চাঁদের কাছাকাছি! এই প্রথম মহাকাশ থেকে ছবি পাঠাল লুনা ২৫
১৫ আগস্ট ২০২৩, ০৩:৩৩ পিএম | আপডেট: ১৫ আগস্ট ২০২৩, ০৩:৩৩ পিএম
ভারতের চন্দ্রযান ৩ এগিয়ে চলেছে চাঁদের দিকে। ইতিমধ্যেই ইসরোর এই মহাকাশযানের ল্যান্ডিয়ের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এদিকে চাঁদের দিকে ‘ছুটে চলেছে’ রাশিয়ার মহাকাশযান লুনা ২৫-ও। এবার মহাকাশ থেকে এই প্রথমবার ছবি পাঠাল লুনা।
সাদা কালো এই ছবিতে দেখা যাচ্ছে রাশিয়ার পতাকা। কোন পথে চাঁদে পৌঁছচ্ছে এই মহাকাশযান সামনে এসেছে সেই ছবিও। স্বাভাবিকভাবেই মহাকাশের সৌন্দর্য্যে মোহিত নেটপাড়ার বাসিন্দারা। ১৪ তারিখ এই ছবি প্রকাশ করে রসকসমস জানায়, ‘এ ছবি প্রকাশ করে নিজের ডিজাইন প্রদর্শন করছে লুনা। আমরা শীঘ্রই চাঁদে পৌঁছব।’ আপাতত চাঁদের কক্ষপথে ‘সুস্থ সবল’ রয়েছে লুনা ২৫।
উল্লেখ্য, ১১ অগাস্ট গত শুক্রবার চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল রাশিয়ার ল্যান্ডার লুনা। সেই দেশের মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের ভোস্টোচনি কসমোড্রোম স্পেস সেন্টার থেকে তা উৎক্ষেপণ করা হয় এবং ইতিমধ্যেই তা চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে। এদিকে গত ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে মহাকাশের উদ্দেশে পাড়ি দিয়েছিল ভারতের চন্দ্রযান।
উৎক্ষেপণের সময়ের মধ্যে প্রায় এক মাসের সময়ের ব্যবধান থাকলেও একই দিনে অর্থাৎ ২৩ অগাস্ট চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে চন্দ্রযান এবং লুনা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি মহাকাশ গবেষণায় ভারতের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে রাশিয়া?
যদিও রসকসমস জানিয়েছে, মহাকাশে অনেক জায়গা রয়েছে। দুই মিশনের উদ্দেশ্য সম্পূর্ণ আলাদা। আর দুই মহাকাশযান একে অপরের পথে আসবে না। অন্যদিকে, তারা আরও জানিয়েছে, লুনা এবং চন্দ্রযানের মুখোমুখি হওয়ার কোনও সম্ভাবনা নেই। এদিকে লুনা ২৫-এর সফল উৎক্ষেপণের পর রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থাকে অভিনন্দন জানিয়েছিল ভারত। এর আগে ১৯৭৬ সালে প্রথম চাঁদে ল্যান্ডার পাঠায় রাশিয়া এবং সেই অভিযান সফল হয়। এর দীর্ঘদিন পর ফের একবার চন্দ্র অভিযানে রাশিয়া।
কী কী তথ্য সংগ্রহ করবে লুনা ২৫?
আমেরিকার গবেষণা সংস্থা নাসা দাবি করেছিল চাঁদে পানি রয়েছে। সেক্ষেত্রে চাঁদে সত্যি পানি রয়েছে কিনা এবং থাকলে তা কোন অবস্থায় রয়েছে তা খতিয়ে দেখা হতে পারে। একইসঙ্গে চাঁদে কোনও দামী ধাতু পাওয়া যায় কিনা, নজর রয়েছে সেই দিকেও। উল্লেখ্য, চন্দ্রযান ৩ এবং লুনা ২৫-এর পর একটি দীর্ঘ প্রতীক্ষিত মিশনে অংশ নিতে চলেছে নাসা। এ মিশনের অন্যতম লক্ষ্যই হল চাঁদে পানি রয়েছে কিনা তা খতিয়ে দেখা।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
পুলিশ পরিচয়ে ছিনতাইকালে বিদেশি অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক
ফ্যাসিস্টের দোসর সোহানা সাবা পেল ভারতে বড় দায়িত্ব
সংস্কারের কিছু প্রস্তাবে অসন্তোষ বিএনপি
মাগুরার শ্রীপুরে কৃষক দলের বিশাল কৃষক সমাবেশ
ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী?
টানা তৃতীয় বছরের মতো চীনের জনসংখ্যা কমল
নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ড্রেজারসহ ৬ জন গ্রেফতার
টিউলিপের পতন, এক রাজনৈতিক অধ্যায়ের অবসান
অভিষেকের আগে শি জিনপিংকে ট্রাম্পের ফোন
সিরিয়ায় আটক নাগরিকদের দেশে বিচার করতে অস্বীকৃতি জানিয়েছে ফ্রান্স
বিশ্ব ইজতেমার ৭০ ভাগ প্রস্তুতি সম্পন্ন : ঢাকা বিভাগীয় কমিশনার
আখাউড়া কালন্দি খালে বইবে জলধারা
টঙ্গীতে ছাত্রদল নেতাসহ গ্রেফতার ১৩
৩৩ জিম্মির বিনিময়ে ১ হাজার ৯৭৭ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল
যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নেন পুতুল
আল-শারা ও শেখ মোহাম্মদের ঐতিহাসিক টেলি-আলোচনা
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যারা, নেই নরেন্দ্র মোদি
বাণিজ্য উপদেষ্টা কালোবাজারি সিন্ডিকেটের পৃষ্ঠপোষকতা করছেন: ডা. ইরান
ভারতে ১২ মাওবাদীকে হত্যা
মার্কিন যুক্তরাষ্ট্রে রবিবার থেকে বন্ধ হতে পারে টিকটক