ইয়েমেনে বিদ্যুৎ কেন্দ্র-বন্দরে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলা
১১ জানুয়ারি ২০২৫, ০৮:৩৮ এএম | আপডেট: ১১ জানুয়ারি ২০২৫, ০৮:৪০ এএম
ইয়েমেনের একটি বিদ্যুৎ কেন্দ্র ও দু’টি বন্দরে যুদ্ধবিমান থেকে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধে শুক্রবার ইয়েমেনে এই হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েলি বোমা হামলায় কমপক্ষে তিনজন আহত হয়েছেন।
হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, আমাদের বিরুদ্ধে আগ্রাসনের দায়ে ইরান-সমর্থিত হুথি মিলিশিয়ারা চড়া মূল্য দিচ্ছে। হুথিদের বিরুদ্ধে ইসরায়েলি অভিযান অব্যাহত থাকবে।
বিদ্রোহী গোষ্ঠী হুথিদের পরিচালিত টেলিভিশন চ্যানেল আল-মাশিরাহ বলেছে, শুক্রবার রাজধানী সানার হেজিয়াজের প্রধান বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে ১৩ বার বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। সানহান জেলার হেজিয়াজ বিদ্যুৎ কেন্দ্রে হামলায় একজন কর্মী-সহ তিন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এছাড়া সেখানকার কয়েকটি বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে, ব্রিটিশ সমুদ্র নিরাপত্তাবিষয়ক সংস্থা অ্যামব্রে বলেছে, লোহিত সাগরের তীরবর্তী রাস ইসা বন্দরে তেল স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তবে হামলায় কোনও বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি।
আল-মাসিরাহ বলেছে, রাস ইসায় ধারাবাহিক বিমান হামলা হয়েছে। এছাড়া হুদাইদাহ বন্দরেও ছয় বার বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। পাশাপাশি ইয়েমেনের আমরান প্রদেশের হারফ সুফিয়ান জেলাও বিমান হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে ইয়েমেনের বিভিন্ন স্থানে বিমান হামলা চালানোর তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, হুথিদের সামরিক কার্যক্রম পরিচালনায় বিদ্যুতের অন্যতম উৎস সানার হেজিয়াজের প্রধান বিদ্যুৎ কেন্দ্রকে নিশানা বানানো হয়েছে।
এদিকে, গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবে তিনটি ড্রোন এবং লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে হুথিরা। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এই হামলা চালানোর দাবি করেছেন।
ইসরায়েলের সাথে যুদ্ধে ফিলিস্তিনি স্বাধীনতা গোষ্ঠী হামাসের সমর্থনের অংশ হিসেবে গত নভেম্বর থেকে লোহিত সাগরে ইসরায়েল ও অন্যান্য পশ্চিমা দেশের জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা।
তাদের এই হামলায় বিশ্বের অনেক বড় শিপিং কোম্পানি সুয়েজ খাল দিয়ে যাওয়ার পরিবর্তে আফ্রিকার কেপ অব গুড হোপের আশপাশের দীর্ঘ এবং অত্যধিক ব্যয়বহুল রুটে জাহাজ পরিচালনা করছে। বিশ্ব বাণিজ্যের প্রায় ১২ শতাংশ পণ্যসামগ্রী সুয়েজ খালের মাধ্যমে পরিবহন করা হয়। সূত্র: রয়টার্স।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মানুষ আমি দেবতা নই, আমারও ভুল হয়: নরেন্দ্র মোদি
হাসিনার স্বৈরাচারী কার্যকলাপ নিয়ে প্রশ্ন করায় অন্তঃসত্ত্বা সাংবাদিককে হুমকি দেন টিউলিপ
শূন্যরেখায় বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ
বাংলাদেশের ওয়ান ইলেভেনের ঘটনা পরদিনের সংবাদপত্রে যেভাবে এসেছিলো
সিংগাইরের তহরা হত্যা মামলা : শিক্ষক লালমুদ্দিনের ব্লাকমেইলের শিকার ছাত্রী আইরিন আক্তার
১৫ জানুয়ারি বিদায়ী ভাষণ দেবেন জো বাইডেন
’৭১ প্রশ্নে জামায়াতে নতুন আলোচনা, আসতে পারে সিদ্ধান্ত
ঘণকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস চালু হয়েছে
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে বিদেশি জাহাজ মোংলায়
চীন সফরে রেচেল রিভস , যুক্তরাজ্যের উন্নতির প্রতিশ্রুতি
দায়িত্ব পেলে আমরা ধর্ম ও দল দেখব না : জামায়াতের আমির
'মুরুব্বী মুরুব্বী কামডা করল কী'
বায়ুদূষণের শীর্ষে কলকাতা, ঢাকা দ্বিতীয়
তথ্য গোপন মামলায় ট্রাম্প দোষী সাব্যস্ত হলেও নেই কোনও শাস্তি
সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী কারেন বিদ্রোহীরা, প্রশাসন গঠনে চ্যালেঞ্জ
ভ্যাট ও শুল্ক বৃদ্ধির ইস্যুতে প্রতিক্রিয়া জানাবে জাতীয় নাগরিক কমিটি
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা ১১, সংকট আরও বাড়ছে
মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত অন্তত ২, একাধিক নিখোঁজ
গাজায় টেলিকম সেবা বন্ধের আশঙ্কা , জ্বালানি সংকটে জরুরি সেবা বিপর্যস্ত
সিরিয়ায় আসাদ অনুগত কর্মকর্তার জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর