ইসরায়েলের কারাগার থেকে মুক্ত ৯০ ফিলিস্তিনি, গাজার যুদ্ধবিরতির নতুন অধ্যায়
২০ জানুয়ারি ২০২৫, ০৮:২৫ এএম | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫, ০৮:৪৩ এএম
দীর্ঘ ১৫ মাসের বেশী সময় ধরে চলা ইসরায়েলি বাহিনীর হামলা ও বর্বরতার পর অবশেষে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা যুদ্ধের অবসান শেষে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি। চুক্তির আওতায় ইসরায়েলের কারাগারে আটক থাকা ৯০ ফিলিস্তিনি বন্দি মুক্তি পেয়েছেন।
মুক্তি পাওয়া সবাই নারী ও শিশু।গাজায় হামাসের হাতে বন্দি থাকা তিনজন ইসরায়েলি নাগরিককে মুক্তির পর এই ঘটনা ঘটে।এই বন্দি বিনিময়ের ঘটনা যুদ্ধবিরতির প্রথম দিনে সংঘটিত হয়। ফিলিস্তিনিরা আশা করছেন, এই যুদ্ধবিরতি দীর্ঘদিন ধরে চলা সংঘর্ষের অবসান ঘটাবে।সোমবার (২০ জানুয়ারি)এই তথ্য জানিয়েছে আল-জাজিরা ও বিবিসি।
সংবাদমাধ্যম বিবিসি বলছে, ইসরায়েল ও হামাসের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের অংশ হিসেবে ৯০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের জেল সার্ভিস।
এর আগে রোববার যুদ্ধবিরতি শুরু হওয়ার কয়েক ঘণ্টা পরে হামাস রেড ক্রসের কাছে তিন ইসরায়েলি বন্দিকে তুলে দেয়।পরে তাদেরকে ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। হামাস বলছে, গাজা থেকে প্রতিজন বন্দির মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে ৩০ জন করে ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে।
এদিকে সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, যুদ্ধবিরতি চুক্তির প্রথম দিনেই ৯০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। তারা সবাই নারী বা শিশু। মুক্তিপ্রাপ্ত বন্দিদের মধ্যে রয়েছে খালিদা জারার নামের একজন রাজনীতিবিদ। তিনি অধিকৃত পশ্চিম তীরে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন (পিএফএলপি) এর নেতা।
ফিলিস্তিনি বন্দি ও সাবেক বন্দি বিষয়ক কমিশন এবং প্যালেস্টানিয়ান প্রিজনার্স সোসাইটি অনুসারে, বর্তমানে দখলকৃত পশ্চিম তীরের ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনি ইসরায়েলি কারাগারে বন্দি রয়েছেন।তবে গাজায় ইসরায়েলি আগ্রাসনের সময় অবরুদ্ধ এই উপত্যকা থেকে ঠিক কত ফিলিস্তিনিকে আটক করা হয়েছে সেই সংখ্যা অজানা।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল গাজায় ১৫ মাস ধরে চলমান বোমা বর্ষণ চালিয়ে যায়। এতে প্রায় ৪৬,৯১৩ জন ফিলিস্তিনি নিহত এবং ১,১০,৭৫০ জন আহত হয়েছেন। পাল্টা হামলায় ইসরায়েলে ১,১৩৯ জন নিহত হন এবং ২০০ জনের বেশি ইসরায়েলি বন্দি হন। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে হামাস তিনজন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেয়।
গাজার বাসিন্দারা ধ্বংসস্তূপে ফিরে আসছেন এবং খাবার ও চিকিৎসা সহায়তার আশায় অপেক্ষা করছেন। যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে প্রতিদিন ৬০০টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশের প্রতিশ্রুতি দেওয়া হয়। ইতোমধ্যে প্রথম ট্রাকগুলো গাজায় পৌঁছে গেছে।
ফিলিস্তিনিদের পরিবারগুলো বন্দি মুক্তির এই ঘটনাকে স্বস্তির মুহূর্ত হিসেবে দেখছেন। তবে দীর্ঘমেয়াদি সমাধানের জন্য শান্তি চুক্তির গুরুত্ব আরও বেড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ত্রাণ সংস্থাগুলো সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
গাজার পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা জরুরি। শান্তি, মানবিকতা এবং সমাধানের জন্য এই যুদ্ধবিরতি নতুন আশার বার্তা বহন করছে। তথ্যসূত্র : বিবিসি, আল-জাজিরা
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ব্যবহারকারীদের আশ্বাস ট্রাম্পের, যুক্তরাষ্ট্রে ফের চালু টিকটক
পদ্মায় ধরা পড়লো ৪২ কেজির মহা বিপন্ন বাঘাইড় মাছ
আরও বিনা প্রতিদ্বন্দ্বিতায় রিয়ালের প্রেসিডেন্ট পেরেজ
সিলেটে প্রখ্যাত আলেম ইসহাক আল মাদানির ইন্তেকাল!
গাজার ধ্বংসস্তূপে নতুন স্বপ্ন বুনছেন যুদ্ধবিধ্বস্ত মানুষ
গাজা চুক্তিকে যেকারণে ‘হামাসের জয়’ বলছে ইসরায়েলি গণমাধ্যম
সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিনঃ মিশা
গাজায় ব্যাংক সেবা পুনরায় চালুর প্রস্তুতি শুরু ফিলিস্তিনি কর্তৃপক্ষের
বদলে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের পোশাক
লক্ষ্মীপুরে ড্রামট্রাকের চাপায় প্রাণ গেল দুই অটোরিকশা যাত্রীর
মানিকগঞ্জে পদ্মায় বড়শিতে ধরা পরল ৯ কেজি ওজনের বোয়াল
রাজশাহী নার্সিং কলেজের ১৪ শিক্ষার্থী ফেল করে অধ্যক্ষের কক্ষে তালা দিলেন
মেলানিয়া ট্রাম্প বাজারে আনলেন নিজস্ব ক্রিপ্টোকারেন্সি
সাবেক এমপি মোস্তফা জালাল গ্রেপ্তার
শরীয়তপুর পৌরসভার বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
সাইফ ইস্যুতে মেজাজ হারালেন অভিনেতা জাকি শ্রফ
হাজীগঞ্জে কুমড়ার বাম্পার ফলন দাম না পেয়ে কৃষকরা হতাশ
ইবিতে 'কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও শৃঙ্খলা বিধানে করণীয়' শীর্ষক কর্মশালা
সারা দেশে কমবে রাতের তাপমাত্রা,জানালো আবহাওয়া অধিদপ্তর
চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস