স্পেনে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ২০৫, আরও বৃদ্ধির আশঙ্কা
০১ নভেম্বর ২০২৪, ০৬:৪৭ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৪, ০৬:৪৭ পিএম
সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় স্পেনের পূর্বাঞ্চলীয় রাজ্য ভ্যালেন্সিয়ায় এ পর্যন্ত নিহত হয়েছেন ২০৫ জন এবং সামনের দিনগুলোতে এই সংখ্যা আরও বাড়বে। কারণ এখনও বহুসংখ্যক মানুষ নিখোঁজ অবস্থায় রয়েছেন। -রয়টার্স, স্কাই নিউজ
বৃহস্পতিবার ভ্যালেন্সিয়ার গোডেলেটা শহরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন স্পেনের রাজ্য সমন্বয় বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাঞ্জের ভিক্টর তোরেস। তিনি বলেন, “ভ্যালেন্সিয়াজুড়ে এ পর্যন্ত মোট ২০২ জনের মৃতদেহ উদ্ধার করা করা হয়েছে এবং এই সংখ্যা আরও বাড়বে। কারণ এখনও বহু মানুষ নিখোঁজ অবস্থায় রয়েছেন। তাদের সন্ধানে তৎপরতা চলছে।”
গত মঙ্গলবার আট ঘণ্টা ধরে প্রবল বর্ষণের জেরে বন্যা শুরু হয় ভ্যালেন্সিয়ায়। স্পেনের আবহাওয়াবিদরা বলেছেন, সাধারণত এক বছরে স্পেনজুড়ে যে পরিমাণ বৃষ্টি হয়, তার সমপরিমাণ বর্ষণ ভ্যালেন্সিয়ায় হয়েছে মঙ্গলবার আট ঘণ্টায়।
অত্যন্ত ভারী এই বর্ষণের জেরে ভ্যালেন্সিয়ার বিভিন্ন অঞ্চলে শুরু হয় বন্যা ও পাহাড়ি ঢল। ইউরোপের আবহাওয়াবিদদের মতে, নিকট ইতিহাসে ইউরোপে যত বিধ্বংসী বন্যা হয়েছে, সেসবের মধ্যে স্পেনের বন্যা অন্যতম।এর আগে ২০২১ সালে জার্মানিতে ভয়াবহ বন্যায় নিহত হয়েছিলেন ১৮৫ জন। তারও আগে ১৯৭০ সালে রোমানিয়ায় এবং ১৯৬৭ সালে পর্তুগালে বন্যার প্রাণ হারিয়েছিলেন যথাক্রমে ২০৯ এবং প্রায় ৫০০ জন।
গতকাল বৃহস্পতিবার ভ্যালেন্সিয়া রাজ্যের প্রথান শহর ভ্যালেন্সিয়ার বিভিন্ন এলাকা থেকে মোট আটজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে সাংবাদকিদের জানিয়েছেন শহরের মেয়ার মারিয়া জোসে কাতালা।
আবহাওয়াবিদরা বলেছেন, বিধ্বসী এই বন্যার জন্য দায়ী জলবায়ু পরিবর্তন। অন্যদিকে স্পেনের বিরোধী রাজনীতিবিদরা সরকারের সমালোচনা করে করে বলেছেন, জনগণকে সতর্কবার্তা দেওয়া, বন্যা ও তার পরবর্তী সময়ে উদ্ধার তৎপরতা পরিচালনা করায় বিলম্ব করেছে সরকার।
স্পেনের সাধারণ জনগণেরও অনেকের মত এমন। ভ্যালেন্সিয়ার একটি সুপারমার্কেটের ম্যানেজার লরা ভিলাসকুসা রয়টার্সকে এ প্রসঙ্গে বলেন, “সরকার যদি সঠিক সময়ে সতর্কবার্তা দিত, তাহলে এত প্রাণহানি ঘটত না।”
বন্যায় প্রাণহানির পাশাপাশি গুরুতর অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও হয়েছে ভ্যালেন্সিয়ায়। বন্যার পানির স্রোতে বেশ কিছু নদীর সেতু ভেসে গেছে। অনেক জায়গায় সড়ক এবং রেল যোগাযোগ ব্যবস্থাও ধ্বংস হয়ে গেছে। দেশটির পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে জানিয়েছেন ভ্যালেন্সিরয়ার প্রায় ৮০ কিলোমিটার সড়ক ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। এছাড়া বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় রাজ্যজুড়ে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন লাখ লাখ মানুষ।
স্পেনের অন্যতম কৃষিজ অর্থকরী ফসল কমলালেবু। নিজেদের চাহিদা মিটিয়ে দেশের বাইরেও এই ফল রপ্তানি করে স্পেন। আর ভ্যালেন্সিয়া কমলালেবু উৎপাদনের জন্য বিখ্যাত। দেশের মোট কমলালেবুর দুই তৃতীয়াংশের উৎপাদন হয়ে ভ্যালেন্সিয়ায়। বন্যায় ভ্যালেন্সিয়ার অধিকাংশ কমলালেবুর বাগান ধ্বংস হয়ে গেছে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
ডেঙ্গুতে ১০ মাসে মৃত্যু ৩০০
সিলেট মহানগর ‘বৈষম্য বিরোধী হকার ঐক্য পরিষদ’র ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
তুরস্কে বিজয়ী বাংলাদেশের হাফেজ মুয়াজকে অভিনন্দন জানালেন পীর সাহেব চরমোনাই
ইসলামী সমাজ প্রতিষ্ঠায় যুবসমাজের ভূমিকা অপরিহার্য -শায়খে চরমোনাই
জনগণের দুঃখ দুর্দশা লাঘব করতে হলে বাজার নিয়ন্ত্রণ জরুরি - ইঞ্জিনিয়ার আশরাফুল আলম
সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী মহাসম্মেলন ৫ নভেম্বর
ইসলামী রাষ্ট্র গঠিত হলে পূর্ণাঙ্গ মানবাধিকার প্রতিষ্ঠিত হবে : মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী
শিক্ষা ব্যবস্থা ধ্বংসকারী কুশীলবদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে -জাতীয় শিক্ষক ফোরাম
ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে ঢাকায় আলোচনা সভা, মুসলিম উম্মাহর ঐক্য চান আলোচকরা
বিনা ভোটের সরকার দেশের লক্ষ লক্ষ কোটি টাকা লুট করে পাচার করেছে - সাঈদ সোহরাব
গণহত্যায় জড়িত পুলিশের তালিকা হচ্ছে
'নিজ জন্মভূমি ভারতেই অপমানিত হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর'
জাতীয় পার্টির সব কার্যালয়ের সামনে গণপ্রতিরোধ কর্মসূচি ঘোষণা করলো ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা
বিএনপি-র নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদের বংশাল এলাকায় পথসভা
সভা-সমাবেশ নিষিদ্ধ হলো কাকরাইল ও এর আশপাশের এলাকায়
জিশান-সাইফউদ্দিন ঝড়ে জয় দিয়ে শুরু বাংলাদেশের
সাভার সার্কেল পুলিশের সাবেক এএসপি শাহিদুল কারাগারে
চট্টগ্রামে বই পড়ে ৫ হাজার ৫০৩ শিক্ষার্থীর পুরস্কার লাভ
বিএনপি জনগনের সাথে ছিল আছে এবং থাকবে - ফরিদুল কবীর তালুকদার শামীম
গোদাগাড়ীতে কোচিং সেন্টারের পরিচলক এক ছাত্রীর সাথে আপত্তিকর দেখে এলাকাবাসী অবরুদ্ধ করে থানা পুলিশের হাতে তুলে দেন।