ভারতের জাতীয় সঙ্গীতের সুরকার হিসেবে রবীন্দ্রনাথকে নিয়ে বিভ্রান্তি কিন্তু কেন?

Daily Inqilab অনলাইন ডেস্ক

১৯ আগস্ট ২০২৩, ০৮:৩৫ এএম | আপডেট: ১৯ আগস্ট ২০২৩, ০৮:৩৫ এএম

ভারতের স্বাধীনতা দিবস ১৫ আগস্ট থেকে গত দু-তিন ধরে নানা সামাজিক যোগাযোগমাধ্যমে এবং ম্যাসেজিং অ্যাপে কিছু মেসেজ ছড়ানো হচ্ছে, যাতে দেশটির জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’-এর সুরকার নিয়ে ভুল তথ্য দেয়া হচ্ছে।

ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় - যারা দেশটির জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতের মতো প্রতীকের মর্যাদা রক্ষার দায়িত্বে রয়েছে, তাদের ওয়েবসাইটে এ নিয়ে পরিষ্কারভাবে লেখা আছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ও সঙ্গীত আরোপিত ‘জন গণ মন’ নামে পরিচিত গানটির প্রথম স্তবকটিই জাতীয় সঙ্গীত।

রবীন্দ্র বিশেষজ্ঞরা একাধিক প্রমাণ দিয়ে বলছেন, ‘জন গণ মন’ এর সুর রবীন্দ্রনাথের দেয়া এবং বিষয়টি নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। বিবিসি বাংলাও এর স্বপক্ষে একাধিক প্রমাণ খুঁজে বের করেছে।

সম্প্রতি যেসব বিভ্রান্তিমূলক এবং ভুল তথ্য ছড়ানো হচ্ছে, তার ভিত্তি হচ্ছে সুভাষ চন্দ্র বসুর সহযোগী ও আজাদ হিন্দ ফৌজের ক্যাপ্টেন রাম সিং ঠাকুরির একটি পুরণো দাবি। তার দাবি হচ্ছে, বর্তমানে যে সুরে জনগণমন গাওয়া হয়, সেটি তার করা সুর।

ঠাকুরির একটি বিখ্যাত গান, যা আজাদ হিন্দ ফৌজ এবং পরবর্তীতে ভারতীয় সামরিক বাহিনীর অন্যতম মার্চিং সং হিসাবে বাজানো হয়, সেই ‘কদম কদম বাঢ়ায়ে যা’-এর রচয়িতা এবং সুরকার।

রবীন্দ্রনাথ ঠাকুরের সুর দেয়া 'জন গণ মন' ক্যাপ্টেন রাম সিং ঠাকুরির সুরারোপিত গান বলে চালানোর প্রচেষ্টার পেছনে হিন্দুত্ববাদীদের হাত আছে কিনা, সেটাও একটা খতিয়ে দেখার বিষয় বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ।

কী ধরনের ভুল তথ্য ছড়ানো হচ্ছে?
এই প্রতিবেদকের কাছে স্বাধীনতা দিবসের সকালে একটি হিন্দি সংবাদপত্রে প্রকাশিত খবরের ছবি আসে হোয়াটসঅ্যাপ-এর মাধ্যমে। ।

প্রথম লাইনটা পড়েই চমকে উঠতে হয়। সেখানে দাবি করা হয়েছিল, ‘স্বাধীন ভারতের জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ এর রচয়িতা নোবেল পুরষ্কার-বিজয়ী ঠাকুর রবীন্দ্রনাথ টেগোর (প্রতিবেদনটি ভাষা অপরিবর্তিত রাখা হলো) -এর নামের সাথে তো সবাই পরিচিত, কিন্তু এই জাতীয় সঙ্গীতের অমর সুরের স্রষ্টা ঠাকুর রাম সিংয়ের নাম ইতিহাসের পাতা থেকে কোথাও হারিয়ে গেছে।’

পরবর্তী দুই-তিন দিনে কলকাতার বিভিন্ন মহলে আরো বেশ কয়েকজনের কাছ থেকে জানা গেল, তারাও এ ধরনের কয়েকটি পোস্ট এবং ম্যাসেজ পেয়েছেন, যার কোনোটিতে ক্যাপ্টেন রাম সিং ঠাকুরিকে জাতীয় সঙ্গীতের সুরকার বলে উল্লেখ করা হয়েছে।

অথবা ‘শুভ সুখ চ্যৈন বরখা বর্সে’ শীর্ষক আজাদ হিন্দ বাহিনীর একটি গানের পুরনো রেকর্ডিংকে ‘মূল জাতীয় সঙ্গীতের বিরল অডিও’ বলে লেখা হয়েছে। গানের রেকর্ডিংয়ের সাথে বাংলায় কিছু তথ্য দেয়া হয়েছে।

‘মূল জাতীয় সঙ্গীতের বিরল অডিও’ বলে উল্লেখ করা ওই রেকর্ডিংসহ মেসেজটি এসেছিল কলকাতার সিনিয়র সাংবাদিক বিশ্বজিত ভট্টাচার্যের কাছে।

তিনি বলছিলেন, ‘আমার কাছে এক বন্ধু ওই ম্যাসেজটি ফরোয়ার্ড করেছিলেন, তিনি আবার সেটা পেয়েছেন অন্য কারো কাছ থেকে। এই গানটা যে আজাদ হিন্দ বাহিনীর জাতীয় সঙ্গীত ছিল সেটাও যেমন জানা ছিল, তেমনই লেফটেন্যান্ট কর্নেল লক্ষ্মী সায়গলের গাওয়া এই রেকর্ডিংটা আমি আগেও শুনেছিলাম। কিন্তু আশ্চর্য হলাম সেটিকে মূল জাতীয় সঙ্গীতের বিরল অডিও– এই কথাগুলো পড়ে।’

‘তখনই মনে হয় যে ভারতের জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’-এর বদলে তথ্য বিকৃতি করে “শুভ সুখ চ্যৈন বরখা বর্সে”-কে কেন জাতীয় সঙ্গীত বলা হচ্ছে? নিশ্চিতই কোনো একটা উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে এটা,’ বলছিলেন ভট্টাচার্য।

এরপরেই বিবিসি বাংলা বিষয়টি নিয়ে ইন্টারনেটে খোঁজ শুরু করে। পাওয়া যায় বহু ইউটিউব লিঙ্ক এবং পত্র পত্রিকার প্রতিবেদন, যেখানে জাতীয় সঙ্গীতের সুরকার হিসাবে আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন রাম সিং ঠাকুরির নাম এসেছে।

সাদা-কালো ভিডিওতে ধারণ করা একাধিক ইউটিউব লিঙ্ক আছে, যেখানে ঠাকুরি নিজেও ‘শুভ সুখ চ্যৈন বরখা বর্সে’-র সুর দেয়ার দাবি করেছেন।

রাম সিং ঠাকুরির সাথে আলাপচারিতা ও দীর্ঘ গবেষণার পরে লেখক রাজেন্দ্র রাজন একটি বই প্রকাশ করেন। সূত্র : বিবিসি

 


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার
ইস্তানবুলে বিষাক্ত মদ পানে ৩৩ জনের মৃত্যু, আশঙ্কাজনক ৩২ জন
চিকি‍ৎসার নামে ২০০ রোগিনীকে যৌন হেনস্থা
অলিম্পিকের মেডেলও ছাপ ফেলল ‘কেলেঙ্কারি’?
নেতানিয়াহুকে অস্ত্র সরবরাহ করা গণহত্যার শামিল : বার্নি স্যান্ডার্স
আরও

আরও পড়ুন

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান

ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল

ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল

অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা

টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা

ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের

ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের

গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা

গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা

রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি

রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি

বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম

বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান

২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা

২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা

ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার

ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার

লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭

লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭

প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু

শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু

কী আছে তৌফিকার লকারে?

কী আছে তৌফিকার লকারে?

ঘটনার তিনদিন পর থানায় মামলা

ঘটনার তিনদিন পর থানায় মামলা

অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা

অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা

শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা

শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা

৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি

৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি

৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ

৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ