যুদ্ধবিরতির প্রতীক্ষায় গাজার ফিলিস্তিনিরা, নিহত ৪৭ হাজার ছুঁই ছুঁই
১৯ জানুয়ারি ২০২৫, ০৮:৩৯ এএম | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫, ০৮:৪০ এএম
গাজার ফিলিস্তিনিরা যুদ্ধবিরতির অপেক্ষায় শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে। ইসরাইল ও হামাসের মধ্যে এই যুদ্ধবিরতি রবিবার স্থানীয় সময় সকাল ৮:৩০ (০৬:৩০ জিএমটি) থেকে কার্যকর হবে। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিরা তাদের যা কিছু অবশিষ্ট রয়েছে তা নিয়ে নিজেদের বাড়ি ফিরতে চাইছেন।তবে এই যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হত্যাযজ্ঞ চলছে।
অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘন্টায় কমপক্ষে ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছে।এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৪৭ হাজারের কাছাকাছি পৌঁছে গেছে।দীর্ঘ ১৫ মাসের এই হামলায় আরও লক্ষাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ২৩ জন নিহত এবং আরও ৮৩ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, এই যুদ্ধবিরতি সাময়িক হতে পারে। তিনি আরও জানান, দ্বিতীয় পর্যায়ের আলোচনা যদি পরিকল্পনা অনুযায়ী না হয়, তবে গাজায় পুনরায় লড়াই শুরু করার জন্য তার কাছে বর্তমান এবং ভবিষ্যৎ মার্কিন প্রশাসনের সমর্থন রয়েছে।
এই যুদ্ধবিরতির প্রথম দিনেই বন্দিমুক্তি কার্যক্রম শুরু হবে। এতে তিনজন ইসরায়েলি বন্দি এবং প্রায় ৯৫ জন ফিলিস্তিনি বন্দি মুক্তি পাবে। এরপর আরও বন্দি বিনিময়ের পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।
এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। ইসরায়েলের গাজা অভিযান এখন পর্যন্ত অন্তত ৪৬,৮৯৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং আহত করেছে ১,১০,৭২৫ জনকে। অন্যদিকে, হামাস পরিচালিত আক্রমণে ইসরায়েলে নিহত হয় ১,১৩৯ জন এবং ২০০ জনেরও বেশি বন্দি হয়।
মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।
এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।
যুদ্ধবিরতির এই উদ্যোগ ফিলিস্তিনিদের জন্য শান্তি ও স্থিতিশীলতার এক নতুন আশার আলো। তবে এই চুক্তি দীর্ঘমেয়াদি হবে কি না, তা নির্ভর করবে পরবর্তী পর্যায়ের আলোচনা ও সহযোগিতার উপর। তথ্যসূত্র :আল-জাজিরা,আনাদোলু এজেন্সি
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
হামাস বন্দি তালিকা না দিলে অস্ত্রবিরতি স্থগিত : নেতানিয়াহু
কুলাউড়ায় পাওনা টাকা চাওয়ায় নারীকে পিটিয়ে হত্যা, আটক-১
বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া কোরের '৯ম কর্ণেল কমান্ড্যান্ট' অভিষেক অনুষ্ঠিত
দ. কোরিয়ায় ইয়ুনের আটক বাড়ানোর পর আদালতে হামলা ও বিক্ষোভ
শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটনে ট্রাম্প
ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা, ইসরাইলি বিমানবন্দর বন্ধ
৬০০ টাকা কেজি দরে ইলিশ বেচবে সরকার, পাওয়া যাবে যেখানে
লাইফ সাপোর্টে কাজী নজরুল ইসলামের নাতি বাবুল
স্পেনের এনজিওগুলো ইলন মাস্কের বিরোধিতায় এক্স ছেড়ে যাচ্ছে
যে দেশ বা সমাজে ন্যায়বিচার নেই, সে জাতিকে ধ্বংস করে দেন আল্লাহ: আল্লামা মামুনুল হক
গাজায় প্রতিদিন ঢুকবে ৬০০ ট্রাক ত্রাণ
যুদ্ধবিরতির আনন্দে গাজায় কর্মরত সাংবাদিকদের আবেগ-উল্লাস
ফের শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস
লিমায় স্প্যানিশ বিজয়ী ফ্রান্সিসকো পিজারোর মূর্তি পুনঃস্থাপন
আবারও পেছাল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি
‘প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলকভাবে করতে হবে’
রাজনীতির মধ্যে ঢুকতে চায় না ইসি, ভোটার তালিকা হালনাগাদ শুরু সোমবার
টিকটকের যুক্তরাষ্ট্রে পরিষেবা বন্ধ, আইনি নিষেধাজ্ঞার প্রভাব
ইউল্যাবের হাল্ট প্রাইজ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ
স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করছিলেন হাসিনা : দ্য হিন্দু