জি২০ সম্মেলন উপলক্ষে দিল্লিতে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়, অঘোষিত ‘লকডাউন’
২৯ আগস্ট ২০২৩, ০৬:২৩ পিএম | আপডেট: ২৯ আগস্ট ২০২৩, ০৬:২৩ পিএম
দিল্লিতে যেন পা ফেলার জায়গা নেই সেপ্টেম্বরে। পাঁচতারা হোক বা সাধারণ– অধিকাংশ হোটেলে ঝুলছে ‘নো রুম’ বোর্ড। দিল্লি পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ, আইবি, পররাষ্ট্রমন্ত্রণালয় ও বিভিন্ন দূতাবাসগুলিতে, শুরু হয়েছে ‘সিকিউরিটি ড্রিল’। শহরে জড়ো হয়েছে কয়েকশো বুলেটপ্রুফ গাড়ি। সব মিলিয়ে চরম সাজোসাজো চেহারা রাজধানীর। পরিস্থিতি দেখে এ কথা স্পষ্ট, আগামী মাসের ৫ থেকে ১৫ তারিখের মধ্যে কোনও সাধারণ মানুষ যদি দিল্লি সফরের কথা ভেবে থাকেন, সেই পরিকল্পনা সময় থাকতে বাতিল করতে হবে।
সেপ্টেম্বরে তিনদিন ধরে চলবে জি-২০ সম্মেলন। সারা বিশ্বের অতিথি আসবেন শহরে। সেই উপলক্ষেই দিল্লিতে এ মুহূর্তে বেশিরভাগ হোটেল, পাঁচতারা হোক বা সাততারা, সাধারণ মধ্যবিত্ত হোটেল অথবা টু-থ্রি স্টার, আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় সমস্ত বুকড হয়ে গিয়েছে। ইতিমধ্যেই বাতিল করা হয়েছে সমস্ত প্রি বুকিং। এমনকি, ধর্মশালা, পান্থশালা, লজ বা হোম-স্টেগুলিও সে সময়ে খালি থাকবে না বলেই আশঙ্কা।
জানা গিয়েছে, ‘আইটিসি মৌর্য’-তে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ‘তাজ প্যালেস’-এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ‘স্যাংগ্রিলা’য় ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক এবং জার্মান প্রতিনিধি দল, ‘ইম্পেরিয়াল’-এ অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী ও ইন্দোনেশিয় প্রতিনিধি, ‘হোটেল ললিত’-এ কানাডা ও জাপানি প্রতিনিধিরা থাকবেন। এই সব হোটেলে অতিথিদের খাওয়াদাওয়ার দায়িত্বে থাকবেন প্রায় ২০০০ শেফ ও অ্যাসিস্ট্যান্ট শেফ। পাশাপাশি অন্যান্য ছোট, মাঝারিমানের হোটেল, রেস্টুরেন্টগুলিও বুকিং করা হয়েছে আধিকারিক ও কর্মচারীদের জন্য। সম্মেলনের দিনগুলো তাঁদেরও থাকতে হবে দিল্লির বিভিন্ন হোটেলে, কড়া নিরাপত্তার ঘেরাটোপে।
তথ্য বলছে, ৯-১০ সেপ্টেম্বরে জি ২০ সামিটকে কেন্দ্র করে নয়াদিল্লিতে সাড়ে তিন হাজারেরও বেশি রুম বুক করে ফেলেছে কেন্দ্রীয় সরকার। বহু হোটেলে প্রায় ১০ হাজার ‘হসপিটালিটি ম্যানেজমেন্ট প্রফেশনাল’ বহাল করা হয়েছে দু’মাস আগে থেকেই। হোটেলে কোনও ত্রুটি বা বিচ্যুতি ধরা পড়লে, তক্ষুনি তা দ্রুত সমাধান করতে হবে বলে হোটেল কর্তৃপক্ষকে সরকারি নির্দেশ দেয়া হয়েছে। সঙ্গে নিশ্চিত করা হচ্ছে মাছি গলতে না পারা নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়। সেই সঙ্গেই, ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের কথা মাথায় রেখে অতিথিদের বিনোদনের জন্য দেশের নানা প্রান্ত থেকে উড়িয়ে আনা হচ্ছে সাংস্কৃতিক দল এবং সংগীতশিল্পীদের।
এসবের পাশাপাশি, গোটা দিল্লিজুড়ে রাখা হচ্ছে যথেষ্ট পাওয়ার ব্যাকআপ ও স্টোরেজ সিস্টেম। একইসঙ্গে তৈরি থাকছে মেডিক্যাল টিম, অ্যাম্বুল্যান্স, প্যারামেডিক্স-সহ অন্য স্বাস্থ্যকর্মীদের টিম। আমন্ত্রিত অতিথিরা আসার আগে থেকে গোটা শহরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে ও প্রয়োজনে বদলও করা হবে রুট।
দিন কয়েক আগেই দিল্লিবাসীকে সম্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ‘আগামী ৫ থেকে ১৫ সেপ্টেম্বর দিল্লিবাসীরা রাস্তাঘাটে চলাফেরা করতে গিয়ে সমস্যার মুখে পড়বেন। বাস, মেট্রো, ট্রেন, অটো কিছুই পাওয়া যাবে না। পাওয়া যাবে না হোটেলও৷ জি-২০র জন্য এই সমস্যা, যার জন্য আমি আগাম ক্ষমা প্রার্থনা করছি৷’ দিল্লির প্রস্তুতি দেখে এ কথা স্পষ্ট, কিছুই ভুল বলেননি প্রধানমন্ত্রী। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কম মূল্যে জমি বিক্রি না করায় দাউদকান্দিতে ছাত্রদলের নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
ঈশ্বরগঞ্জে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ বিষয়ক কর্মশালা
বনানীতে সড়কে সিএনজি চালকদের বিক্ষোভ, রাস্তা বন্ধ
বগুড়া সেনানিবাসে সাঁজোয়া কোরের ৪৪তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দিলেন সেনা প্রধান
গাজীপুরে এ্যাপারেলস্ কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১২
ব্যবহারকারীদের আশ্বাস ট্রাম্পের, যুক্তরাষ্ট্রে ফের চালু টিকটক
পদ্মায় ধরা পড়লো ৪২ কেজির মহা বিপন্ন বাঘাইড় মাছ
আরও বিনা প্রতিদ্বন্দ্বিতায় রিয়ালের প্রেসিডেন্ট পেরেজ
সিলেটে প্রখ্যাত আলেম ইসহাক আল মাদানির ইন্তেকাল!
গাজার ধ্বংসস্তূপে নতুন স্বপ্ন বুনছেন যুদ্ধবিধ্বস্ত মানুষ
গাজা চুক্তিকে যেকারণে ‘হামাসের জয়’ বলছে ইসরায়েলি গণমাধ্যম
সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিনঃ মিশা
গাজায় ব্যাংক সেবা পুনরায় চালুর প্রস্তুতি শুরু ফিলিস্তিনি কর্তৃপক্ষের
বদলে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের পোশাক
লক্ষ্মীপুরে ড্রামট্রাকের চাপায় প্রাণ গেল দুই অটোরিকশা যাত্রীর
মানিকগঞ্জে পদ্মায় বড়শিতে ধরা পরল ৯ কেজি ওজনের বোয়াল
রাজশাহী নার্সিং কলেজের ১৪ শিক্ষার্থী ফেল করে অধ্যক্ষের কক্ষে তালা দিলেন
মেলানিয়া ট্রাম্প বাজারে আনলেন নিজস্ব ক্রিপ্টোকারেন্সি
সাবেক এমপি মোস্তফা জালাল গ্রেপ্তার
শরীয়তপুর পৌরসভার বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা