এবার সাত, আবারও বেস্ট সেলার হওয়ার পথে মমতার নতুন বই
২২ জানুয়ারি ২০২৪, ১২:৫৫ পিএম | আপডেট: ২২ জানুয়ারি ২০২৪, ১২:৫৫ পিএম
আসছে বছর দেড়শো ছোঁবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বইয়ের সংখ্যা। কিন্তু তার আগে এ বছরই আরেক রেকর্ড ভাঙার দিকে দৌড়চ্ছে তার লেখা ১৪৩টি বইয়ের বিক্রি। ৪৭-তম বইমেলায় রবিবার প্রথম তার এবারের লেখা ৭টি বই একত্রে পাওয়া গিয়েছে। কার্যত ‘হট কেকে’র মতো সেসব স্রেফ উড়ে গিয়েছে। গতবার বেস্ট সেলার হয়েছিল মুখ্যমন্ত্রীর লেখা বই। এবারও ট্রেন্ড সেই দিকেই বলে মনে করছে প্রকাশনা সংস্থাগুলি।
১৮ জানুয়ারি বইমেলার উদ্বোধনের দিন দুটি বই প্রকাশ করা হয় মুখ্যমন্ত্রীর। তার পর একে একে বাকি বইগুলি ময়দানে নামে। যাদের মধ্যে ‘লহ প্রণাম ছড়ায় ছড়ায়’ (দ্বিতীয় ভাগ), ‘উৎসব সবার’, ‘তৃণমূল স্তরে তৃণমূলের জয়’, ‘কবিতাবিতান’-এর পরিবর্ধিত সংস্করণ, ও লহ প্রণাম ছড়ায় ছড়ায়-এর ইংরেজি সংস্করণ ‘হাম্বল রিগার্ডস’– এই পঁাচটি বই দেজ পাবলিশিংয়ের। আরও দুটির মধ্যে একটি উৎসব সবার-এর ইংরেজি সংস্করণ ‘ফেস্টিভালস ফর অল’ এবং ‘বিল্ট হেরিটেজ অফ বেঙ্গল’ এই দুটি বই বি বুকস প্রকাশনার।
‘উৎসব সবার’ ও ‘ফেস্টিভালস ফর অল’-এর বিষয় একই। দুর্গাপুজোর পাশাপাশি বাংলার সমস্ত জেলার নানা প্রান্তে কোন কোন উৎসব কীভাবে পালিত হয়, তার বিস্তারিত বিবরণ মূলত ছবি ও উৎসবের বর্ণনায়। লেখার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব অভিমত মিশেছে। ‘বিল্ট হেরিটেজ অফ বেঙ্গলে’ আবার বাংলার সমস্ত ঐতিহ্যপূর্ণ বাড়ি, ধর্মীয় স্থান জায়গা করে নিয়েছে। তবে সেগুলি পরপর সাজানোর ক্ষেত্রে লক্ষ্য রাখা হয়েছে বিষয়ের গভীরতায়। অর্থাৎ কলকাতা শহর ও রাজ্যের কোন কোন ঐতিহাসিক ও ঐতিহ্যপূর্ণ স্থানের সঙ্গে কোন কোন ইতিহাস ও স্থান মাহাত্ম্য জড়িয়ে সেসবকে গুরুত্ব দেয়া হয়েছে বইটি তৈরির সময়।
‘লহ প্রণাম ছড়ায় ছড়ায়’ শিশুদের জন্য ভেবে লেখা। এর আগে একটি সংস্করণ নিমেষে শেষ হয়ে গিয়েছে। এবার তারই দ্বিতীয় ভাগ। এখানে মূলত বাংলা ও দেশের সমস্ত মনীষীকে সম্মান জানিয়ে তাদের উপর কবিতাগুলি লেখা হয়েছে। যার ভূমিকা অংশে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘কবিতার মাধ্যমে গুণিজনকে শ্রদ্ধা জানিয়ে একটি সিরিজ লেখার প্রয়াস শুরু করেছিলাম কয়েক বছর আগে। সেই সিরিজের পঞ্চম বই এটি। বরেণ্য মনীষীদের সম্পর্কে যাতে নব প্রজন্মের মনে আগ্রহ জাগে সেই লক্ষ্যে ২০২০ সালের বইমেলায় প্রকাশিত হয়ছিল আমার প্রথম বইটি।’
এবারের ‘কবিতাবিতান’-এ আরও বেশ কিছু কবিতা যুক্ত হয়েছে। মুখ্যমন্ত্রীর এবারের লেখা আরও কবিতা নিয়ে বইটি তৈরি। আরেকটি বই সম্পূর্ণ রাজনৈতিক। নাম ‘তৃণমূল স্তরে তৃণমূলের জয়’। এই বইয়ে মুখ্যমন্ত্রীর নিশানা বিজেপি। তাদের বিরুদ্ধে হিংসা ও মানুষের উন্নয়ন আটকানোর অভিযোগ বারবার উঠে এসেছে মমতার কথায়। তার পরও কীভাবে বাংলার মানুষের জন্য সংগ্রাম করেছেন তিনি রয়েছে সেই কথা। ভূমিকায় লিখছেন, ‘মানুষ দেখেছে কেন্দ্রের বিজেপি সরকার টাকা আটকে দিয়ে পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে কী বঞ্চনা করেছে। তবু তৃণমূল কংগ্রেস তার সীমীত সাধ্যের মধ্যেও রাজ্যকে উন্নয়নের শিখরে পৌঁছে দিয়েছে।’
মুখ্যমন্ত্রীর বই কিনতে আসা পাঠকদের সঙ্গে কথায় কথায় অনেক চমকে দেয়া গল্প জানতে পেরেছেন স্টলের কর্মীরা। তাদের মধ্যে অন্যতম একটি হল, এক সিপিএম কর্মীর বাবার কথা। বয়স তার আশি ছুঁই ছুঁই। মমতার অন্ধভক্ত। বারবার বাবার হাত ধরে তাকে জাগোবাংলার স্টলে নিয়ে আসেন ওই সিপিএম কর্মী। স্টলের এক সিনিয়র কর্মীর কথায়, যিনি যে মতেই বিশ্বাসী হোন, আমাদের কাছে প্রত্যেকে স্বাগত।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কামালপুর সড়কের ব্রিজ ভেঙ্গে মরণফাঁদ চরম দুর্ভোগে পথচারীরা
মেয়েদের ক্রিকেটে যুক্ত হলো যেসব সুযোগ-সুবিধা
বাড়ছে শীতের প্রকোপ, সাধারণের স্বাস্থ্য সুরক্ষায় করণীয়
জকিগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার
খালিশপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশন দ্বি-বার্ষিক সম্মেলন
যুব এশিয়া কাপজয়ীরা পাচ্ছেন আর্থিক পুরস্কার
আদমদিঘীতে বিএনপি কার্যালয় উদ্বোধন
রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
গোপালগঞ্জে বিএনপির বহিস্কৃত ও আ. লীগ কর্মীদের নিয়ে বিএনপির ২ জেলা কার্যালয়
কালীগঞ্জে ভাইরাল চিতাবাঘ হত্যার ঘটনায় দুইজন গ্রেপ্তার বন বিভাগ ও প্রশাসনে তোলপাড়
আশুলিয়ায় স্ট্যান্ডে চাঁদার দাবীতে হামলার অভিযোগ; আহত-১৩
সউদী আরবে সন্ত্রাসী কার্যকলাপের জন্য দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর
শুটিংয়ে গিয়ে আপত্তিকর আচরণ করায় নির্মাতার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা
সালাম মুর্শেদীর ৪ মামলার জামিন নামঞ্জুর
সম্প্রীতির জন্য রাখাইন রাজ্যে টেকসই রোহিঙ্গা প্রত্যাবাসন অপরিহার্য: পররাষ্ট্র উপদেষ্টা
গবিসাসের নতুন সভাপতি সানজিদা, সম্পাদক ইভা
গাজীপুরের শ্রীপুরে কারখানার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
খুবির উৎকর্ষ সাধনে পাশে থাকবে ইরান
বঙ্গবন্ধু রেলসেতুর নাম বদলে হলো ‘যমুনা রেলসেতু’
মানিকগঞ্জ-২ আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবি হরিরামপুর-শিবালয়বাসীর