ভারতের ব্যাঙ্গালুরুতে বাংলাদেশি তরুণীকে ধর্ষণের পর হত্যা
২৫ জানুয়ারি ২০২৫, ০৮:২৯ এএম | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫, ১১:২৬ এএম
ভারতের ব্যাঙ্গালুরুতে ২৮ বছর বয়সী এক বাংলাদেশি তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ।
সংবাদমাধ্যম ডেকান হেরাল্ড জানিয়েছে, ওই তরুণী ভারতে অবৈধভাবে বাস করছিলেন এবং তার কাছে বাংলাদেশের পাসপোর্ট বা অন্য কিছু পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, হত্যার শিকার তরুণীর নাম নাজমা। তিনি বিবাহিত ছিলেন এবং তিনি তার স্বামীর সঙ্গেই সেখানে থাকতেন। শুক্রবার সকালে রামমূর্তি নগরের কলকেরে লেকে তার মরদেহ পাওয়া যায়।এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সংবাদমাধ্যম ডেকান হেরাল্ডকে বলেছেন, “তার স্বামীর দেওয়া তথ্যে নিশ্চিত হওয়া গেছে, নাজমার কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না। নাজমার ভাইও তথ্যটি নিশ্চিত করেছেন। তিনিও এই শহরে থাকেন।”
তবে নাজমার কোনো কাগজপত্র না থাকলেও তার স্বামী সুমন বৈধভাবে গত ছয় বছর ধরে ভারতে বসবাস করে আসছেন। তার কাছে বাংলাদেশি পাসপোর্টও আছে। তিনি সেখানে সিটি কর্পোরেশনের ময়লা পরিশোধনের কাজ করেন।এই দম্পতির ঘরে তিন সন্তান আছে। যারা বাংলাদেশে নিজ আত্মীয়-স্বজনদের সঙ্গে থাকে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, নাজমা কালকেরের একটি অ্যাপার্টমেন্টে সাহায্যকারী হিসেবে কাজ করতেন। তারা থাকতেন রামকৃষ্ণ নামক একটি এলাকায়। সেখান থেকে তার কর্মক্ষেত্রটি কাছেই ছিল। গত বৃহস্পতিবার ওই অ্যাপার্টমেন্টে কাজ শেষে বের হওয়ার পরই তিনি নিখোঁজ হন।
এরপর গতকাল শুক্রবার সকালে পথচারীদের কাছ থেকে জরুরি বার্তা পায় পুলিশ। যারা নাজমার মরদেহ লেকের একটি নির্জন জায়গায় পড়তে থাকতে দেখেন। পুলিশ গিয়ে দেখে, নাজমার মাথা ও মুখে আঘাত করা হয়েছে। এছাড়া তাকে শ্বাসরোধ করার চিহ্নও স্পষ্ট ছিল। এতে বোঝা যাচ্ছিল তার ওপর হামলা চালানো হয়েছিল।
নাজমার হত্যার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, তার মাথায় পাথর দিয়ে আঘাত করা হয়েছিল। এছাড়া তার ওপর কতটা যৌন পাশবিকতা চালানো হয়েছে, সেটি ফরেনসিক রিপোর্টের মাধ্যমে জানা যাবে বলে জানিয়েছে তারা। এ মুহূর্তে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। তথ্যসূত্র : ডেকান হেরাল্ড
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
টপলিকেও হারাল সিলেট
গণঅভ্যুত্থানে হেলিকপ্টার থেকে গুলির প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর
মার্কিন চিকিৎসক-নার্সদের গাজা থেকে বের হতে দিচ্ছে না ইসরায়েল
এবার ভালো উইকেটে হচ্ছে বিপিএল: নবি
আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় কাস্টমসের ভূমিকা গুরুত্বপূর্ণ : কুমিল্লার সেমিনারে বক্তারা
র্যাবের সাবেক ডিজি হারুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
ইউনাইটেড বিমানে অপ্রত্যাশিত ঝাঁকুনি, ৩৮ জন আহত
কাঁচপুরে ৪,৮৫০ কেজি জাটকা জব্দ, মাদ্রাসা-এতিমখানায় বিতরণ
জামিন পেলেন সেই ম্যাজিস্ট্রেট ঊর্মি, শুনানি ৪ ফেব্রুয়ারি
কুলাউড়ায় স্বাস্থ্যসেবায় ইতালি প্রবাসী রাজু'র ব্যতিক্রমী উদ্যোগ!
পূবালী ব্যাংক পিএলসি'র টাঙ্গাইলের প্রধান শাখা স্থানান্তর
এই মুহূর্তে অর্থনৈতিক সংস্কার বেশি প্রয়োজন: অর্থ উপদেষ্টা
হাতে আংটি কিসের ইঙ্গিত! তবে কি চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসবেন সুইফট?
ভোটার তালিকা নিয়ে অভিযোগ কাটিয়ে ওঠার জন্য বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ: ইসি সানাউল্লাহ
বাংলাদেশেও সব মার্কিন সহায়তা বন্ধ: ইউএসএআইডি
মতলবে ইয়াবা ও গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
এবার এমপি পদ থেকেও টিউলিপের পদত্যাগ দাবি, পিটিশন দাখিল
বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত
কে এম সফিউল্লাহর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরায়েলি গুলিবর্ষণ, গুরুতর আহত পাঁচজন