মুক্তির আগেই যুক্তরাষ্ট্রে ২ কোটির মাইলফলক ছাড়াল ‘জওয়ান’
২৯ আগস্ট ২০২৩, ০৭:২৯ পিএম | আপডেট: ২৯ আগস্ট ২০২৩, ০৭:২৯ পিএম
আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’। কিন্তু আশ্চর্যজনকভাবে এখনও মুক্তি পায়নি এ সিনেমার ট্রেলার। অবশেষে শাহরুখ খান ‘জওয়ান’-এর ট্রেলার লঞ্চিং এর দিন জানিয়ে দিলেন। দুবাইয়ের বুর্জ খলিফায় ‘জওয়ান’র ট্রেলার লঞ্চ করা হবে। ইতিমধ্যে এ ছবি ঘিরে শাহরুখ ভক্তদের পাগলামির রেশ দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও চোখে পড়ছে।
জানা যাচ্ছে, আমেরিকার মুক্তির ১৫ দিন আগেই জওয়ানের প্রথম দিনের ৯,৭০০ টিকিট বিক্রি হয়েছে। যার মধ্যে ৯,২০০ টি টিকিট জওয়ানের হিন্দি শো-এর। বাকি ৫০০ টিকিট তামিল ও তেলুগু ভার্সনের। ট্রেড অ্যানালিস্ট মনোবাবা বিজয়বালান জানান, জওয়ান ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে ২ লাখ ডলারেরও বেশি ব্যবসা করেছে। জানা যাচ্ছে, আমেরিকায় মোট ৩৬৭ টি শো চলবে এই ছবির। বিশেষজ্ঞদের মতে পাঠানের পর জওয়ানেরও প্রথম দিনের কালেকশন ১০০ কোটি ছাড়াবে। প্রথম ভারতীয় অভিনেতা হিসাবে এই বিরল নজির গড়বেন শাহরুখ।
মিডিয়া পোস্টগুলি দাবি করে যে, মুভিটি সোমবার অবধি মার্কিন যুক্তরাষ্ট্রে ৪৫০টি স্থানে টিকিট বিক্রিতে আনুমানিক ২ লাখ ১০ হাজার ৩৩৯ ডলার আয় করেছে৷ প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, পাঠান যেখানে চলচ্চিত্রটির মুক্তির মাত্র ১০ দিন আগে প্রায় ৬৮ হাজার ডলার সংগ্রহ করেছিল, সেখানে জওয়ান ইতিমধ্যে ১১ দিন বাকি থাকতে ২ লাখ ১০ হাজার ডলার অতিক্রম করেছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আগামী ৩১ আগস্ট বহু প্রতীক্ষিত সিনেমা ‘জওয়ান’-এর ঝলক উপভোগ করবে দুবাইবাসী, ইন্টারনেটের মাধ্যমে সেই দৃশ্য দেখবে গোটা বিশ্ব। দুবাইয়ের স্থানীয় সময় রাত ৯টার সময় মুক্তি পাবে ট্রেলারটি। সামাজিক মাধ্যমে শাহরুখ লিখেছেন, ‘জওয়ানের উদযাপন আমি আপনাদের সঙ্গে সেলিব্রেট করব না, এটা সম্ভব নয়। আমি আসছি বুর্জ খলিফায়, ৩১ আগস্ট ঠিক রাত ৯টায়। আসুন জওয়ানকে সেলিব্রেট করুন আমার সঙ্গে। যেহেতু ভালোবাসাই এই পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি, তাহলে আসুন ভালোবাসার রঙে নিজেকে রাঙিয়ে তুলুন, আসুন লাল রঙ পরি… কী বলেন? তৈরি তো!’
অ্যাডভান্স বুকিং শুরুর আগেই জওয়ান নিয়ে এদেশে দারুণ প্রতিক্রিয়া পাচ্ছেন হল মালিকরা। ছবি নিয়ে আশাবাদী তারা। গদর ২-এর পর জওয়ানও দর্শককে হলমুখী করবে বিশ্বাসী তারা। এক্সিবিটর বিকাশ চৌহান জানান, জওয়ান ছবির জন্য ভোর ৬টা থেকে সিনেমা হলে শো চলেছে। এইবারও তেমনই সম্ভাবনা। বক্স অফিসে ফের আগুন লাগাবেন শাহরুখ, দাবি তার।
রিপোর্ট অনুযায়ী জওয়ান ছবিটির বাজেট ৩০০ কোটি! ভক্তরা যাতে সিনেমা হলে গিয়ে সেরা অভিজ্ঞতা অর্জন করতে পারে, সেরা গল্প এবং ভিজ্যুয়াল এর সাক্ষী থাকতে পারে তার জন্য কিন্তু মোটেই কার্পণ্য করেননি শাহরুখ খান। এই ছবিতে শাহরুখ ছাড়াও আছেন নয়নতারা, বিজয় সেতুপতি। দীপিকা পাড়ুকোনকে দেখা যাবে ক্যামিও চরিত্রে। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন সানিয়া মালহোত্রা, প্রিয়মণি, প্রমুখ। সূত্র: টিওআই।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ঈশ্বরগঞ্জে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ বিষয়ক কর্মশালা
বনানীতে সড়কে সিএনজি চালকদের বিক্ষোভ, রাস্তা বন্ধ
বগুড়া সেনানিবাসে সাঁজোয়া কোরের ৪৪তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দিলেন সেনা প্রধান
গাজীপুরে এ্যাপারেলস্ কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১২
ব্যবহারকারীদের আশ্বাস ট্রাম্পের, যুক্তরাষ্ট্রে ফের চালু টিকটক
পদ্মায় ধরা পড়লো ৪২ কেজির মহা বিপন্ন বাঘাইড় মাছ
আরও বিনা প্রতিদ্বন্দ্বিতায় রিয়ালের প্রেসিডেন্ট পেরেজ
সিলেটে প্রখ্যাত আলেম ইসহাক আল মাদানির ইন্তেকাল!
গাজার ধ্বংসস্তূপে নতুন স্বপ্ন বুনছেন যুদ্ধবিধ্বস্ত মানুষ
গাজা চুক্তিকে যেকারণে ‘হামাসের জয়’ বলছে ইসরায়েলি গণমাধ্যম
সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিনঃ মিশা
গাজায় ব্যাংক সেবা পুনরায় চালুর প্রস্তুতি শুরু ফিলিস্তিনি কর্তৃপক্ষের
বদলে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের পোশাক
লক্ষ্মীপুরে ড্রামট্রাকের চাপায় প্রাণ গেল দুই অটোরিকশা যাত্রীর
মানিকগঞ্জে পদ্মায় বড়শিতে ধরা পরল ৯ কেজি ওজনের বোয়াল
রাজশাহী নার্সিং কলেজের ১৪ শিক্ষার্থী ফেল করে অধ্যক্ষের কক্ষে তালা দিলেন
মেলানিয়া ট্রাম্প বাজারে আনলেন নিজস্ব ক্রিপ্টোকারেন্সি
সাবেক এমপি মোস্তফা জালাল গ্রেপ্তার
শরীয়তপুর পৌরসভার বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
সাইফ ইস্যুতে মেজাজ হারালেন অভিনেতা জাকি শ্রফ