে: সুনন্দা কে দত্ত রায়
সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশের খসড়া অনুমোদন
সাইফ ইস্যুতে কেজরিওয়ালের বিস্ফোরক মন্তব্য, পাল্টা প্রতিক্রিয়া বিজেপি নেতার
ট্রাম্পের শুল্ক ছাড়াও চীনের অর্থনৈতিক সংকটে তিনটি বড় চ্যালেঞ্জ !
খেজুরের রস খেতে গিয়ে গাড়িচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
দিয়ালোর দুর্দান্ত হ্যাটট্রিকে ইউনাইটেডের নাটকীয় জয়
আজারবাইজান-জর্জিয়া সম্পর্ক শক্তিশালীকরণে উচ্চপর্যায়ের বৈঠক
আসাদগেটে সিএনজি-ট্রাক সংঘর্ষ, একজনের মৃত্যু
মরক্কোতে নৌকা ডুবে ৪৪ পাকিস্তানির মৃত্যু
'বন্ধী মুক্তির চুক্তি' চূড়ান্ত জানিয়েছে নেতানিয়াহুর দপ্তর
সুদানের সেনাপ্রধানের ওপর নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের
উ. কোরিয়ার ইউক্রেনে সামরিক অংশগ্রহণ একটি কৌশলগত ভুল : রব বাউয়ার
সাইফ তো লিস্টে ছিল না,হঠাৎ হামলা হয়ে গেছেঃ মমতা
ঘণকুয়াশায় সাড়ে ৫ ঘন্টা আরিচা-কাজিরহাট এবং ৪ ঘন্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে
মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা