আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় দিল্লির দুঃখ প্রকাশ
০৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৪ এএম
ভারতের আগরতলার কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে উগ্র হিন্দুত্ববাদীদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ২ ডিসেম্বর সোমবার বেলা দেড়টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে সোমবার এক বিবৃতি দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ভাঙচুরের ঘটনাটি খুবই দুঃখজনক। কোনো অবস্থাতেই কূটনৈতিক এবং কনস্যুলার সম্পত্তি লক্ষ্যবস্তু করা উচিত নয়।
বিবৃতিতে আরও বলা হয়, এমন অবস্থায় নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং ভারতে অবস্থিত বাংলাদেশের অন্যান্য ডেপুটি/সহকারী হাইকমিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে।
এর আগে সংঘ পরিবারভূক্ত বিভিন্ন সংগঠন, হিন্দু সংঘর্ষ সমিতি, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল ও হিন্দু জাগরণ মঞ্চের নেতৃত্বে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ১০টায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের ৫০০ মিটার অদূরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
পরবর্তীতে বেলা ১টায় বিক্ষোভ সমাবেশ থেকে তারা বাংলাদেশ হাইকমিশন অভিমুখে রওনা করে। মিশনের ২০০ মিটার অদূরে স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীর বাঁধার মুখে সেখানে তারা জয় শ্রী রাম স্লোগান দিতে থাকে। তারা আইন-শৃঙ্খলা বাহিনীর দূর্বল বাঁধা অতিক্রম করে মিশনের মূল গেইটের সামনে উপস্থিত হয়ে বিক্ষোভ করতে থাকে।
এমতবস্থায় তাদের পক্ষ হতে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সহকারী হাইকমিশন বরাবর ডেপুটেশন দেওয়ার উদ্দেশ্যে মিশনের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় মিশনের পক্ষে প্রথম সচিব মো. আল আমীন প্রতিনিধি দল ও জেলার এসডিএম’র সাথে যখন কথা বলছিলেন। ২ মিনিটের মধ্যে আলোচনা চলাকালীন সময়ে মিশনের মূল গেইটে অবস্থানরত উত্তেজিত জনতা গেইটে ধাক্কা দিতে থাকলে নিরাপত্তায় নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় তারা মিশন চত্ত্বরে প্রবেশ করে বাংলাদেশের জাতীয় পতাকা টেনে নামিয়ে পদদলিত করে এবং ছিড়ে টুকরো টুকরো করে। পাশাপাশি ফুলের টব ভেঙ্গে ফেলে। এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর উল্লেখযোগ্য কোন ভূমিকা পরিলক্ষিত হয়নি।
এছাড়াও বাংলাদেশ মিশনে সার্বক্ষণিক নিয়োজিত নিরাপত্তা কর্মীরা মিশনের পিছনের দরজা খুলে দিয়ে বিক্ষোভকারীদের মিশনের মূল ভবনের প্রবেশের সুযোগ করে দেয়। এমতবস্থায় মিশনের অপর এক নিরাপত্তা বিষয়টি বুঝতে পেরে পেছনের দরজা লাগিয়ে দিয়ে মিশনের মূল ভবনের নিরাপত্তা রক্ষা করে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
সউদী আরবকে তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান উপদেষ্টা নাহিদের
গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৩৬
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ খনিজ রফতানিতে চীনের নিষেধাজ্ঞা
বিক্ষোভের মুখে প্রত্যাহার দক্ষিণ কোরিয়ার সামরিক আইন
সিরিয়ার প্রেসিডেন্টকে সতর্ক করে যা বললেন এরদোগান
নভেম্বরে রপ্তানি আয় বেড়েছে ১৫.৬৩ শতাংশ
সৈয়দপুরে পিকআপের ধাক্কায় এক শ্রমিক নিহত
শিক্ষার্থীদের মারধর ও শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে শ্রমিকদের সঙ্গে খুবি শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : বিক্ষোভ মিছিলে খেলাফত আন্দোলন
আগরতলায় সহকারি হাইকমিশনে উগ্রবাদীদের হামলার প্রতিবাদে চাঁদপুরে খেলাফত মজলিস বিক্ষোভ
বগুড়ায় ম্যাজিষ্ট্রেটের সিল-স্বাক্ষর জাল করার অভিযোগে ৩ প্রতারক গ্রেফতার
পিলখানা হত্যা, শাপলা চত্বরে গণহত্যা ও ২৪'র গণহত্যার বিচারের জন্য ছাত্র ঐক্যের প্রয়োজন: শিবির সভাপতি
‘কুটনীতিকদের উপর আক্রমণ করে ভারত নিজেদের অসভ্য জাতি হিসেবে পরিচয় দিয়েছে’
ষড়যন্ত্র রুখতে সরকারের পাশে থাকবে বিএনপি
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে ব্যাপক মিথ্যা ও অপতথ্য ছড়ানোয় বিএফইউজে ও ডিইউজের উদ্বেগ
স্বাধীনতা-সার্বভৌমত্ব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য
ইনকিলাব সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি
পঞ্চগড়ে বিএনপির আনন্দ মিছিল
অব্যবহৃত মসজিদ বা তার জায়গা সংরক্ষণ করা প্রসঙ্গে?
চা শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করুন