কংগ্রেস প্রিয়াঙ্কা গান্ধীর জয় নিয়ে আত্মবিশ্বাসী
১৫ নভেম্বর ২০২৪, ০৯:২৬ এএম | আপডেট: ১৫ নভেম্বর ২০২৪, ০৯:২৬ এএম
ভারতের আগামী উপনির্বাচনে প্রার্থী হয়েছেন ভারতীয় কংগ্রেস পার্টির সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।প্রায় তিন দশক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাজনীতির মাঠে থাকলেও নির্বাচনে অংশ নেননি ভারতীয় কংগ্রেস পার্টির প্রিয়াঙ্কা গান্ধী।এই উপনির্বাচনে অংশ গ্রহণের মধ্যদিয়ে ভোটের রাজনীতিতে অভিষেক ঘটল গান্ধী পরিবারের আরেক রাজনীতিকের।
দলের সাধারণ সম্পাদকের নির্বাচনী হাতেখড়িকে স্মরণীয় করতে চেষ্টার ত্রুটি রাখেনি কংগ্রেস শিবির।দলটির লক্ষ্য, প্রিয়াঙ্কাকে অন্তত পাঁচ লাখ ভোটের ব্যবধানে জেতানো। যদিও ওয়ানড়ের ভোটের হার কিছুটা চিন্তায় ফেলে দিয়েছে কংগ্রেস নেতাদের।
নির্বাচন কমিশনের তথ্য অনুসারে,স্থানীয় সময় বুধবার শেষ হয়েছে ওয়ানড় আসনের ভোটগ্রহণ।আসনটিতে ভোট পড়েছে ৬৪ দশমিক ৭২ শতাংশ। এই সংখ্যা ২০০৯ সালে প্রতিষ্ঠিত লোকসভা কেন্দ্রটির ইতিহাসে সর্বনিম্ন।ভোটার উপস্থিতি যা-ই হোক জয়ের বিকল্প ভাবছে না রাহুল গান্ধীর দল।
আসন হিসেবে প্রতিষ্ঠার পর প্রায় প্রতিবারই ৭০ শতাংশের বেশি ভোট পড়ছে ওয়ানড়ে। ২০২৪ লোকসভা নির্বাচনেও ওয়ানড়ে প্রায় ৭৩ শতাংশ ভোট পড়ে। ওই নির্বাচনে ৩ লক্ষ ৬৪ হাজারের বেশি ভোটে জেতেন রাহুল গান্ধী।
প্রিয়াঙ্কা গান্ধীর মতো হেভিওয়েট প্রার্থী থাকার পরও ওয়ানড় আসনে এত কম ভোট কেন পড়ল, তার কারণ খুঁজতে শুরু করেছেন বিশ্লেষকরা।কেউ কেউ মনে করছেন, উপনির্বাচনে সরকার বদলের সুযোগ থাকে না।ফলে ভোটারদের মধ্যে আগ্রহও কম থাকে।তাছাড়া ওয়ানড় অঞ্চলে সম্প্রতি বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় ঘটে গিয়েছে।প্রাণ হারিয়েছেন অনেকে।ঘড়ছাড়া হয়েছেন বহু মানুষ।এমন পরিস্থিতিতে নির্বাচনী ব্যবস্থায় অনীহা তৈরি হওয়া স্বাভাবিক।
বিশ্লেষকদের কেউ বলছেন, রাহুল গান্ধী যেভাবে ওয়ানড় কেন্দ্র মাঝপথে ছেড়ে রায়বরেলিতে চলে গিয়েছেন, সেটাও ওয়ানড়বাসীর একাংশের পছন্দ হয়নি।ফলে তারা ভোটকেন্দ্রে আসেননি।
পর্যবেক্ষকরা মনে করছেন,সব ফ্যাক্টরই প্রিয়াঙ্কার বিপক্ষে যাচ্ছে।তবে কংগ্রেস নেতৃত্ব তাঁর জয়ের ব্যাপারে প্রবল আত্মবিশ্বাসী।প্রিয়াঙ্কার বিপরীতে ওয়ানড়ে লড়েছেন সিপিআই প্রার্থী সত্যেন মোকেরি ও বিজেপির নব্যা হরিদাস।তারা কেউ প্রিয়াঙ্কাকে চ্যালেঞ্জ জানাতে পারবেন না বলে মনে করছে কংগ্রেস।
দলীয় নেতৃত্ব দাবি করছে,পরাজয় নিশ্চিত জেনে ওয়ানড়ের বিরোধী ভোটাররা সেভাবে ভোটদানে উৎসাহ দেখাননি।ফলে ভোটার উপস্থিতির কমেছে।অন্যদিকে কংগ্রেসের ভোটাররা পূর্ণ উদ্যমে প্রিয়াঙ্কাকে বড় ব্যবধানে জেতানোর জন্য ভোট দিয়েছেন।প্রিয়াঙ্কার জয়ের ব্যবধান তাই পাঁচ লক্ষই হতে চলেছে।
গত লোকসভা নির্বাচনে রায়বরেলি ও ওয়ানড় দুই কেন্দ্র থেকেই বিপুল ভোটে জয়ী হন রাহুল গান্ধী।তবে প্রোটোকল অনুযায়ী, একটি আসন ছাড়তে হয় তাঁকে।লোকসভার বিরোধী নেতা মায়ের পুরোনো আসন রায়বরেলিকে এক্ষেত্রে বেছে নিয়েছিলেন। এতে তাঁর ছেড়ে যাওয়া ওয়ানড় আসন থেকে ভোটের রাজনীতিতে অভিষেক হয় বোন প্রিয়াঙ্কার।
৫২ বছর বয়সী প্রিয়াঙ্কা গান্ধীর মূল প্রতিদ্বন্দ্বী ৩৬ বছরের নব্যা হরিদাস। কেরালার কোঝিকোড পৌরসভার দুই বারের কাউন্সিলর ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নব্যা। তিনি বিজেপির মহিলা মোর্চার রাজ্য সাধারণ সম্পাদকের দায়িত্বেও ছিলেন।
জাতীয় স্তরে বামদের সঙ্গে কংগ্রেসের সমঝোতা থাকলেও কেরালায় বরাবরই মুখোমুখি তারা। প্রিয়াঙ্কার বিরুদ্ধে ওয়ানড়ের উপনির্বাচনে সিপিআই প্রার্থী করেছে সত্যেন মোকেরিকে।তিনি কেরালার রাজ্য সিপিআইয়ের সহ-সম্পাদক।ওয়ানড় লোকসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন এ বামপন্থী নেতা।২০১৪ সালের লোকসভা নির্বাচনেও প্রার্থী ছিলেন তিনি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কটিয়াদীতে স্বামীকে পরিকল্পিত হত্যা, স্ত্রী আটক
বেরোবিতে নিয়োগকৃত ছাত্রলীগ নেতার নিয়োগ বাতিল, ফেরত দিতে হবে বেতন
শ্রীলঙ্কায় বামপন্থী শাসক জোট নির্বাচনে বিপুল জয়ে এগিয়ে
মাহফুজ আলমকে নিয়ে যে ভুয়া পোস্ট দিলেন ফ্যাসিস্ট জয়!
বিশেষজ্ঞদের দাবি জলবায়ু সম্মেলন উদ্দেশ্য পূরণে ব্যর্থ হচ্ছে
সুন্দরবনে দুবলার চরে ঐতিহাসিক রাস উৎসব শুরু
কুয়াকাটায় রাস লীলা উদযাপনে সৈকতে পূন্যার্থীদের ঢল
ভারতের শিশুদের বামনতার সংকট,জাতিভেদ এবং পুষ্টির অভাব
বদলে যাচ্ছে র্যাব: যা বলছেন নেটিজেনরা
"আসছে অম্ল-মধুর সম্পর্কের এক গল্প নিয়ে ছোট পর্দার আরশ-তিশা জুটি"
ট্রাম্প প্রশাসনে ভ্যাক্সিন বিরোধী ‘আরএফ কেনেডি’’ স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মনোনীত
যশোর প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে চাচাত ভাই চঞ্চল ভট্টাচার্য আড়াই কোটি টাকা আত্মসাত করে পালিয়েছে
হিজবুল্লাহর হামলা হাইফা শহর এবং এর অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে : মেয়র
ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি চর্চার বিষয়ে বিশেষ কমিটি
ক্ষমতা গ্রহণের পরই যে কাজ করবেন ট্রাম্প
অনুশোচনা নেই আওয়ামী লীগে, অপেক্ষা সুযোগের
কেন্দ্রীয় শহীদ মিনারে আব্দুল্লাহর জানাজা অনুষ্ঠিত
বেলুচিস্তানের হারনাইয়ে সেনাবাহিনীর অভিযান, ২ সেনাসহ ৩ সন্ত্রাসী নিহত
অবশেষে চালু হলো সিরাজগঞ্জ এক্সপ্রেস
অন্তর্বর্তী সরকার হোঁচট খেলে বাংলাদেশ আগের অবস্থায় ফিরে যেতে পারে : ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের রিপোর্ট