গাজার ভয়াবহ চিত্র, জীবন বাজি রেখে ক্যামেরাবন্দী করছেন ফটোসাংবাদিকরা
০৫ এপ্রিল ২০২৫, ০৩:৪১ পিএম | আপডেট: ০৫ এপ্রিল ২০২৫, ০৩:৪৪ পিএম

বিশ্বজুড়ে মানবতার বিরুদ্ধে চলমান অপরাধগুলো শুধু কথায় নয়, ছবিতে রয়ে যায় ইতিহাস হয়ে। সাহসী কিছু ফটোসাংবাদিক সেই ইতিহাসকে জীবনের ঝুঁকি নিয়ে ক্যামেরার ফ্রেমে বন্দি করছেন প্রতিনিয়ত। এমন কাজের স্বীকৃতি জানাতে প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ 'ইস্তানবুল ফটো অ্যাওয়ার্ডস ২০২৫'। আনাদোলু এজেন্সির প্রেসিডেন্ট ও সিইও সেরদার কারাগোজ এই আয়োজনের মাধ্যমে সাহসী সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করেছেন।
শনিবার (০৫ এপ্রিল) বিজয়ীদের নাম ঘোষণা করতে গিয়ে কারাগোজ বলেন, “গাজায় চলমান মানবতা লঙ্ঘনের ঘটনাগুলো বিশ্বের সামনে তুলে ধরতে যে সাহসিকতা ও দায়বদ্ধতা দেখাচ্ছেন চিত্রসাংবাদিকরা, তা অকল্পনীয়।” এবারের ‘ফটো অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন ফিলিস্তিনের সাঈদ জারাস। তাঁর ছবির শিরোনাম ছিল “Gaza–Deir al-Balah”, যেখানে দেখা গেছে ইসরায়েলি বিমান হামলায় সন্তান হারানো এক দম্পতির অন্তহীন বেদনা। কারাগোজ জানান, এই ছবির প্রতিটি রেখায় গাঁথা আছে গাজার মানুষের কান্না, যা বিশ্বকে নাড়িয়ে দেয়।
প্রতিযোগিতায় ২০,০০০-এর বেশি ছবি জমা পড়ে, যেখানে অংশ নিয়েছেন বিশ্বের নানা দেশের নামী ও উদীয়মান ফটোগ্রাফাররা। হান্না ম্যাককে, ম্যাডস নিসেনের মতো তারকা ফটোসাংবাদিকদের পাশাপাশি চীন, ইতালি প্রভৃতি দেশের নতুন ফটোসাংবাদিকরা জায়গা করে নিয়েছেন। এবার বিশেষভাবে গুরুত্ব পেয়েছে গাজা যুদ্ধ এবং সিরিয়ার পাল্টে যাওয়া রাজনৈতিক প্রেক্ষাপট। কারাগোজ জানান, ২০১৬ সাল থেকে শান্ত থাকলেও সিরিয়ায় আবারও অস্থিরতা দেখা দিয়েছে বাশার আল-আসাদ সরকারের পতনের পর।
‘স্টোরি নিউজ’ বিভাগে দ্বিতীয় পুরস্কার জিতেছেন স্যামুয়েল নাকার তাঁর “The Shadows Already Have Names” ছবির জন্য, যেখানে সিরিয়ার সায়েদনায়া কারাগারের বেঁচে যাওয়া বন্দিদের কাহিনি ফুটে উঠেছে। এএফপির সামির আল-দুমি দ্বিতীয় হয়েছেন ‘সিঙ্গেল ডেইলি লাইফ’ বিভাগে “Beneath the Scars of War” ছবির জন্য। এই বিভাগটি এবার নামকরণ করা হয়েছে প্রয়াত ভিজ্যুয়াল স্টোরিটেলার ও সাবেক বিচারক মারিয়ন মারতেঁসের নামে। এই বিভাগে প্রথম হয়েছেন ফিলিস্তিনের মাহমুদ জাকি সালেম ঈসা, যিনি গাজার খাদ্য সংকটকে গভীরভাবে তুলে ধরেছেন তাঁর ক্যামেরায়।
সেরদার কারাগোজ বলেন, “ইস্তানবুল ফটো অ্যাওয়ার্ড এখন কেবল একটি প্রতিযোগিতা নয়, বরং এটি ফটোগ্রাফি বিশ্বের এক মিলনমঞ্চ হয়ে উঠেছে।” তিনি জানান, বিজয়ীদের ছবিগুলো বিশ্বের নানা দেশে প্রদর্শিত হবে এবং আয়োজন করা হবে নতুন কিছু সৃজনশীল ইভেন্ট। কারাগোজ বিজয়ী সাংবাদিকদের অভিনন্দন জানিয়ে বলেন, “আনাদোলু এজেন্সি প্রতিবছর এই প্রতিযোগিতাকে আরও বিস্তৃত করবে, যাতে সাহসী এবং মানবিক গল্পগুলো বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।” তথ্যসূত্র : আনাদোলু এজেন্সি
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

ভারতে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, যেভাবে নাটকীয়ভাবে বেঁচে গেল একটি পরিবার

অবশেষে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন উখিয়ার ১৩ এসএসসি পরীক্ষার্থী

পবিপ্রবি শিক্ষার্থী পানিতে পড়ে আহত হওয়ার পরে চিকিৎসা অবহেলার মৃত্যুর অভিযোগ

শেরপুর জেলা উপজেলায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

নববর্ষ উদযাপনে মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আনন্দ শোভাযাত্রা

মাজারের বার্ষিক ওরসের মেলায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করল স্বামী

কুমিল্লার রাজগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে পৌনে দুই কোটি টাকার মালামাল ভস্মীভূত

সরকার নয়, আমরা একটি দেশ হিসেবে কাজ করছি: জ্বালানি উপদেষ্টা

মতলবে উপজেলা বিএনপির বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা

ফিলিস্তিনবাসীদের শান্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল

বর্ণাঢ্য ‘ড্রোন শো’ দেখে মুগ্ধ লাখো মানুষ

নতুন বছরে সংস্কার ও নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর হোক : মঞ্জু

বুধবার ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী

পুরোনো পদে ফিরলেন গাঙ্গুলি

আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল

রূপায়ণ সিটিতে শতকন্ঠে বর্ষবরণ

বর্ষবরণকে স্বাগত জানিয়ে গাজীপুরে জেলা বিএনপির শোভাযাত্রা

আমরা নতুন বাংলাদেশে প্রবেশ করেছি: ফারুকী

ভারতীয়দের হজ কোটা ৮০ শতাংশ কমাল সৌদি

চীনা দূতাবাসের সৌজন্যে ঢাকার আকাশে ব্যতিক্রমী ড্রোন শো