রাহুলের ‘একান্ত’ সাক্ষাৎ চান ভারতে আসা মার্কিন কংগ্রেসের প্রতিনিধিরা!
১৫ আগস্ট ২০২৩, ০৭:৫৯ পিএম | আপডেট: ১৫ আগস্ট ২০২৩, ০৭:৫৯ পিএম
এক মার্কিন কংগ্রেসের প্রতিনিধি দল এসেছে দিল্লিতে স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে যোগ দিতে। কিন্তু তাদেরই একাংশ ‘ব্যাক্তিগত’ বৈঠক করতে চান কংগ্রেস নেতা রাহুল সঙ্গে। এমনটাই জানিয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রবীণ চক্রবর্তী। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, হাত শিবিরের তরফে আনুষ্ঠানিক ভাবে পররাষ্ট্রমন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে এ বৈঠকের জন্য অনুমতি চেয়ে।
তিনি জানিয়েছেন, ‘মার্কিন কংগ্রেসের এক প্রতিনিধি দল দু’দিনের সফরে আমেরিকা থেকে এসেছে। তাদেরই কয়েকজন সদস্য রাহুল গান্ধীর সঙ্গে ব্যক্তিগত স্তরে বৈঠক করতে চান। আমাদের তরফে এই প্রস্তাবে সাড়া দিয়ে জানানো হয়েছে রাহুল ওয়ানড় থেকে ফিরলেই এমন এক বৈঠকের বন্দোবস্ত করা হবে।’
কিন্তু পররাষ্ট্রমন্ত্রণালয় কি এমন বৈঠকের অনুমতি দেবে? এর উত্তরে ওই কংগ্রেস নেতার জবাব, ‘এটা মার্কিন প্রতিনিধি দল ও পররাষ্ট্রমন্ত্রণালয়ের মধ্যের ব্যাপার। যদিও আমি মনে করি না এতে পররাষ্ট্রমন্ত্রণালয়ের উদ্বিগ্ন হওয়ার কিছু থাকতে পারে। গণতান্ত্রিক কাঠামোয় সফররত অতিথিরা বিরোধী দলের প্রধান এক নেতার সঙ্গে সাক্ষাৎ করতে চাইতেই পারেন।’ এদিকে রাহুলের দপ্তরের তরফে জানানো হয়েছে, তারা এই সংক্রান্ত কোনও অনুরোধ কেন্দ্রকে করেনি। এই পরিস্থিতিতে কংগ্রেসের অনুরোধে পররাষ্ট্রমন্ত্রণালয় এই বৈঠকের অনুমতি দেয় কি না সেদিকেই তাকিয়ে বিশ্লেষকদের একাংশ।
উল্লেখ্য, আমেরিকা সফরে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগতে দেখা গিয়েছিল। পাশাপাশি ওয়াশিংটনে ন্যাশনাল প্রেস ক্লাবে ২০২৪-এ কংগ্রেসের সম্ভাবনা নিয়ে বলতে গিয়ে রাহুল দাবি করেছেন, ‘আমার মনে হয় পরবর্তী নির্বাচনে কংগ্রেস খুব ভাল ফল করবে। সবাইকে চমকে দেবে। শুধু অঙ্ক কষলেই বোঝা যাবে, সম্মিলিত বিরোধী শিবির এমনিই বিজেপিকে হারিয়ে দেবে।’ এই পরিস্থিতিতে নয়াদিল্লিতে আসা মার্কিন প্রতিনিধি দলের একাংশের রাহুলের সঙ্গে ব্যক্তিগত স্তরে বৈঠক করতে চাওয়া নিয়ে গুঞ্জন বিশ্লেষকদের মধ্যে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি: দোয়া চাইলেন তারেক রহমান
মাঘের শুরুতে আবার আসছে শৈত্যপ্রবাহ
আজহারীর মাহফিলের আগের রাতেই মাঠ কানায় কানায় পূর্ণ
আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’, শীর্ষে করাচিতে
পুলিশ পরিচয়ে ছিনতাইকালে বিদেশি অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক
ফ্যাসিস্টের দোসর সোহানা সাবা পেল ভারতে বড় দায়িত্ব
সংস্কারের কিছু প্রস্তাবে অসন্তোষ বিএনপির
মাগুরার শ্রীপুরে কৃষক দলের বিশাল কৃষক সমাবেশ
ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী?
টানা তৃতীয় বছরের মতো চীনের জনসংখ্যা কমল
নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ড্রেজারসহ ৬ জন গ্রেফতার
টিউলিপের পতন, এক রাজনৈতিক অধ্যায়ের অবসান
অভিষেকের আগে শি জিনপিংকে ট্রাম্পের ফোন
সিরিয়ায় আটক নাগরিকদের দেশে বিচার করতে অস্বীকৃতি জানিয়েছে ফ্রান্স
বিশ্ব ইজতেমার ৭০ ভাগ প্রস্তুতি সম্পন্ন : ঢাকা বিভাগীয় কমিশনার
আখাউড়া কালন্দি খালে বইবে জলধারা
টঙ্গীতে ছাত্রদল নেতাসহ গ্রেফতার ১৩
৩৩ জিম্মির বিনিময়ে ১ হাজার ৯৭৭ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল
যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নেন পুতুল
আল-শারা ও শেখ মোহাম্মদের ঐতিহাসিক টেলি-আলোচনা