জার্মানিতে উগ্র ডানপন্থিদের বিরুদ্ধে জনসমাবেশ
২২ জানুয়ারি ২০২৪, ১২:৪৮ পিএম | আপডেট: ২২ জানুয়ারি ২০২৪, ১২:৪৮ পিএম
জার্মানির বিভিন্ন শহরে উগ্র ডানপন্থা এবং অভিবাসনবিরোধী রাজনৈতিক দল এএফডির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সপ্তাহান্তে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছেন। রোববারেও একাধিক শহরে হয়েছে গণবিক্ষোভ।
জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার ধন্যবাদ জানিয়েছেন প্রতিবাদীদের। রোববার বার্লিন থেকে একটি ভিডিও বার্তায় তিনি বলেন, "এই মানুষগুলো আমাদের সকলকে সাহস জোগায়। তারা আমাদের গণতন্ত্রকে শত্রুদের হাত থেকে রক্ষা করছে। তারা আমাদের সংবিধান রক্ষা করছে। তারা মানবতাকে রক্ষা করছেন।"
এদিন কাতারে কাতারে মানুষ আবার জার্মানির রাস্তায় নেমেছেন৷ রোববার জার্মানির উগ্র ডানপন্থি দল এএফডির বিরুদ্ধে গণতন্ত্রপন্থি নাগরিকেরা জোরালো সমাবেশ করেন। বার্লিন, কোলন, ড্রেসডেন, লাইপজিশ এবং বন সহ একাধিক জায়গায় রোববারেও বিক্ষোভ সমাবেশ হয়েছে।
এআরডি জানিয়েছে, মিউনিখের পুলিশ বলেছিলো, ২৫ হাজার পর্যন্ত অংশগ্রহণকারী সমাবেশে যোগ দেওয়ার কথা ছিলো। কিন্তু ভিড়ের কারণে একটা সময় পর বিক্ষোভ সমাবেশ বন্ধ করে দেয়া হয় বলে পুলিশের মুখপাত্র বার্তাসংস্থা ডিপিএকে জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, আনুমানিক ৮০ হাজার অংশগ্রহণকারীর নিরাপত্তা নিশ্চিত করা যায়নি বলে তা বন্ধ করে দেয়া হয়েছে। কর্তৃপক্ষের দাবি, প্রায় দুই লাখ মানুষ মিউনিখের মিছিলে যোগ দিয়েছিলেন। কোলনে প্রায় ১০ হাজার মানুষ বিক্ষোভ মিছিলে পা মিলিয়েছেন।
বার্লিনে সপ্তাহান্তে সক্রিয় প্রতিবাদদেখা গিয়েছে। প্রায় তিন লাখ বিক্ষোভকারী ইতিমধ্যেই শনিবার সারা দেশের শহরগুলিতে জড়ো হন। গণণাধ্যম এআরডি জানায়, বিক্ষোভকারীরা "নাৎসি আউট" এর মতো পোস্টার নিয়ে এসেছিলেন।
বাভারিয়ার দক্ষিণ থেকে উত্তর সর্বত্র বিক্ষোভ হয়েছে। হামবুর্গ শহর এবং পশ্চিমের শহরগুলি যেমন ফ্রাঙ্কফুর্ট থেকে এরফুর্ট পর্যন্ত, পূর্বে সালেতেও (যেখানে এএফডি প্রায় ৩০% সমর্থন পেয়েছে। এমনকি নর্থ সির সিল্ট, যা রাজনৈতিক কেন্দ্র হিসাবে পরিচিত নয়, সেখানেও প্রায় ৬০০ জন অতিডানপন্থিদের বিরুদ্ধে সপ্তাহান্তের বিক্ষোভ অংশ নেয় বলে পুলিশ জানিয়েছে।
সপ্তাহান্তে চরম ঠান্ডা আবহাওয়া সত্ত্বেও হামবুর্গ, ফ্রাঙ্কফুর্ট, হানোফার, কাসেল, ডর্টমুন্ড, ভুপারটাল, কার্লশ্রুহে, নুরেমবার্গ, এরফুর্ট এবং অন্যান্য জার্মান শহরে সবমিলিয়ে শনিবারে আনুমানিক তিন লাখ মানুষ জড়ো হন। তাদের হাতের পোস্টারে লেখা ছিল "ফ্যাসিবাদ বিকল্প নয়।"
সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়, যা থেকে জানা গিয়েছে এএফডি সদস্যরা নভেম্বরে উগ্রডানপন্থিদের একটি সভায় যোগ দেন। পটসডামের মিটিংয়ে অংশগ্রহণকারীরা আলোচনা করেছেন। আশ্রয়প্রার্থী এবং অভিবাসীদের প্রত্যাবাসন করার পরিকল্পনা রয়েছে বলে মনে করা হচ্ছে, এমনকি সমাজে যথেষ্ট একীভূত হননি, এমন কারো জার্মান পাসপোর্ট থাকলেও তাদের প্রত্যাবাসন করা হতে পারে বলে আলোচনায় উঠে এসেছে।
অনুসন্ধানী আউটলেট কারেকটিভের প্রতিবেদন ১০ জানুয়ারি প্রকাশিত হয়। ফলে জার্মানিতে একটি আশঙ্কা তৈরি হয়েছে, যেখানে মানুষ আতঙ্কিত৷ সাম্প্রতিককালে পূর্ব জার্মানির তিনটি নির্বাচনে ভোটের সংখ্যা বেড়েছে এএফডির।
জার্মান রাজ্যগুলোতে চলতি বছরের শেষের দিকে আঞ্চলিক নির্বাচন হওয়ার কথা৷ এরই মাঝে পটসডামের বৈঠকে উগ্র ডানপন্থিরা "রিমাইগ্রেশন" শব্দটিব্যবহার করেছে বলে খবর। এটি অভিবাসী এবং সংখ্যালঘুদের বহিষ্কার করা বোঝাতে অতিডানপন্থিরা ব্যবহার করে থাকেন।
জার্মান ডানপন্থি গোষ্ঠী ভের্টে ইউনিয়ন (ভ্যালুজ ইউনিয়ন) শনিবার জানিয়েছে তারা নতুন একটি রাজনৈতিক দল তৈরি করতে চায়, আগের স্থিতিশীল দলের এটাও একটা অংশ হবে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
‘জনস্বার্থ মামলার রায় ভলিউম-২’ বইয়ের মোড়ক উম্মোচন
মির্জাপুরে অবৈধভাবে মাটিকেটে বিক্রির অপরাধে দেড়লাখ টাকা জরিমানা
স্মার্টকৃষি-নির্ভর মডেল গ্রাম বিনির্মাণে স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এসএএফ বাংলাদেশের উদ্যোগ
চাকরিপ্রার্থী ও নিয়োগকারীদের মধ্যে সেতুবন্ধন
প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন: বাসদ
শাহবাগ ছাড়লেন ম্যাটসের শিক্ষার্থীরা, যান চলাচল শুরু
বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৮ পরিবারের মাঝে ঘরের টিনসহ মালামাল বিতরণ করলো নাছির উদ্দীন ফাউন্ডেশন
লামায় জেলা পরিষদ চেয়ারম্যানের আগমন ও এতিমদের মাঝে কম্বল বিতরণ
দেওবন্দের মাওলানা আরশাদ মাদানী ৫ দিনের সফরে ঢাকায়
মোরেলগঞ্জে বাল্যবিবাহ নিরোধ কমিটির কর্মশালা অনুষ্ঠিত
রাস্ট্রের কল্যাণে ইসলামী শক্তির ঐক্যের বিকল্প নেই : মাওলানা আজিজুল হক ইসলামাবাদী
বিএনপি নেতার স্ত্রীকে স্কুল কমিটির সভাপতি করতে দলীয় প্যাডে ৫ নেতার স্বাক্ষর দিয়ে চিঠি
রাঙ্গাবালীতে কলেজের কমিটি নিয়ে অসন্তোষ, শিক্ষার্থীদের ক্লাস বর্জন-মানববন্ধন
মীরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চলের চায়না কারখানায় অগ্নিকাণ্ড
‘শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়ে ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন’
দ্রুত সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন বাংলাদেশ খেলাফত আন্দোলন
বৈষম্যমূলক নিয়োগের অভিযোগে ঢাবির বিরুদ্ধে হাইকোর্টে রিট, জবাব চেয়ে চিঠি
গাজীপুরে ৫ বাসে আগুন, শতাধিক যানবাহন ভাঙচুর করলো শ্রমিকরা
সালথায় ৫ শতাধিক হতদরিদ্র পেল শীতবস্ত্র
হাসিনা ক্ষমতায় আসার পর পুরো বাংলাদেশকে খেয়ে ফেলছে: আবুল খায়ের ভূঁইয়া