প্রথম এয়ার ট্যাক্সি স্টেশন নির্মিত হচ্ছে দুবাইয়ে
১৩ নভেম্বর ২০২৪, ০৮:৫৩ এএম | আপডেট: ১৩ নভেম্বর ২০২৪, ০৮:৫৩ এএম
সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ মঙ্গলবার এক ঘোষণায় জানিয়েছেন দুবাইয়ে প্রথম এয়ার ট্যাক্সি স্টেশন নির্মাণ করবেন।এটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে কাছে নির্মান করা হবে।
দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান এক্সে জানিয়েছেন,এই স্টেশনটির পরিসর হবে তিন হাজার ১০০ বর্গকিলোমিটার, যার মাধ্যমে প্রতিবছর ৪২ হাজার অবতরণ ও ১৭ লাখ যাত্রী পরিবহন করা সম্ভব হবে।শেখ হামদান বলেন, ‘দুবাই তার অটুট প্রতিশ্রুতি, উদ্ভাবন, নিরাপত্তা ও স্থায়িত্ব নিয়ে বিশ্বব্যাপী যাতায়াত ব্যবস্থার ভবিষ্যৎ গঠন করে যাচ্ছে।’
প্রথম পর্যায়ে ডাউনটাউন, দুবাই মেরিনা ও পাল্ম জুমেইরা এলাকাগুলোতে স্টেশনগুলো স্থাপন করা হবে। ২০২৬ সালে এ সেবা শুরু হবে।এই উড়ন্ত ট্যাক্সিগুলো দুবাইয়ের কিছু ব্যস্ততম এলাকার মধ্যে ভ্রমণের সময় কমিয়ে দেবে।ভ্রমণের সময় কমে যাবে প্রায় ১০ মিনিট এবং খরচও কমে আসবে।
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডাব্লিউএএম দুবাইয় সড়ক ও পরিবহন কর্তৃপক্ষের (আরটিএ) পরিবহনব্যবস্থা বিভাগের পরিচালক খালেদ আল আওয়াধির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে,এই এয়ার ট্যাক্সিগুলো প্রতি ঘণ্টায় ৩২০ কিলোমিটার গতিতে চারজন যাত্রী ও একজন পাইলট বহন করতে সক্ষম।এর মানে হচ্ছে, যাত্রীরা দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাল্ম জুমেইরাতে ১০-১২ মিনিটের মধ্যে পৌঁছতে পারবেন, যেখানে গাড়িতে একই পথে ৪৫ মিনিট সময় লাগে।
আরটিএ, জবি এভিয়েশন ও স্কাইপোর্টস ইনফ্রাস্ট্রাকচারের সম্মিলিত সহযোগিতায় এই এয়ার ট্যাক্সি প্রকল্পটি তৈরি হচ্ছে, যার মাধ্যমে দুবাই বিশ্বের প্রথম শহর হিসেবে শহরের ভেতরে আকাশপথে যাতায়াতব্যবস্থা চালু হবে।
ডাউনটাউন, দুবাই মেরিনা ও পাল্ম জুমেইরা সহ এই চারটি ভার্টিক্যাল টেক-অফ এবং ল্যান্ডিং পোর্টকে (ভার্টিপোর্ট) শহরের মূল হোটেলগুলোর সঙ্গে সংযুক্ত করা হবে। তবে জবি এভিয়েশনের পরিকল্পনায় বলা হয়েছে, এয়ার ট্যাক্সি শেষ পর্যন্ত শহরে বাসের মতোই সাধারণ হয়ে উঠবে।ভার্টিপোর্ট হলো এমন একটি নির্দিষ্ট এলাকা, যেখানে উল্লম্বভাবে উঠতে ও নামতে সক্ষম বিমান চলাচল করতে পারে।
এ ছাড়া এই এয়ার ট্যাক্সিগুলোর মাধ্যমে ভবিষ্যতে দুবাই ও আবুধাবির মধ্যে আন্তঃশহর যাতায়াতব্যবস্থা চালু করার পরিকল্পনাও রয়েছে।এর আগে দুবাই সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ (আরটিএ)সেপ্টেম্বর মাসে নিশ্চিত করেছিল,প্রথম চারটি ভার্টিপোর্টের মধ্যে প্রথমটি ২০২৬ সালের প্রথম ত্রৈমাসিকে চালু হবে।
পরে অক্টোবর মাসে দুবাই পাবলিক পার্কিং গ্রুপ ঘোষণা করে, তারা ভার্টিপোর্টে পার্কিং সুবিধা তৈরি করবে,যাতে যাত্রীরা তাদের গাড়ি পার্ক করে এয়ার ট্যাক্সি আসার পর যাত্রা শুরু করতে পারে অনায়াসে। সূত্র : আল অ্যারাবিয়া
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ঝালকাঠিতে আমির হোসেন আমুসহ ৫৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের
অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত
আ.লীগ নেতাদের ক্ষমা চাই হবে: সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল
সিসিকের সাবেক কাউন্সিলর ও আ'লীগ নেতা মতিউরকে গ্রেফতার করেছে র্যাব-৯
মালয়েশিয়ার সাবেক অর্থমন্ত্রী দাইম জয়নুদ্দিন আর নেই
সংস্কৃতি উপদেষ্টার আশ্বাসে প্রতিবাদ সমাবেশ বাতিল করলো গ্রুপ থিয়েটার ফেডারেশন
শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আশ্বাস, হোয়াইট হাউজে ট্রাম্প-বাইডেন বৈঠক
ভারত-পাকিস্তান বিরোধ: আইসিসিকে যে পরামর্শ দিলেন রশিদ লতিফ
পুরস্কারের অর্থ এখনও বুঝে পাননি অনেক ক্রিকেটার
গাজায় যুদ্ধের অবসান হওয়া উচিৎ : অ্যান্থনি ব্লিঙ্কেন
আবারও ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান
শীতে এই ৫টি জিনিস ব্যবহারে ত্বক দেখে মুগ্ধ হবে সবাই!
ব্যক্তিগত কারণ দেখিয়ে বসুন্ধরা গ্রুপের চাকরি ছাড়লেন শহীদ আবু সাঈদের দুই ভাই
প্রতিরক্ষামূলক টানেল নেটওয়ার্ক নির্মাণ করবে ইরান
আইন উপদেষ্টাকে হেনস্তার ঘটনায় জেনেভা মিশনের শ্রম কাউন্সেলরকে ‘স্ট্যান্ড রিলিজ’
তারুণ্যের প্রভিভা অনুসন্ধানে আসছে রক রিয়েলিটি শো "দ্য কেইজ"
মন্দ কাজের সমালোচনায় সরব থাকবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
বশির-ফারুকীকে অপসারণসহ ৯ দাবি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে নিহত ১২
হত্যা মামলায় ভোলার সাবেক এমপি আলী আজম মুকুল ঢাকায় গ্রেপ্তার