এবার সাত, আবারও বেস্ট সেলার হওয়ার পথে মমতার নতুন বই
২২ জানুয়ারি ২০২৪, ১২:৫৫ পিএম | আপডেট: ২২ জানুয়ারি ২০২৪, ১২:৫৫ পিএম
আসছে বছর দেড়শো ছোঁবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বইয়ের সংখ্যা। কিন্তু তার আগে এ বছরই আরেক রেকর্ড ভাঙার দিকে দৌড়চ্ছে তার লেখা ১৪৩টি বইয়ের বিক্রি। ৪৭-তম বইমেলায় রবিবার প্রথম তার এবারের লেখা ৭টি বই একত্রে পাওয়া গিয়েছে। কার্যত ‘হট কেকে’র মতো সেসব স্রেফ উড়ে গিয়েছে। গতবার বেস্ট সেলার হয়েছিল মুখ্যমন্ত্রীর লেখা বই। এবারও ট্রেন্ড সেই দিকেই বলে মনে করছে প্রকাশনা সংস্থাগুলি।
১৮ জানুয়ারি বইমেলার উদ্বোধনের দিন দুটি বই প্রকাশ করা হয় মুখ্যমন্ত্রীর। তার পর একে একে বাকি বইগুলি ময়দানে নামে। যাদের মধ্যে ‘লহ প্রণাম ছড়ায় ছড়ায়’ (দ্বিতীয় ভাগ), ‘উৎসব সবার’, ‘তৃণমূল স্তরে তৃণমূলের জয়’, ‘কবিতাবিতান’-এর পরিবর্ধিত সংস্করণ, ও লহ প্রণাম ছড়ায় ছড়ায়-এর ইংরেজি সংস্করণ ‘হাম্বল রিগার্ডস’– এই পঁাচটি বই দেজ পাবলিশিংয়ের। আরও দুটির মধ্যে একটি উৎসব সবার-এর ইংরেজি সংস্করণ ‘ফেস্টিভালস ফর অল’ এবং ‘বিল্ট হেরিটেজ অফ বেঙ্গল’ এই দুটি বই বি বুকস প্রকাশনার।
‘উৎসব সবার’ ও ‘ফেস্টিভালস ফর অল’-এর বিষয় একই। দুর্গাপুজোর পাশাপাশি বাংলার সমস্ত জেলার নানা প্রান্তে কোন কোন উৎসব কীভাবে পালিত হয়, তার বিস্তারিত বিবরণ মূলত ছবি ও উৎসবের বর্ণনায়। লেখার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব অভিমত মিশেছে। ‘বিল্ট হেরিটেজ অফ বেঙ্গলে’ আবার বাংলার সমস্ত ঐতিহ্যপূর্ণ বাড়ি, ধর্মীয় স্থান জায়গা করে নিয়েছে। তবে সেগুলি পরপর সাজানোর ক্ষেত্রে লক্ষ্য রাখা হয়েছে বিষয়ের গভীরতায়। অর্থাৎ কলকাতা শহর ও রাজ্যের কোন কোন ঐতিহাসিক ও ঐতিহ্যপূর্ণ স্থানের সঙ্গে কোন কোন ইতিহাস ও স্থান মাহাত্ম্য জড়িয়ে সেসবকে গুরুত্ব দেয়া হয়েছে বইটি তৈরির সময়।
‘লহ প্রণাম ছড়ায় ছড়ায়’ শিশুদের জন্য ভেবে লেখা। এর আগে একটি সংস্করণ নিমেষে শেষ হয়ে গিয়েছে। এবার তারই দ্বিতীয় ভাগ। এখানে মূলত বাংলা ও দেশের সমস্ত মনীষীকে সম্মান জানিয়ে তাদের উপর কবিতাগুলি লেখা হয়েছে। যার ভূমিকা অংশে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘কবিতার মাধ্যমে গুণিজনকে শ্রদ্ধা জানিয়ে একটি সিরিজ লেখার প্রয়াস শুরু করেছিলাম কয়েক বছর আগে। সেই সিরিজের পঞ্চম বই এটি। বরেণ্য মনীষীদের সম্পর্কে যাতে নব প্রজন্মের মনে আগ্রহ জাগে সেই লক্ষ্যে ২০২০ সালের বইমেলায় প্রকাশিত হয়ছিল আমার প্রথম বইটি।’
এবারের ‘কবিতাবিতান’-এ আরও বেশ কিছু কবিতা যুক্ত হয়েছে। মুখ্যমন্ত্রীর এবারের লেখা আরও কবিতা নিয়ে বইটি তৈরি। আরেকটি বই সম্পূর্ণ রাজনৈতিক। নাম ‘তৃণমূল স্তরে তৃণমূলের জয়’। এই বইয়ে মুখ্যমন্ত্রীর নিশানা বিজেপি। তাদের বিরুদ্ধে হিংসা ও মানুষের উন্নয়ন আটকানোর অভিযোগ বারবার উঠে এসেছে মমতার কথায়। তার পরও কীভাবে বাংলার মানুষের জন্য সংগ্রাম করেছেন তিনি রয়েছে সেই কথা। ভূমিকায় লিখছেন, ‘মানুষ দেখেছে কেন্দ্রের বিজেপি সরকার টাকা আটকে দিয়ে পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে কী বঞ্চনা করেছে। তবু তৃণমূল কংগ্রেস তার সীমীত সাধ্যের মধ্যেও রাজ্যকে উন্নয়নের শিখরে পৌঁছে দিয়েছে।’
মুখ্যমন্ত্রীর বই কিনতে আসা পাঠকদের সঙ্গে কথায় কথায় অনেক চমকে দেয়া গল্প জানতে পেরেছেন স্টলের কর্মীরা। তাদের মধ্যে অন্যতম একটি হল, এক সিপিএম কর্মীর বাবার কথা। বয়স তার আশি ছুঁই ছুঁই। মমতার অন্ধভক্ত। বারবার বাবার হাত ধরে তাকে জাগোবাংলার স্টলে নিয়ে আসেন ওই সিপিএম কর্মী। স্টলের এক সিনিয়র কর্মীর কথায়, যিনি যে মতেই বিশ্বাসী হোন, আমাদের কাছে প্রত্যেকে স্বাগত।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
‘জনস্বার্থ মামলার রায় ভলিউম-২’ বইয়ের মোড়ক উম্মোচন
মির্জাপুরে অবৈধভাবে মাটিকেটে বিক্রির অপরাধে দেড়লাখ টাকা জরিমানা
স্মার্টকৃষি নির্ভর মডেল গ্রাম বিনির্মাণে স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এসএএফ বাংলাদেশের উদ্যোগ
চাকরিপ্রার্থী ও নিয়োগকারীদের মধ্যে সেতুবন্ধন
প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন: বাসদ
শাহবাগ ছাড়লেন ম্যাটসের শিক্ষার্থীরা, যান চলাচল শুরু
বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৮ পরিবারের মাঝে ঘরের টিনসহ মালামাল বিতরণ করলো নাছির উদ্দীন ফাউন্ডেশন
লামায় জেলা পরিষদ চেয়ারম্যানের আগমন ও এতিমদের মাঝে কম্বল বিতরণ
দেওবন্দের মাওলানা আরশাদ মাদানী ৫ দিনের সফরে ঢাকায়
মোরেলগঞ্জে বাল্যবিবাহ নিরোধ কমিটির কর্মশালা অনুষ্ঠিত
রাস্ট্রের কল্যাণে ইসলামী শক্তির ঐক্যের বিকল্প নেই : মাওলানা আজিজুল হক ইসলামাবাদী
বিএনপি নেতার স্ত্রীকে স্কুল কমিটির সভাপতি করতে দলীয় প্যাডে ৫ নেতার স্বাক্ষর দিয়ে চিঠি
রাঙ্গাবালীতে কলেজের কমিটি নিয়ে অসন্তোষ, শিক্ষার্থীদের ক্লাস বর্জন-মানববন্ধন
মীরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চলের চায়না কারখানায় অগ্নিকাণ্ড
‘শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়ে ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন’
দ্রুত সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন বাংলাদেশ খেলাফত আন্দোলন
বৈষম্যমূলক নিয়োগের অভিযোগে ঢাবির বিরুদ্ধে হাইকোর্টে রিট, জবাব চেয়ে চিঠি
গাজীপুরে ৫ বাসে আগুন, শতাধিক যানবাহন ভাঙচুর করলো শ্রমিকরা
সালথায় ৫ শতাধিক হতদরিদ্র পেল শীতবস্ত্র
হাসিনা ক্ষমতায় আসার পর পুরো বাংলাদেশকে খেয়ে ফেলছে: আবুল খায়ের ভূঁইয়া