গাজায় পুনরায় যুদ্ধবিরতি কার্যকরে বিশ্বের প্রতি আহ্বান আল-সিসির
০৭ এপ্রিল ২০২৫, ০৭:৩১ পিএম | আপডেট: ০৭ এপ্রিল ২০২৫, ০৭:৩২ পিএম

গাজায় পুনরায় যুদ্ধবিরতি কার্যকর এবং অবিলম্বে সেখানে খাদ্য সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করতে বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। রোববার রাজধানী কায়রোতে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হাতে বন্দি ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিও জানিয়েছেন তিনি। আল-সিসি বলেছেন, ‘‘আমরা এই বিষয়েও ঐকমত্য হয়েছি যে, ফিলিস্তিনিদের নিজ জন্মভূমি থেকে জোর করে স্থানান্তরিত করার জন্য যে কোনও আহ্বান অগ্রহণযোগ্য।’’
মিসরে গাজা পুনর্নির্মাণবিষয়ক একটি সম্মেলন আয়োজন করা নিয়েও উভয় নেতা আলোচনা করেছেন বলে জানিয়েছেন সিসি। মিসরের এই প্রেসিডেন্ট বলেছেন, আমি দ্ব্যর্থহীনভাবে জোর দিয়ে বলেছি, যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিনি অমীমাংসিত স্বার্থের সমাধান হবে না এবং ফিলিস্তিনি জনগণ হিংস্র যুদ্ধের পরিণতির মুখোমুখি হতে থাকবে, ততক্ষণ পর্যন্ত দীর্ঘস্থায়ী ও টেকসই শান্তি প্রতিষ্ঠা সুদূরপ্রসারী থাকবে; যা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে স্থিতিশীল এবং সুরক্ষিত ভবিষ্যতের অধিকার থেকে বঞ্চিত করবে।
এদিকে, যুদ্ধবিধ্বস্ত গাজা হামাস অথবা ইসরায়েল কেউই শাসন করবে না বলে মন্তব্য করেছেন এমানুয়েল ম্যাক্রোঁ। যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, গাজায় অব্যাহত ইসরায়েলি হামলা ও যুদ্ধবিরতি লঙ্ঘনের নিন্দা জানায় ফ্রান্স। ইসরায়েলি বন্দিদের নিঃশর্ত মুক্তি ও অবিলম্বে যুদ্ধবিরতি আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছেন।
ফরাসি এই প্রেসিডেন্ট বলেন, ‘‘আমরা গাজা-সহ নিজ জমি থেকে যে কোনও মানুষের জোরপূর্বক স্থানান্তরের পাশাপাশি গাজা উপত্যকা কিংবা পশ্চিম তীরে দখলের বিরুদ্ধে দাঁড়াই।’’ তিনি বলেন, এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ লঙ্ঘন এবং ইসরায়েল-সহ ওই অঞ্চলের পুরো নিরাপত্তার জন্য প্রত্যক্ষ হুমকি তৈরি করে।
ম্যাক্রোঁ বলেন, গাজা পুনরায় গড়ে তোলার জন্য গত ৪ মার্চ আরব দেশগুলোর প্রস্তাবিত পরিকল্পনার প্রতি সমর্থন জানায় ফ্রান্স। তিনি বলেন, এটি গাজার প্রতি বাস্তবসম্মত সমর্থন এবং গাজা উপত্যকায় নতুন প্রশাসনের পথ সুগম করবে। গাজার যে কোনও ধরনের শাসন কাঠামোর অংশ হবে না হামাস। এমনকি ইসরায়েলও হতে পারবে না।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

আর্সেনালের বিপক্ষে দেম্বেলেকে পাচ্ছে পিএসজি
কবে ফিরবেন তাসকিন

ভারতে প্রবেশের সময় মহেশপুর সীমান্তে ১৯ বাংলাদেশি আটক

ইরানি নারী উদ্ভাবক পেল ডব্লিউআইপিও পুরস্কার

রোনালদোর ছেলে পর্তুগাল অ-১৫ দলে

লামায় বালু নিলাম কার্যক্রম বন্ধ রাখার জন্য জেলা প্রশাসক বরাবর দরখাস্ত

প্রাথমিক তদন্তে বিপিসি'র গ্যাস চুরির যে ভয়াবহ তথ্য পেল দুদক

‘বালাকোটের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে দেশ, জাতি ও ইসলামের কল্যাণে যেকোন ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে’

বান্দরবানে উত্তেজনা না ছড়াতে ডিসির সংবাদ সম্মেলন

পরিবারের আপত্তির মুখে মরদেহ উত্তোলন না করেই ফিরে গেল প্রশাসন

মতলবে স্কুলছাত্রীকে ধর্ষনের অভিযোগে ৩ জন আটক

মাদারীপুরে শতবর্ষী বট গাছ ‘শিরক’ আখ্যা দিয়ে কাটলেন,ভিডিও ভাইরাল

কুমিল্লায় আওয়ামী লীগ আমলের ১৩৪টি রাজনৈতিক মামলা প্রত্যাহার

কুরবানীর জন্য সিলেটে প্রস্তুত ৩ লাখ ৮ হাজার ৮১৫টি পশু : কমেছে চাহিদা, উৎপাদন

সিঙ্গার নিয়ে এলো অভিনব ‘সলিউশন কার্ড’

মাটিরাঙ্গায় টিসিবি'র পণ্য বিতরণে নেই তদারকি, হয়রানির শিকার নারী ও শিশুরা

চাদরে মোড়ানো নিরাপত্তায় ফিরোজায় পৌঁছালেন খালেদা জিয়া

বিনামূল্যে আইটি প্রশিক্ষণ দিচ্ছে আইএসডিবি-বিআইএসইডব্লিউ, থাকছে কর্মসংস্থানের সুযোগ

রাবিতে হল সংস্কারে ছাত্রশিবিরের ১৯ দফা রূপকল্প: “আমীর আলী হলকে চাই আধুনিক, নিরাপদ ও শিক্ষাবান্ধব”

৭৫৩ একরের রাবি ক্যাম্পাসে নেই একটি ফার্মেসিও! অসুস্থ হলেই ছুটতে হয় গেটের বাইরে