ভারতে পেঁয়াজ পচতেছে, দাম বাড়াতে কৃষকদের বিক্ষোভ, ২০০ কিলোমিটার পদযাত্রা
২৫ আগস্ট ২০২৩, ১০:০০ এএম | আপডেট: ২৫ আগস্ট ২০২৩, ১০:০০ এএম
ভারতের মহারাষ্ট্র রাজ্যের কৃষকরা পেঁয়াজের দাম বাড়ানোর দাবিতে ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ জানাচ্ছে। তাদের খামারে সারি সারি পেঁয়াজ পড়ে পড়ে পচতেছে।
এছাড়া দেশটির পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র রাজ্যের কৃষকরা পেঁয়াজের দাম বাড়ানোর দাবিতে বিক্ষোভ নামার পর মুম্বাই অভিমুখে ২০০ কিলোমিটার পদযাত্রা শুরু করেছে।
বিক্ষোভের মুখে কর্তৃপক্ষ পেঁয়াজ চাষীদের জন্য কিছু আর্থিক প্রণোদনা ঘোষণা করলেও কৃষকরা তা প্রত্যাখ্যান করে প্রতিবাদ-বিক্ষোভ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে।
বিবিসি জানায়, মহারাষ্ট্রের নাসিক জেলার নামদেব ঠাকরের পারিবারিক খামারে সারি সারি পেঁয়াজ পড়ে পড়ে পচছে। এই কৃষক বলেন, মাঠ থেকে পেঁয়াজ সংগ্রহ এবং বাজারজাত করতে শ্রমিক নিয়োগ দিয়ে অর্থ খরচ করতে চান না তিনি।
কারণ, পেঁয়াজ বিক্রি করে সেই খরচ তিনি তুলতে পারবেন না। গত কয়েক সপ্তাহে হঠাৎ করে পেঁয়াজের দাম কমে যাওয়ার পর থেকে মহারাষ্ট্রের যে হাজার হাজার কৃষক প্রতিবাদ জানিয়ে আসছে, নামদেব তাদেরই একজন।
প্রতিবাদী কৃষকদের একজন রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ পাঠানোর পর হতাশায় তার ফসল পুড়িয়ে দিয়েছেন। অন্যরা মনোযোগ আকর্ষণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পেঁয়াজের পার্সেল পাঠিয়েছেন। প্রায় দিনই এমন কিছু না কিছু করছেন কৃষকরা।
মহারাষ্ট্রের নাসিকের কৃষকরা বলছেন, তারা পাইকারি বাজারে প্রতি ১০০ কেজি পেঁয়াজের জন্য মাত্র ২০০-৪০০ রুপি পাচ্ছেন।
মহারাষ্ট্রের এক কৃষক নেতা অজিত নাভালে বলেন, “কৃষকদের অন্তত ৪০০ রুপি লাভ করতে হলে পেঁয়াজের দাম প্রতি ১০০ কেজিতে ১২০০ রুপির ওপরে থাকা চাই।” মধ্যস্বত্বভোগীরা কৃষকদের কাছ থেকে কম দামে পেঁয়াজ কিনে শহরে বেশি দামে বিক্রি করে। শেষ পর্যন্ত কৃষক ও ভোক্তা দু’পক্ষই ক্ষতিগ্রস্ত হয়।
কেবল মধ্যস্বত্বভোগী ও ব্যবসায়ীরা সরবরাহের আধিপত্য থেকে উপকৃত হয় উল্লেখ করে নাভালে বলেন, “সরকার হস্তক্ষেপ করছে না, এটি দুর্ভাগ্যজনক।”
কৃষকদের এ অভিযোগ স্বীকার করেছেন খামার বিশেষজ্ঞ শ্রীকান্ত কুয়ালেকারও। তিনি বলেন, “ভারতে এমনকী পেঁয়াজের চাহিদা স্থিতিশীল থাকার সময়ও দাম নিয়ন্ত্রণের যথাযথ কোনও নীতি নেই। যখন কোনো কৃষিপণ্যের দাম বেড়ে যায়, সরকার দেশে বিক্ষোভের ভয়ে সেটির রপ্তানি বন্ধ করে দেয়।”
“ফলে অনেক সময় অন্যান্য দেশে ফসল রপ্তানির প্রতিশ্রুতি থেকে আমাদেরকে পিছু হটতে হয়। এতে বাণিজ্যিক লেনদেনে আমরা বিশ্বাসযোগ্যতা হারাই।”
দাগু খোটে নামের এক কৃষক বিবিসি-কে বলেন, “এবছর মেয়ের বিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলাম, বাড়িঘরও করার কথা ছিল। কিন্তু এখন তা অসম্ভব। পাওনাদারেরা অর্থের জন্য চাপ দিচ্ছে।” পেঁয়াজ চাষের জন্য এই অর্থ ধার করেছিলেন খোটে।
তিনি বলেন, “হাতে এখন কোনও অর্থকড়ি নেই। নিজের জমি থাকার পরও পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য বর্ষা আসার আগ পর্যন্ত অন্যের ক্ষেতে মজুরি খাটতে হবে আমাকে।”
উল্লেখ্য, চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পেঁয়াজ উৎপাদনকারী দেশ ভারত। বছরে প্রায় ২ কোটি ৪০ লাখ টন পেঁয়াজ উৎপাদন হয় ভারতে। দেশের অর্ধেকের বেশি পেঁয়াজ উৎপাদন হয় মহারাষ্ট্রেই। উৎপাদিত পেঁয়াজের প্রায় ১০ থেকে ১৫ শতাংশ অন্য দেশে রপ্তানি করা হয়।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
আলজেরিয়ায় কুরআন প্রতিযোগিতায় হাফেজ তাওহিদুলের দেশত্যাগ
লামায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষীকি পালিত
নতুন দেশ গঠনে আনসার ভিডিপির প্রশিক্ষিত তরুণরা বড় শক্তি : আদিলুর রহমান
বাঘায় শহিদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল
শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির জবাব আসেনি: চিফ প্রসিকিউটর
প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে উপহার ও সনদ তুলে দিলেন অতিথিরা
মেহেরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন
ঝিকরগাছায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত
শহীদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
চার দিনের সফরে সোমবার সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা
ভারতে ৫ বছর সাজাভোগ করে দেশে ফিরলেন স্বামী-স্ত্রী
নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর নদীতে পাওয়া গেল স্কুল ছাত্রের লাশ
কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত: শুভেন্দু অধিকারী
নামাজের প্রথম কাতারে জামাত পড়াবস্থায় অজু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে।
শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ : মির্জা ফখরুল
বিয়ের ওপর কর বাতিলের দাবি
এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান
জবিতে ছাত্রলীগ নেত্রী আটক, মুক্তির পর হুমকি
বিতর্ক যেন ছাড়ছেই না উর্বশীকে,আপত্তিকর ভিডিও ভাইরাল
বিনোদনের সংজ্ঞা পাল্টে দিচ্ছে হালের নিও কিউএলইডি টেলিভিশন