আজ সন্ধ্যায় চাঁদে অবতরণ করবে চন্দ্রযান ৩
২৩ আগস্ট ২০২৩, ১২:৪০ পিএম | আপডেট: ২৩ আগস্ট ২০২৩, ১২:৪০ পিএম
চাঁদের মাটি ছোঁয়ার ঐতিহাসিক মুহূর্তের সামনে দাঁড়িয়ে ভারত। কিন্তু বেঙ্গালুরুতে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-র দফতরে এ মুহূর্তে চরম উত্তেজনা চলছে। কারণ, শূন্য থেকে চন্দ্রপৃষ্ঠে মহাকাশযানকে নামানোর জন্য় যে ২০ মিনিটের সময় বরাদ্দ করা হয়েছে, তার উপর ভারতের মহাকাশ গবেষণার ভবিষ্যৎ নির্ভর করছে।
বুধবার বাংলাদেশ সময় বিকাল ৬টা বেজে ১৫ মিনিটে চন্দ্রযান-৩ মহাকাশযানকে চন্দ্রপৃষ্ঠে নামার প্রক্রিয়া শুরু হবে। সন্ধা ৬টা বেজে ৩৪ মিনিটে পালকের মতো চাঁদের মাটিতে অবতরণ করবে চন্দ্রযান-৩ । সবমিলিয়ে প্রায় ২০ মিনিটের মতো সময় বরাদ্দ করা হয়েছে। এই ২০ মিনিটকে রুদ্ধশ্বাস ক্রিকেট টি-২০ ম্যাচের সঙ্গে তুলনা করছেন বিজ্ঞানীরা।
এর আগে, ২০১৯ সালে চন্দ্রযান-২ মহাকাশযানটিকে নামানোর সময় শেষের ১৫ মিনিটই নির্ণায়কের ভূমিকা পালন করেছিল। শেষ পর্যন্ত পালকের মতো চাঁদের মাটি ছুঁতে পারেনি চন্দ্রযান-২। বরং সজোরে চাঁদের মাটিতে আছড়ে পড়ে সেটি। সেই সময় প্রকাশ্যেই ভেঙে পড়তে দেখা গিয়েছিল ইসরো-র তৎকালীন চেয়ারম্যান কে শিবনকে। পরবর্তী কালে ওই ১৫ মিনিটকে ‘সন্ত্রাসের মুহূর্ত’ বলে উল্লেখ করেছিলেন তিনি। এবার যথেষ্ট সন্তর্পণে এগনো হলেও, শেষের ওই ২০ মিনিটে যাতে সবকিছু ওলটপালট না হয়ে যায়, সেই চিন্তাই তাড়িয়ে বেড়াচ্ছে বিজ্ঞানীদের।
চন্দ্রপৃষ্ঠ থেকে দূরত্ব যখন ২৫ কিলোমিটার হবে, সেই সময়ই চন্দ্রযানকে নামানোর প্রক্রিয়া শুরু হবে। এই মুহূর্তে শূন্যে অনুভূমিক ভাবে অবস্থান করছে চন্দ্রযান-৩। অবতরণের সময় অবস্থান হবে উল্লম্ব। উল্লম্ব ভাবে অবতরণ করালেই পালকের মতো চাঁদের মাটি ছোঁয়ানো সম্ভব চন্দ্রযান-৩ মহাকাশযানকে।
ইসরো সূত্রে খবর, চন্দ্রপৃষ্ঠে অবতরণের সময় মহাকাশযানের গতি শ্লথ রাখা হবে। প্রতি সেকেন্ডে ১.৬৮ কিলোমিটার গতিতে নামানো হবে নীচের দিকে, ঘণ্টার হিসেবে যা ৬০৪৮ কিলোমিটার। মহাজগতের নিরিখে এই গতি শ্লথ হলেও, পৃথিবীতে বিমানের গতির তুলনায় অবতরণের সময় চন্দ্রযান-৩ মহাকাশযানের গতি প্রায় ১০ গুণ বেশি থাকবে।
চন্দ্রপৃষ্ঠের সঙ্গে দূরত্ব যত কমবে, ততই গতি কমিয়ে আনা হবে ল্যান্ডার ‘বিক্রমে’র। বিজ্ঞানের ভাষা এই পর্যায়কে বলা হয় ‘রাফ ব্রেকিং’। অবতরণের সময় চন্দ্রযান-৩ মহাকাশযানের এই ‘রাফ ব্রেকিং’-এর জন্য ১১ মিনিট সময় বরাদ্দ করা হয়েছে। এর পর শুরু হবে ‘ফাইন ব্রেকিং’ পর্যায়, ঠিক যে পর্যায়ে চন্দ্রযান-২ মহাকাশযানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বিজ্ঞানীরা।
চন্দ্রপৃষ্ঠ থেকে দূরত্ব যখন ৮০০ মিটার হবে, গতি নামিয়ে আনা হবে শূন্যে। নামার আগে জমি জরিপ করে নেবে ল্যান্ডার ‘বিক্রম’। এর পর দূরত্ব কমে যখন ১৫০ মিটারে পৌঁছবে, চন্দ্রপৃষ্ঠের ছবি তুলবে, যা দেখে অবতরণের উপযুক্ত জায়গা বেছে নেয়া হবে। তাতে বসানো সেন্সর চন্দ্রভূমির স্পর্শ পেলে, ল্যান্ডারের চারটি পা যখন মাটি ছোঁবে, ইঞ্জিন বন্ধ করে দেবেন বিজ্ঞানীরা।
চাদের মাটিকে বলা হয় রেগোলিথ। অবতরণের পর ওই মাটি থিতিয়ে আসার জন্য অপেক্ষা করা হবে। এর পর ল্যান্ডার থেকে আলাদা হয়ে চাঁদের মাটিতে নামবে রোভার ‘প্রজ্ঞান’। চাঁদের মাটিতে ঘুরে ঘুরে নমুনা সংগ্রহ করবে রোভার ‘প্রজ্ঞান’। তবে চন্দ্রপৃষ্ঠে অবতরণের পর নিজ নিজ জায়গায় থিতু হয়ে, সবার আগে পরস্পরের সেলফি তুলবে ‘বিক্রম’ এবং ‘প্রজ্ঞান’। মুহূর্তের মধ্যেই তা হাতে এসে পৌঁছবে ইসরো-র বিজ্ঞানীদের।
ল্যান্ডার ‘বিক্রম’ এবং রোভার ‘প্রজ্ঞান’ চাঁদের বুকে এক চন্দ্রদিবস অতিবাহিত করবে, পৃথিবীর হিসেবে যা ১৪ দিন। সব ঠিক থাকলে, চন্দ্রপৃষ্ঠে পালকের মতো অবতরণকারী চতুর্থ দেশ হিসেবে ইতিহাসের পাতায় নাম উঠবে ভারতের।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
দল হিসেবে খেললে অধিনায়কত্ব সহজ হয় : সোহান
পটুয়াখালীতে জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বিএনএসবি চক্ষু হাসপাতালের ফ্রি চক্ষু শিবির
পটুয়াখালী পুলিশ লাইনে মহিলা পুলিশ ও মহিলা কলেজ থেকে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ময়মনসিংহে মেডিকেল থেকে রক্ত চোর চক্রের ২সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালী পুলিশ
রাতের আঁধারে ভেকুর দাপট, আখাউড়ার মাটি যাচ্ছে মুরাদনগরে
জুলাই আন্দোলনে উজ্জীবিত হয়ে নতুন দেশ গঠনে গুরুত্ব দিচ্ছেন সোহান
মতলবে সাজাপ্রাপ্ত ২০ মামলার আসামিসহ ২ জন গ্রেফতার
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্থদের অবস্থান, সরাতে পুলিশ-সেনাবাহিনীর চেষ্টা
দৌলতপুরে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৩
চাঁদপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপন
নেত্রকোণায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
হাজীগঞ্জে শহীদ জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া
সোনারগাঁওয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন
ইবিতে অসুস্থ ও পরলোকগতদের স্মরণে দোয়া
২৮ দিন ধরে বন্ধ রৌমারী-চিলমারী ফেরি, ভোগান্তিতে মানুষজন
সুন্দরগঞ্জে এমপি লিটন হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য কাদের খানের মৃত্যু
পর্দানশীন নারীদের এনআইডি না দেয়ার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
প্রবাসীর সাথে দুর্ব্যবহারের ভিডিও ভাইরাল, নেপথ্যে সবজি নিয়ে প্লেনে ওঠার চেষ্টা
নরসিংদীতে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ যুবক আটক
‘শিক্ষা বিপ্লবের মাধ্যমে তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে’