ভ্রমণকাহিনীতে মজেছেন ইলন, পড়ছেন ইবনে বতুতার গল্প
১৯ আগস্ট ২০২৩, ১০:১০ এএম | আপডেট: ১৯ আগস্ট ২০২৩, ১০:১০ এএম
মরক্কোর বিখ্যাত পর্যটক ও পণ্ডিত ইবনে বতুতা সম্পর্কে পড়াশোনা শুরু করেছেন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি উদ্যোক্তা ও বিলিয়নিয়ার ব্যবসায়ী ইলন মাস্ক। চতুর্দশ শতকের মহান এই পর্যটকের বিষয়ে আগ্রহের কথা নিজেই জানিয়েছেন জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স’র (সাবেক টুইটার) এই মালিক।
উত্তর আফ্রিকার দেশ মরক্কো। আর এই মরক্কোর প্রখ্যাত পর্যটক ইবনে বতুতা। একটানা ত্রিশ বছর বিশ্বের বিভিন্ন অংশে ভ্রমণ করেছেন তিনি। এক্ষেত্রে তার সময়ের বা আগের সব পর্যটককেও ছাড়িয়ে গিয়েছিলেন। নিজের সে সব ভ্রমণকাহিনী নিয়ে গ্রন্থ লিখেছেন তিনি। সেই ইবনে বতুতা সম্পর্কে জানার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন ইলন মাস্ক।
মূলত এক্স তথা টুইটারে জনপ্রিয় কনটেন্ট নির্মাতাদের জন্য আয়ের সুযোগ চালু হয়েছে। নতুন এ উদ্যোগের আওতায় এক্স ব্যবহারকারীদের যেসব কনটেন্টে বিজ্ঞাপন দেখানো হবে, সেগুলো থেকে আয়ের নির্দিষ্ট অংশ দেয়া হবে।
আর ব্যবহারকারীদের অন্যান্য কন্টেন্টের পাশাপাশি ভ্রমণ বিষয়ক কন্টেন্টও বেশি বেশি শেয়ারের পরামর্শ ও উৎসাহ দিচ্ছেন ইলন।
বুধবারই (১৬ আগস্ট) এ বিষয়ে এক্স তথা টুইটারে একটি পোস্ট দেন তিনি। সেখানে তিনি বলেন, ‘যুগে যুগে বহু সংস্কৃতির ভ্রমণ বিষয়ক গল্পগুলো নিয়ে ‘দ্য এক্সপ্লোরারস’ তথা পর্যটক বিষয়ক পডকাস্ট শোনার জন্য সুপারিশ করছি।’
সেই সঙ্গে তিনি আরও বলেন, ‘বর্তমানে আমি নিজেও আশ্চর্যজনকভাবে ও ব্যাপকভাবে বিশ্বভ্রমণ করা ইসলামি অভিযাত্রী ইবনে বতুতা সম্পর্কে পড়াশোনা করছি।’
ইবনে বতুতা যে সব জায়গা সফর করেছিলেন তার বেশিভাগই ছিল মুসলিম অধ্যুষিত দেশ। ‘আর রিহলা’ নামক গ্রন্থে নিজের সেসব ভ্রমণকাহিনীগুলো লিপিবদ্ধ করে গেছেন তিনি।
রিহলা একটি আরবি শব্দ, যার বাংলা অর্থ ভ্রমণকাহিনী। 'আর রিহলা' গ্রন্থে বতুতার বাংলাদেশ ভ্রমণের কথাও পাওয়া যায়। তার ঐতিহাসিক বইয়ে তৎকালীন বাংলার সাংস্কৃতিক, রাজনৈতিক, আবহাওয়া, জলবায়ু ও প্রাকৃতিক অবস্থার সম্পর্কে জানা যায়।
ইবনে বতুতা নিজে একজন ধর্মপ্রাণ ব্যক্তি ছিলেন এবং ধর্মপ্রাণ ব্যক্তিদের প্রতি আকর্ষণ অনুভব করতেন। মাত্র ২১ বছর বয়সেই তিনি বিশ্বভ্রমণের জন্য বের হয়ে যান এবং ২২ বছর বয়সে মক্কায় হজ্ব পালন করেন।
তিনি ১৩২৫-১৩৫৪ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে বিশ্ব ভ্রমণ করেন। তিনি ১৩৩৩ খ্রিস্টাব্দে দিল্লিতে আসেন এবং তৎকালীন দিল্লির সুলতান মুহম্মদ বিন তুঘলকের অধীনে দীর্ঘ প্রায় আট বছর কাজীর পদে কাজ করেন। এরপরই তিনি ১৩৪৫ অথবা ১৩৪৬ সালে ফখর উদ্দীন মোবারক শাহের শাসনকালে বাংলায় আসেন।
ইবনে বতুতা তার 'আর রিহলা' গ্রন্থে বলেছেন, 'দীর্ঘ তেতাল্লিশ রাত্রি সমুদ্রের বুকে কাটিয়ে আমরা বাঙ্গালা (বাংলা) দেশে পৌঁছলাম। এ বিশাল দেশে প্রচুর চাল উৎপন্ন হয়। সারা পৃথিবী ঘুরে আমি এমন কোনো দেশ দেখিনি যেখানে বাংলার চেয়ে জিনিসপত্রের মূল্য কম। পক্ষান্তরে এটি একটি অন্ধকার দেশ। খোরাসানের লোকেরা বলে, বাংলা ভালো জিনিসে পরিপূর্ণ একটি নরক।’
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা
ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার
লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭
প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু
কী আছে তৌফিকার লকারে?
ঘটনার তিনদিন পর থানায় মামলা
অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা
শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা
৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি
৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ