ভারতকে পাত্তা না দিয়ে নতুন মানচিত্র প্রকাশ, আসলে কী চাইছে চীন?
৩০ আগস্ট ২০২৩, ০৪:০৯ পিএম | আপডেট: ৩০ আগস্ট ২০২৩, ০৪:০৯ পিএম
নতুন মানচিত্র প্রকাশ করেছে চীন। ২০২৩ সালের চীনের মানচিত্রের নতুন সংস্করণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। গালওয়ান সংঘর্ষের পর চীনের সঙ্গে বোঝাপড়ার সম্পর্ক মোটেই ভালো যাচ্ছে না ভারতের। এরই মাঝে চীন তাদের নতুন মানচিত্রে যে সীমান্ত নির্দেশ করেছে তাতে বিতর্কিত অংশকে নিজেদের মধ্যে দেখিয়েছে তারা।
চীনের সংবাদপত্রগুলি বলছে, চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় সোমবার ঝেজিয়াং প্রদেশের ডেকিং কাউন্টিতে জরিপ ও মানচিত্র প্রচার দিবস এবং জাতীয় মানচিত্র সচেতনতা প্রচার সপ্তাহ উদযাপনের সময় মানচিত্রটি প্রকাশ করে। মানচিত্রে অরুণাচল প্রদেশ এবং আকসাই চিনকে চীনের অন্তর্গত হিসেবে দেখানো হয়েছে। ভারত এ অঞ্চলগুলিকে তার নিজস্ব ভূখণ্ডের অংশ হিসাবে দাবি করে। এখন চীন বলছে, এই অঞ্চলগুলি তার দেশের সীমানার মধ্যে। চীন দাবি করেছে অরুণাচল আসলে ‘দক্ষিণ তিব্বত’। আর ১৯৬২ সালে ভারত-চীন যুদ্ধের সময় আকসাই চিনের উপর নাকি নিয়ন্ত্রণ লাভ করেছিল চীন।
তথাকথিত নাইন-ড্যাশ লাইন সমগ্র দক্ষিণ চীন সাগরকে ঘিরে আছে আগের মানচিত্রের মতোই। এছাড়াও, তাইওয়ানের পূর্বে একটি ‘টেনন্থ ড্যাশ’ বসানো। অর্থাৎ এই দ্বীপের উপর বেইজিংয়ের দাবি রয়েছে। তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় বলছে, চীনের এসব দাবির কোনও ভিত্তি নেই। চীনের তরফে এই ধরনের পদক্ষেপ আসলে কেবল সীমান্ত সমস্যার সমাধানকেই আরও জটিল করে তুলছে। এই মানচিত্রে দক্ষিণ চীন সাগরের কিছু অংশ এবং তাইওয়ানকেও চীনের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করা হয়েছে।
ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বলছেন, এসব নতুন না। চীন আগেও এমন মানচিত্র প্রকাশ করেছে যাতে এমন সব জায়গার দাবি তারা করেছে যেগুলি আসলে চীনের অংশই নয়, অন্যান্য দেশের অন্তর্গত। এটা তাদের পুরনো অভ্যাস। অভ্যাস শুরু হয়েছিল ১৯৫০-এর দশকে। আগে ২০১৭ এবং ২০২১ সালেও চীনের সিভিল অ্যাফেয়ার মিনিস্ট্রি অন্যান্য ভারতীয় জায়গার নাম পরিবর্তন করে রাজনৈতিক সংঘর্ষের সূত্রপাত করে।
এপ্রিল মাসেই অরুণাচল প্রদেশের ১১টি স্থানের নাম পরিবর্তন করার চেষ্টা করেছিল চীন যার মধ্যে ছিল পর্বত শৃঙ্গ, নদী এবং আবাসিক এলাকার নামও। এর কয়েক মাস পরেই এবার আস্ত মানচিত্রেই এই অঞ্চলগুলিকে নিজেদের বলে দাবি করে বসল চীন। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠক করেন। সেখানে ভারত-চীন সীমান্ত অঞ্চলের পশ্চিম সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর অমীমাংসিত সমস্যাগুলির বিষয়ে কথাও হয়।
ভারত বলছে, দেশের সীমানা কী, নিজেদের অঞ্চলগুলি কী কী তা নিয়ে খুব স্পষ্ট ধারণা এই রাষ্ট্রের আছে। যে কেউ ভুলভাল দাবি করলেই অন্য দেশ তাদের হয়ে যায় না। চীন এবং ভারত তাদের সীমান্ত সংকটের সমাধানের বিষয়ে ইতিবাচক কথাবার্তা বলছিল। তারই মাঝে হঠাৎ এই মানচিত্রের জন্ম। তাহলে কি বাহ্যিকভাবে কূটনৈতিক সুসম্পর্ক বজায় রাখার কথা বলেও আসলে ভেতরে ভেতরে অন্য প্রস্তুতিই নিচ্ছে চীন?
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
'শাহরুখ খান ফরএভার' ক্রিসের এমন বার্তার কি জবাব দিলেন শাহরুখ?
ট্রাকের ধাক্কায় দূর্ঘটনায় শিকার শাবি শিক্ষকদের বাস !
'ট্রাম্প ২.০' বা হোয়াইট হাউজে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ বিশ্বকে কীভাবে প্রভাবিত করবে?
'শাহরুখ খান ফরএভার' ক্রিসের এমন বার্তার কি জবাব দিলেন শাহরুখ?
বন্ধুর বন্ধনের উদ্যোগে ছাগলনাইয়ায় শীতবস্ত্র বিতরণ
সিরাজদিখানে বাস চালক মোবাইলে কথা বলতে বলতে গাছের সঙ্গে সংঘর্ষ, আহত ৬
কুড়িগ্রামের উলিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতভিটা পুড়ে ছাই
নাটোরে চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত
মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা ১১তম উলিপুরের তরঙ্গ
‘মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত রাষ্ট্রের, মন্ত্রণালয়ের নয়’
কুড়িগ্রামে ইউপি চেয়ারম্যান ও আ'লীগ নেত্রী গ্রেপ্তার
লালমোহনে পৌর কর মেলার উদ্বোধন
আরজি কর কাণ্ডে সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড
নিউ বসুন্ধরা রিয়েল এস্টেটে রিসিভার নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি
ভারতে অনুপ্রবেশ কালে বিজিবির হাতে আট বাংলাদেশি আটক
জাতীয় ঐক্যের লক্ষ্যে নির্বাচনী প্রস্তুতিতে এবি পার্টি: মজিবুর রহমান মঞ্জু
কিশোরগঞ্জ ২৫০ শয্যার সরকারি হাসপাতালে পানি সরবরাহ করলো “ফায়ার সার্ভিস”
ভোক্তার অভিযোগের জন্য ওয়েব পোর্টাল চালু
রামু বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যা, তিন পুলিশ সদস্য কারাগারে