তামিল তাড়ানোয় শ্রীলঙ্কায় কমছে হিন্দু?
১১ আগস্ট ২০২৩, ০৪:৪৪ পিএম | আপডেট: ১১ আগস্ট ২০২৩, ০৪:৪৪ পিএম
বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন হিন্দুরা। এদের সিংহভাগই অবশ্য বাস করেন ভারতবর্ষে। কিন্তু প্রশ্ন হল হিন্দু জনসংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে কোন দেশ? আবার দক্ষিণের দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় বাস করেন কত সনাতনী? জনসংখ্যা সংক্রান্ত রিপোর্ট প্রকাশ্যে আসতেই মিলল চাঞ্চল্যকর তথ্য।
সম্প্রতি বিশ্বের হিন্দু জনসংখ্যার উপর সমীক্ষা চালায় একটি বেসরকারি সংস্থা। সেই রিপোর্ট অনুযায়ী, সনাতন ধর্মাবলম্বী বাসিন্দার নিরিখে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে নেপাল। বর্তমানে ২ কোটি ৪২ লাখ হিন্দু বাস করেন হিমালয়ের কোলের এই দেশটিতে। প্রসঙ্গত ২০০৭ পর্যন্ত বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্র ছিল নেপাল। এভারেস্টের দেশে রয়েছে পশুপতিনাথ-সহ একাধিক সুপ্রাচীন হিন্দু মন্দির। গত শতাব্দীতে নেপালে ছিল রাজতন্ত্র। পরবর্তীকালে অবশ্য সংসদীয় গণতন্ত্রকে পুরোপুরি গ্রহণ করে হিমালয়ের কোলের এই দেশ। এর পরই সংবিধান বদলে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে নেপাল।
উল্লেখ্য, নেপালে হিন্দু ছাড়াও রয়েছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছেন তারা। তবে অন্য ধর্মের মানুষের সংখ্যা সেখানে খুব কম বলে সমীক্ষা রিপোর্টে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে শ্রীলঙ্কায় বাস করেন ৩০ লাখ সনাতনী। হিন্দু জনসংখ্যার নিরিখে দ্বীপরাষ্ট্রটির স্থান বিশ্বে ষষ্ঠ। সমীক্ষা অনুযায়ী, দেশের মোট জনসংখ্যার প্রায় ১৩ শতাংশ হিন্দু। ১৯৬৩ থেকে এখানকার হিন্দু জনসংখ্যা উল্লেখযোগ্য হারে কমছে বলেও সেখানে উল্লেখ করা হয়েছে।
১৯৪৭-এ ভারত স্বাধীন হওয়ার সময় শ্রীলঙ্কার মোট জনসংখ্যার ২০ শতাংশ ছিল হিন্দু। ওই সময় তামিল ভাষা-ভাষীদের সেকেন্ড হোম হিসেবে পরিচিতি ছিল দক্ষিণের এই দ্বীপরাষ্ট্রের। কিন্তু আটের দশকের মাঝামাঝি সময় থেকে পরিস্থিতি বদলাতে শুরু করে। তামিলদের বহিরাগত তকমা দিয়ে বিবাদে জড়ান স্থানীয় সিংহলীরা। যা গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করে। এর পরই তামিলদের মধ্যে শ্রীলঙ্কা ছাড়ার হিড়িক পড়ে যায়।
সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, বিশ্বের তৃতীয় বৃহত্তম হিন্দু জনসংখ্যা রয়েছে বাংলাদেশে। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে ইন্দোনেশিয়া ও পাকিস্তান। বর্তমানে বাংলাদেশে দেড় কোটি সনাতনীর বাস। অন্যদিকে ৪৪.৭৪ লাখ হিন্দু বাস করেন পাকিস্তানের লাহোর ও করাচির মতো শহরে। তালিকায় সপ্তম ও অষ্টম স্থানে রয়েছে মালয়েশিয়া ও মায়ানমার। অন্যদিকে ভারতের হিন্দু জনসংখ্যা ১১৪ কোটি ৫৪ লাখ ৯৫ হাজার ৩৩৫। যা শেষ জনগণনা অনুযায়ী, মোট জনসংখ্যার ৮০ শতাংশের বেশি বলে জানিয়েছেন সমীক্ষকরা। সূত্র: টিওআই।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
গুমের তদন্ত করে বিচারের প্রতিশ্রুতি: অন্তর্বর্তী সরকারকে হিউম্যান রাইটস ওয়াচের প্রশংসা
বাংলাদেশের একটি আইসিসি ট্রফি দরকার: আর্থার
নেপালি মেয়েকে ব্ল্যাকমেইল যুবককে গ্রেফতার সিআইডির
ওমরাহ পালন করতে গিয়ে মতলবের বৃদ্ধের মৃত্যু
বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত থামবো না: ডা. শফিকুর রহমান
ফজর ও আসরের নামাজের পর জানাযার নামাজ পড়া প্রসঙ্গে।
খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে দু-একদিনের মধ্যে সিদ্ধান্ত
মেহেরপুরে উদীচীর দ্বি-বার্ষিক সম্মেলন পণ্ড
ডিমলায় ‘স্বপ্ন পূরণের প্রত্যয়ে আমরা, সামাজিক সংগঠন বাংলাদেশ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
কুয়েটে ‘ওবিই কারিকুলাম ডিজাইন টিচিং লার্নিং বিষয়ক প্রশিক্ষণ
দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন দিয়ে দেশটাকে স্থিতিশীলতায় নিয়ে আসুন : এ্যানি
ভোট ডাকাতি করে ওবায়দুল কাদের চারবার এমপি হয়েছিল: ফখরুল ইসলাম
কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
মতলবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
চবি ছাত্রদলের প্রীতিভোজে হামলার অভিযোগে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
ব্রাহ্মণপাড়ায় এইচএমপিভি সচেতনতায় স্বাস্থ্য কমপ্লেক্সের প্রচারণা
জেলা প্রশাসক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভালুকা উপজেলা
গৌরনদীতে দাদাবাড়ি বেড়াতে এসে শিশু খুনের ঘটনায় ২ নারীসহ গ্রেফতার ৪
কম্বোডিয়ার পরিবর্তে অনৈতিক কাজে সউদী পাঠানোর প্রস্তাব পাসপোর্ট আটকে রেখে টাকা দাবি
মেডিক্যাল ভর্তি পরীক্ষায় আবু সাঈদকে নিয়ে প্রশ্ন