২৪ নভেম্বরের ‘পিটিআই’র বিক্ষোভ নিয়ে বুশরা বিবির বার্তা ও সরকারের প্রতিক্রিয়া
২২ নভেম্বর ২০২৪, ১০:৪২ এএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৪, ১০:৪২ এএম
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবি বৃহস্পতিবার (২১নভেম্বর)এক ভিডিও বার্তার মাধ্যমে দলের ২৪ নভেম্বরের বিক্ষোভের বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।এই বিক্ষোভকে দলের পক্ষ থেকে "শেষ বা বাঁচা-মরার লড়াই" হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বুশরা বিবি পিটিআই কর্মী, আইনজীবী এবং বিচারকদের এই বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, "এই তারিখ কোনো অবস্থাতেই পরিবর্তন হবে না, যদি না ইমরান খান নিজে তা সিদ্ধান্ত নেন।" বিক্ষোভের উদ্দেশ্য বর্তমান সরকারের বিরুদ্ধে একটি শক্তিশালী অবস্থান তৈরি করা এবং দলীয় সমর্থন প্রদর্শন করা।
ভিডিও বার্তায় বুশরা বিবি দাবি করেন,তাদের সউদী আরবের মদিনায় ভ্রমণের পর থেকেই তাদের বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়।তিনি আরও বলেন, "সাবেক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া ফোন কল পেতে শুরু করেন, যেখানে বলা হয় ইমরান খান তাদের কাছে গ্রহণযোগ্য নন।" তিনি অভিযোগ করেন, এই ঘটনার পর তার চরিত্র হনন করা হয় এবং ইমরান খানকে 'ইহুদি এজেন্ট' বলা হয়।
পিটিআই ২৪ নভেম্বর ইসলামাবাদে বিক্ষোভের জন্য প্রস্তুতি নিচ্ছে।তবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি বলেছেন, বেলারুশের প্রেসিডেন্ট এবং তার ৬৫ সদস্যের প্রতিনিধি দলের রাষ্ট্র সফর থাকায় ওই দিন ইসলামাবাদে কোনো বিক্ষোভের অনুমতি দেওয়া হবে না।
সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকার ও পিটিআই-এর মধ্যে কোনো আলোচনা চলছে না। তিনি বলেন, "আমার মতে, আলোচনা করা গুরুত্বপূর্ণ, কিন্তু আলোচনা এবং হুমকি একসাথে চলতে পারে না।"
পিটিআইয়ের ২৪ নভেম্বরের বিক্ষোভ ঘিরে সরকার ও দলের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে।এই বিক্ষোভ দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন দৃষ্টিকোণ যোগ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তথ্যসূত্র : এআরওয়াই
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও