সমালোচনার মুখে ইমরান খানকে যুক্ত করে নতুন ভিডিও প্রকাশ পিসিবির
১৭ আগস্ট ২০২৩, ০৪:১১ পিএম | আপডেট: ২১ আগস্ট ২০২৩, ০৯:৫৫ পিএম
বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানকে বাদ দিয়েই সাজানো হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাফল্যগাঁথা প্রামাণ্যচিত্রে। পরে প্রবল সমালোচনায় মুখে ওই ভিডিও সরিয়ে নতুন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে বোর্ড। তবে ইমরানের কাছে কোনো রকম ক্ষমা চাওয়া হয়নি।
প্রযুক্তিগত সমস্যার অজুহাত দেখিয়েছে পিসিবি। সমর্থকেরা তাতে মোটেই সন্তুষ্ট নন। তাদের স্পষ্ট দাবি, সাবেক অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরানের কাছে ক্ষমা চাইতে হবে পিসিবিকে। ক্ষিপ্ত হয়েছে অনেকেই। ওই তালিকায় রয়েছেন পাকিস্তানের আরেক কিংবদন্তি ওয়াসিম আকরাম।
তিনি আগের ভিডিও দেখে সেটি মুছে ফেলার জন্য বলেছিলেন পিসিবিকে।
১৬ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে পিসিবির তরফে নতুন একটি ভিডিও আপলোড করা হয়। এর ক্যাপশনে জানানো হয়, দৈর্ঘ্যের কারণে আগের ভিডিওটি সংক্ষিপ্ত করা হয়েছিল। যার ফলে কিছু গুরুত্বপূর্ণ অংশ বাদ পড়ে যায়। সেগুলো সংশোধন করে নতুন ভিডিও আপলোড করা হয়েছে।
পিসিবির এই যুক্তিতে কেউ সন্তুষ্ট হতে পারেননি। তাদের দাবি, সমস্যা ধামাচাপা দেয়ার চেষ্টা করা হচ্ছে। রাজনৈতিক কারণেই যে ইমরানকে বাদ দেয়া হয়েছিল, তা স্পষ্ট হয়ে গেছে বলে মনে করছে কেউ কেউ। নতুন ভিডিওতে ইমরানের কাপ তোলার দৃশ্য রয়েছে। তেমনই দু’-একটি ছোট ছোট অংশে তাকে দেখা গেছে।
প্রথম ভিডিওটি দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে ওয়াসিম আকরাম লিখেছিলেন, ‘বিমানে লম্বা সফর ও ট্রানজিটে দীর্ঘক্ষণ কাটিয়ে শ্রীলঙ্কায় ঢোকার পর জীবনের সবচেয়ে বড় আঘাতটা পেলাম পাকিস্তান বোর্ডের ভিডিও দেখে। পাকিস্তান ক্রিকেটের ইতিহাসের বর্ণনা দেয়া ভিডিওতে ইমরান খানই নেই! রাজনৈতিক মতভেদ থাকবেই। কিন্তু ইমরান বিশ্ব ক্রিকেটের একজন নক্ষত্র। নিজের সময়ে পাকিস্তানের ক্রিকেটকে বিশ্বের অন্যতম শক্তিশালী দল করে তুলেছিল, যা পরের দিকে আমাদের আত্মবিশ্বাস জুগিয়েছে। পিসিবির উচিত অবিলম্বে ভিডিও মুছে ফেলে ক্ষমা চাওয়া।’
নতুন ভিডিওটি নিয়েও সমালোচনার মুখে পড়তে হয়েছে পিসিবিকে। এক সমর্থক সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘যদি ভিডিওর দৈর্ঘ্য বেড়ে গিয়েই থাকে, তা হলে রাজনীতিবিদদের বক্তব্য কেটে দেয়া উচিত ছিল। কিন্তু দেশের সবচেয়ে বড় ক্রিকেটতারকার অংশটাই কেটে দেয়া হলো। এতেই বুঝা যায়, তোমরা কতটা প্রতিহিংসাপরায়ণ।’
আরেকজন লিখেছেন, ‘নিজেদের পায়ে কিভাবে কুড়াল মারতে হয় তা পিসিবিকে দেখে শেখা উচিত। রাজনৈতিক কারণেই যে ইমরানকে বাদ দেয়া হয়েছিল, এটা দিনের আলোর মতো স্পষ্ট।’ সূত্র : আনন্দবাজার পত্রিকা
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ঝিনাইদহে নিখোঁজের ৭দিন পর সেপটি ট্যাংকে মিললো যুবকের লাশ
ইসলামী আইনজীবী পরিষদের ১৩তম কেন্দ্রীয় সম্মেলন রবিবার
কমলনগরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৩
কুড়িগ্রামে জেলা বিএনপির ১২টি ইউনিট বিলুপ্ত ঘোষণা
তারাকান্দায় বাসের ধাক্কায় আহত-৪
কুয়েটে অনুষ্ঠিত হলো ন্যাশনাল আইডিয়া কেস কম্পিটিশন ‘বিজব্যাটেল’
ভারতের ড্রেসিংরুম চ্যাপেল যুগের মতো বিধ্বস্ত: হরভজন
জুনে জাফর-২ ও পায়া উপগ্রহ উৎক্ষেপণ করবে ইরান
আন্দোলনের ইমেজ বিশ্বকে জানাতে হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব
সাতক্ষীরা কালিগঞ্জে বাঁশ ও বেত শিল্প প্রায় বিলুপ্ত
দুই যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ৪ সিএনজি চালকের বিরুদ্ধে- গ্রেপ্তার- ১
হবিগঞ্জে সাড়ে ৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি শুরু
শুরু হয়েছে 'শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ সিজন–২ এর রেজিষ্ট্রেশন; কি থাকবে এবারের পর্বে?
‘২০ বছরের অধিক সাজাখাটা বন্দিদের অবিলম্বে মুক্তি দিন’
বাংলাদেশে ঢুকে গাছের ডাল কাটল বিএসএফ, সীমান্তে উত্তেজনা
নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ৬ জন গ্রেফতার, ড্রেজার জব্দ
ইরানের সুপ্রিম কোর্টের সামনে বন্দুকধারীর গুলিতে নিহত দুই বিচারক
কলাপাড়ায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, প্রকল্প পরিচালকের গাড়ী বহর আটকে দিল বিক্ষোভকারীরা
সাজিদ-নোমানের ঘূর্ণিতে ১৩৭ রানেই শেষ উইন্ডিজ