লস অ্যাঞ্জেলেসের মতো ‘পাপের নগরী’ ধ্বংসে যে সতর্কবার্তা রয়েছে ইসলামে
১৫ জানুয়ারি ২০২৫, ০৭:১৪ পিএম | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫, ০৭:১৪ পিএম
যখন কোনো জাতি পাপাচারের সীমানা ছাড়িয়ে যায় আল্লাহ তায়ালা তখন তাদেরকে নানানভাবে সতর্ক করে থাকেন। কখনও প্রকৃতির ভয়ঙ্কর তাণ্ডবের মাধ্যমে। কখনও আবার মানুষের সৃষ্ট দুর্যোগের মাধ্যমে।
পবিত্র কুরআনে স্পষ্ট বলা হয়েছে, ‘মানুষের কৃতকর্মের দরুন স্থলে ও সাগরে বিপর্যয় ছড়িয়ে পড়েছে, ফলে তিনি তাদের কোনো কোনো কাজের শাস্তি আস্বাদন করান, যাতে তারা ফিরে আসে।’ (সুরা : রোম, আয়াত: ৪১)
পবিত্র কুরআনে আরও ইরশাদ হয়েছে, ‘আমি ধ্বংস করেছি কত জনপদ, যার অধিবাসীরা ছিল জালিম (পাপাচারী) এবং তাদের পরে সৃষ্টি করেছি অন্য জাতি।’ (সুরা : আম্বিয়া, আয়াত : ১১)
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের সাম্প্রতিক দাবানল যেন এরকমই এক সতর্ক বার্তা। কারণ এই শহর তারকা ও বিত্তশালীদের বিলাসবহুল জীবনযাপনের বাইরে ছিল অন্ধকার এক জগত। অশ্লীলতায় মোড়ানো এই শহরের সান ফারনান্দো ভ্যালি এলাকা পর্নো ভিডিও তৈরির জন্য একটি পরিচিত এলাকা। যার জন্য এই শহরকে অনেকেই ‘পাপের নগরী’ বলেও অভিহিত করেন।
সারা বিশ্বের বিনোদন শিল্পের প্রাণকেন্দ্র হলিউড শুধুমাত্র চলচ্চিত্রের কেন্দ্র হিসেবে নয় কারো কারো কাছে মাদকাসক্তি অমিতব্যয়িতা, নৈতিক অবক্ষয় ও সীমালঙ্ঘনের প্রতীক। সম্প্রতি এই শহরই পরিণত হয়েছে এক ভয়ঙ্কর দাবানলে। হাজার হাজার একর জমি আগুনে পুড়ে ছায়। আকাশ ঢেকে গেছে ধোয়ায়। মানুষের চিৎকার যেন বাতাশে মিশে গেছে। লস অ্যাঞ্জেলেসে দাবানল শুরু হয় ৭ জানুয়ারি। সেখানকার প্যালেসেইডস ও এটন দাবানল দুটিকে সবচেয়ে ভয়াবহ বলা হচ্ছে। ভয়াবহ দাবানলে পুড়েছে বিস্তীর্ণ এলাকা।
দাবানল ছড়িয়ে পড়ার পেছনে বড় কারণ সান্তা অ্যানা নামের ঝোড়ো বাতাস। এ দুই দাবানলে অন্তত ১৪৫ বর্গকিলোমিটার এলাকা পুড়ে ছাই হয়েছে। বুধবার পর্যন্ত দাবানলে মৃত মানুষের সংখ্যাও বেড়ে ২৪-এ দাঁড়িয়েছে। প্রকৃতির এই তাণ্ডব কি কেবলই এক দুর্ঘটনা নাকি এইর পেছনে রয়েছে গভীর বার্তা। কী বলছে ইসলাম?
ব্যভিচার, সমকামিতা ও পতিতাবৃত্তির কারণে অতীতে বহু জাতি ধ্বংস হয়েছে। কিছু জাতির বিবরণ পবিত্র কুরআন ও হাদিসে রয়েছে। আবার কিছু জাতির কথা উল্লেখ করা না হলেও কুরআনের ভাষ্য থেকে জানা যায়, এগুলোর বাইরেও বহু জাতি রয়েছে, যাদের পাপাচারের কারণে তাদের ধ্বংস করে দেওয়া হয়েছে।
সেই সব অনুল্লিখিত জাতি ও জনপদের একটি ইতালির পম্পেই নগরী। যৌনতার আগুনে ধ্বংস হওয়া অভিশপ্ত পম্পেই নগরীর নামটি অনেকেরই জানা! এটি এমন এক নগরী, যেটি ধ্বংস হওয়ার সময় সেখানকার মানুষ চোখের পলক ফেলার সময়টুকু পায়নি। মুহূর্তেই মানুষগুলো ভস্মে পরিণত হয়েছিল। অপরাধ ছিল অবাধ যৌনাচার।
ব্যভিচারের কারণে দুর্ভিক্ষ দেখা দেয়। আমর ইবনুল আস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুল (সা.)-কে বলতে শুনেছি, ‘যে জাতির মাঝে ব্যভিচার বিস্তার লাভ করে, তাদের দুর্ভিক্ষের মাধ্যমে পাকড়াও করা হয়।’ (মুসনাদে আহমদ, হাদিস : ১৭৮১২; মিশকাত, হাদিস : ৩৫৮২)
উন্মুক্তভাবে অশালীন কাজ-কর্ম ও অশ্লীলতা হতে থাকলে মহামারী ছড়িয়ে পড়ে। আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, একদিন রাসুল আকরাম (সা.) আমাদের লক্ষ্য করে বললেন, ‘হে মুহাজিররা! আল্লাহ না করুন, পাঁচটি বিষয়ে যখন তোমরা লিপ্ত হয়ে পড়বে। (তাহলে এ পাঁচটি বিষয়ের পরিণতিতে অব্যশই পাঁচটি বিষয় প্রকাশ পাবে) তন্মধ্যে একটি হলো, যখন কোনো জাতি-সম্প্রদায়ের মাঝে প্রকশ্যভাবে অশ্লীল কাজ হতে শুরু করে, তখন অবশ্যই তাদের মাঝে প্লেগ এবং এমন সব রোগ-ব্যাধি ছড়িয়ে পড়বে, যা তাদের বাপ-দাদাদের মধ্যে কারও হয়নি।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস : ৪০১৯)
আবু হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ক্বিয়ামত এতই হঠাৎ প্রতিষ্ঠিত হবে যে, কোন ব্যক্তি হয়ত তার উটের দুধ দোহন করে তা পান করার জন্য মুখে উঠাবে, আর তা পান করার পূর্বেই ক্বিয়ামত হয়ে যাবে; দু’ব্যক্তি কাপড় ক্রয়-বিক্রয় করতে থাকবে, তাদের লেনদেন শেষ না হতেই ক্বিয়ামত সংঘটিত হবে। কোন ব্যক্তি তার হাউজ ঠিক করতে থাকবে, সেখান থেকে প্রত্যাবর্তন করার পূর্বেই ক্বিয়ামত সংঘটিত হবে।
পবিত্র কুরআন থেকে আরও জানা যায়, সমকামিতার মতো জঘন্যতম অপরাধের সঙ্গে জড়িত পুরো একটি জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন, যাতে পরবর্তীরা শিক্ষা গ্রহণ করতে পারে যে ওই পাপটি আল্লাহ তাআলার কাছে খুবই অপছন্দনীয় এবং এর শাস্তি ভয়াবহ। এই জাতি হচ্ছে, কাওমে লূত বা হজরত লূত (আ.)-এর জাতি।
এই সম্প্রদায় বসবাস করত সাদ্দূম নগরীতে। এই অঞ্চলকে বর্তমানে ট্রান্স জর্দান বলা হয়। এটি ইরাক ও ফিলিস্তিনের মধ্যবর্তী স্থানে অবস্থিত। তারা প্রকাশ্য সভা বানিয়ে অশ্লীলতা-বেহায়াপনা করত। এই জঘন্য অপকর্ম তারা প্রকাশ্যে করে আনন্দ লাভ করত। তারাই সর্বপ্রথম সমকামিতার মতো গর্হিত পাপ শুরু করেছে যা এর পূর্বে কোনো আদম সন্তান করেনি।
পরিণামে পুরো জনপদকে উল্টো করে সজোরে জমিনে ধসিয়ে দেওয়া হয়। ইরশাদ হয়েছে, ‘অবশেষে আমার (আল্লাহর) আদেশ চলে এলো, তখন আমি উক্ত জনপদকে ধ্বংস করে দিলাম এবং তাদের উপর স্তরে স্তরে পাথর বর্ষণ করলাম।’ (সুরা হুদ: ৮২)
এ ধ্বংসাত্মক গুনাহ সম্পর্কে রাসুলুল্লাহ (স.) বলেন, ‘আমার উম্মত সম্পর্কে যেসব বিষয়ে সবচেয়ে বেশি ভয় করি তা হচ্ছে পুরুষে পুরুষে যৌন মিলনে লিপ্ত হওয়া।’ (ইবনে মাজাহ, মেশকাত: ৩৪২১)
ইকরামাহ (রা.) ইবনু আব্বাস থেকে বর্ণনা করেন, ইবনু আব্বাস (রা.) বলেন, রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘তোমরা যাদেরকে লূতের সম্প্রদায়ের মতো আচরণ করতে দেখ, সেই পাপাচারী এবং যার ওপর ওই কুকর্ম করা হয়েছে উভয়কে হত্যা করো।’ (ইবনে মাজাহ, মেশকাত: ৩৫৭৫)
এই হাদিসের ওপর ভিত্তি করেই ইমাম শাফেয়ি (রহ) এবং আলেমদের একটি জামাত বলেছেন, ‘লাওয়াতাতকারীকে’ (পুরুষে পুরুষে যৌনমিলনকারীকে) হত্যা করতে হবে, সে বিবাহিত হোক বা অবিবাহিত হোক। ইমাম আবু হানিফা (রহ) বলেন, তাকে উপর থেকে নিচে নিক্ষেপ করতে হবে এবং এক এক করে পাথর বর্ষণ করতে হবে যেভাবে লূত (আ.) এর কওমের প্রতি আল্লাহ করেছিলেন।
সুতরাং এই নিকৃষ্ট কাজটি যেকোনো সম্প্রদায়ের জন্য অভিশাপস্বরূপ তা বলার অপেক্ষা রাখে না! এই নোংরামির শেষ পরিণতি যে ধ্বংস, তা প্রমাণে কওমে লূত (আ.) এক বিরাট ও স্পষ্ট নিদর্শন।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ইউক্রেনে আরও ৬০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে জার্মানি
দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন ইরানের
বিয়ে না করেও ৩২ বছর বয়সে ৮৭ সন্তানের পিতা!
৮ ফেব্রুয়ারী কক্সবাজারে আসছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান
মোবারকগঞ্জ সুগার মিলে চিনি খেতে বাধা দেওয়াই মারামারি : আহত-১, আটক-২
বিরলে সীমান্ত এলাকায় বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার
বিএসএফের হাতে আটক যুবক ফেরত আনলো বিজিবি
নিজেকে আ.লীগের চক্রান্তের শিকার দাবি এনবিআরের সেই মতিউরের
হিলিতে দিনব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ও পুরস্কার বিতরণ
মহিলাদের জন্য সংসদে কোন সংরক্ষিত আসন চাই না : মুফতি ফয়জুল করীম
কারামুক্ত ডেসটিনির এমডি রফিকুল আমীন
ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী তারুণ্য উৎসব উদযাপন
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
বিপিএল শেষ কর্নওয়ালের
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
আটঘরিয়ায় মসজিদের মাইক চুরি