কারাগার থেকে হাসপাতালে ভর্তি থাকসিন শিনাওয়াত্রা
২৩ আগস্ট ২০২৩, ০১:২৫ পিএম | আপডেট: ২৩ আগস্ট ২০২৩, ০১:২৫ পিএম
স্বেচ্ছা নির্বাসন থেকে ঐতিহাসিক প্রত্যাবর্তনের পর প্রথম রাত জেলেই কেটেছে থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন শিনাওয়াত্রার। কিন্তু সেখানে তার উচ্চ রক্তচাপ ও হার্টের সমস্যা নিয়ে উদ্বেগের কারণে মঙ্গলবার দিবাগত রাত প্রায় দু’টার দিকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
সাজা এড়াতে প্রায় ১৫ বছর স্বেচ্ছা নির্বাসনে থাকার পর মঙ্গলবার দেশে ফেরেন থাকসিন। ব্যক্তিগত বিমানে করে ব্যাংককের ডন মুয়াং বিমানবন্দরে এসে নামার কিছুক্ষণের মধ্যেই গ্রেপ্তার হন তিনি। পুলিশ সরাসরি তাকে থাইল্যান্ডে সুপ্রিম কোর্টে নিয়ে হাজির করে। সুপ্রিম কোর্ট বিভিন্ন অভিযোগ তাকে আট বছরের কারাদণ্ড দেয়। আদালত থেকে তাকে সোজা ব্যাংককের রিমান্ড কারাগারে নিয়ে যাওয়া হয়। কারাগারে প্রথম রাতেই বুকে চাপ অনুভব করার পর উচ্চ রক্তচাপ শনাক্ত হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কারেকশন ডিপার্টমেন্ট একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, উচ্চ রক্তচাপ এবং বুকে ‘টাইটনেস’ বোধ করায় তাকে রাজধানী ব্যাংককের একটি পুলিশ হাসপাতালে নেয়া হয়েছে। ৭৪ বছর বয়সী থাকসিন শিনাওয়াত্রা একজন বিলিয়নার। তিনি তীব্র জনপ্রিয় ফেউ থাই পার্টির প্রতিষ্ঠাতা। ক্ষমতার অপব্যবহার এবং ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’ বিষয়ক অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে জেল দেয়া হয়েছে।
যেহেতু তার বিরুদ্ধে আগে থেকেই শাস্তি ঘোষণা করা আছে, তাই বিমানবন্দর থেকে প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় সুপ্রিম কোর্টে। আদালত তাকে জেলে পাঠানোর নির্দেশ দেয়। ফলে এক রাত তাকে জেলে কাটাতে হয়েছে। একই দিনে দেশটিতে পার্লামেন্ট ভোটে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন থাকসিনের রাজনৈতিক মিত্র ও রিয়েল এস্টেট ব্যবসায়ী শ্রেথা থাভিসিন। রাজনৈতিক টানাপড়েনের মধ্যে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হলেও পুরো দিন সবার দৃষ্টি ছিল থাকসিন শিনাওয়াত্রার দিকে।
মঙ্গলবার শেষের দিকে পার্লামেন্ট থেকে ফেউ থাই পার্টির শ্রেথাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করা হয়। তিনি রাজকীয় অনুমোদন পেয়েছেন বলে জানানো হয়েছে। ওদিকে জেলখানায় থাকসিন শিনাওয়াত্রাকে যথাযথ যত্ন নেয়া নিশ্চিত করতে কর্তৃপক্ষ অক্ষম বলে তাকে হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দেশটির জাতীয় পুলিশ অ্যাসিসট্যান্ট প্রধান লেফটেন্যান্ট জেনারেল প্রাচুয়াব ওংসুক বলেছেন, জেল কর্তৃপক্ষ পরিস্থিতি মূল্যায়ন করেছে। তারা দেখতে পেয়েছে, সেখানে চিকিৎসক এবং মেডিকেল সরঞ্জামের ঘাটতি আছে। ফলে তারা রোগীর যথাযথ দেখভাল করতে পারবে না।
এর আগে মঙ্গলবার সুপ্রিম কোর্ট নিশ্চিত করেছে যে, ক্ষমতার অপব্যবহার ও ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’ বিষয়ে অভিযুক্ত থাকসিনকে আট বছর জেল খাটতে হবে। ওদিকে কারেকশন ডিপার্টমেন্টের মহাপরিচালক আয়ুথ সিনটোপান্ট রয়টার্সকে বলেছেন, রাতে হাসপাতালে স্থানান্তরের সময় থাকসিনের সঙ্গে গিয়েছেন আটজন জেল প্রহরী। সূত্র: আল-জাজিরা।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
মতলবে সাজাপ্রাপ্ত ২০ মামলার আসামিসহ ২ জন গ্রেফতার
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্থদের অবস্থান, সরাতে পুলিশ-সেনাবাহিনীর চেষ্টা
দৌলতপুরে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৩
চাঁদপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপন
নেত্রকোণায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
হাজীগঞ্জে শহীদ জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া
সোনারগাঁওয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন
ইবিতে অসুস্থ ও পরলোকগতদের স্মরণে দোয়া
২৮ দিন ধরে বন্ধ রৌমারী-চিলমারী ফেরি, ভোগান্তিতে মানুষজন
সুন্দরগঞ্জে এমপি লিটন হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য কাদের খানের মৃত্যু
পর্দানশীন নারীদের এনআইডি না দেয়ার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
প্রবাসীর সাথে দুর্ব্যবহারের ভিডিও ভাইরাল, নেপথ্যে সবজি নিয়ে প্লেনে ওঠার চেষ্টা
নরসিংদীতে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ যুবক আটক
‘শিক্ষা বিপ্লবের মাধ্যমে তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে’
শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে ইবি ছাত্রদলের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
সন্তানদের সুস্থ ভবিষ্যতের জন্যই পলিথিনের ব্যবহার বন্ধ করতে হবে : সৈয়দা রিজওয়ানা হাসান
গ্রাহকের আমানত নিয়ে লাপাত্তা লক্ষ্মীপুরের মিরিকপুর ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট মালিক
এতো লুটপাট কখনো দেখেনি কেউ - মাহবুব চৌধুরী
খালেদা জিয়া: রাজনীতির লাইমলাইটে বেগম জিয়ার প্রত্যাবর্তন
কেশবপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত