ওয়াকফ আইনের বিরুদ্ধে মণিপুরে ব্যাপক বিক্ষোভ
১০ এপ্রিল ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১০ এপ্রিল ২০২৫, ১২:০২ এএম

ভারতে বিতর্কিত মুসলিম ওয়াক্ফ সংশোধনী আইন কার্যকরের প্রতিবাদে দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যাহত রয়েছে। ব্যাপক এই বিক্ষোভের আঁচ লেগেছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরেও। রাজ্যটির ইম্ফল উপত্যকার কিছু অংশে ওয়াকফ আইনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে। আর এই বিক্ষোভে অংশ নিয়েছেন হাজার হাজার নারী-পুরুষ ও শিশু। মঙ্গলবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সংবাদমাধ্যমটি বলছে, সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে মণিপুরে বিক্ষোভ অব্যাহত রয়েছে এবং মঙ্গলবার ইম্ফল পূর্বের হাজার হাজার নারী-পুরুষ ও শিশু বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছিল। খুমিদক বাজার-হাইক্রুমাখং এলাকায় আয়োজিত এই বিক্ষোভে মুসলিম অধ্যুষিত তিনটি প্রধান এলাকার – কাইরাং, খাবেইসোই এবং খুরাই খুমিদক – মানুষ অংশ নিয়েছেন। বিক্ষোভকারীরা এদিন মানববন্ধন করেন এবং বিতর্কিত এই বিলের বিরুদ্ধে সেøাগান দেন এবং বিক্ষোভ সমাবেশ করেন। এর আগে দিন দুয়েক আগে বিতর্কিত মুসলিম ওয়াকফ সংশোধনী বিল পাসের প্রতিবাদে মণিপুরে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক নেতার বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। বিজেপির ওই নেতার নাম আসকার আলী এবং তিনি সংগঠনটির সংখ্যালঘু মোর্চার মণিপুর সভাপতি। মঙ্গলবারের বিক্ষোভে অংশ নেওয়া তৈয়বুর রহমান নামে এক বিক্ষোভকারী বলেন, বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি আসকার আলীর ওপর ব্যক্তিগত আক্রমণ নিন্দনীয়। তবে তিনি বলেন, বিলটি পাস হওয়ায় মুসলিম স¤প্রদায়ের সদস্যরাক্ষুব্ধ এবং বিলটি বাতিল না হওয়া পর্যন্ত গণতান্ত্রিকভাবে প্রতিবাদ অব্যাহত থাকবে। এনডিটিভি বলছে, বিতর্কিত মুসলিম ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে মণিপুরের ইম্ফল পূর্ব ছাড়াও, থৌবাল এবং বিষ্ণুপুরসহ বিভিন্ন মুসলিম অধ্যুষিত অঞ্চল থেকে বিলের বিরুদ্ধে ক্রমাগত বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে। গত সপ্তাহে থৌবাল জেলার লিলং-এ বিজেপি সংখ্যালঘু সেলের প্রধান মোহাম্মদ আসকার আলীর বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। পরে কর্তৃপক্ষ লিলং-এর কিছু অংশে কারফিউ জারি করতে বাধ্য হয়। জনরোষের মুখে আসকার আলী পরে মুসলিম স¤প্রদায়ের অনুভ‚তিতে আঘাত করার জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, সংসদে পাস হওয়ার আগেই বিতর্কিত এই বিলটি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে। প্রায় ১৫টি আবেদন দাখিল করা হয়েছে এবং শীর্ষ আদালতে সেগুলোর শুনানি আগামী সপ্তাহে হবে। এদিকে সংসদে পাস হওয়ার পর ভারতীয় প্রেসিডেন্টের স্বাক্ষরের মধ্য দিয়ে এই সপ্তাহান্তে বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিলটি কার্যকর হয়। এর আগে গত বুধবার এবং বৃহস্পতিবার ম্যারাথন বিতর্কের পর লোকসভা এবং রাজ্যসভায় এটি পাস হয়। এনডিটিভি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

চাদরে মোড়ানো নিরাপত্তায় ফিরোজায় পৌঁছালেন খালেদা জিয়া

অভিন্ন নিয়োগ বিধিমালা চায় না কর্মচারী অ্যাসোসিয়েশন

নারায়ণগঞ্জে হকার হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

জামায়াত নেতা আজহারের আপিলের পরবর্তী শুনানি কাল

পুলিৎজার পুরস্কার পেল রয়টার্স, নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট

ডিবির হারুনের ঘনিষ্ঠ জাহাঙ্গীর ও রাজশাহীর দুই সাবেক চেয়ারম্যানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

বেগম খালেদা জিয়া সুস্থ অবস্থায় দেশে ফেরায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায়

নোয়াখালী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটি ঘোষণা

সাম্রাজ্যবাদী গোষ্ঠী আলেমদের বিরুদ্ধে উগ্র নারীবাদীকে লেলিয়ে দিয়েছে

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় মামলা হুকুমের আসামি সাবেক মন্ত্রী ও মেয়র

শ্যামল দত্তের জামিন প্রশ্নে রুল

সোনারগাঁওয়ে প্রাইভেটকার দিয়ে ৭ লাখ ৪০ হাজার টাকা ছিনতাই

রূপগঞ্জে উচ্ছেদ অভিযানে সরকারি জমি দখলমুক্ত

বীর মুক্তিযোদ্ধা আর কে চৌধুরীর ৮৪তম জন্মদিন আজ

ইউক্রেনে যুদ্ধ বন্ধে এরদোগানের সাথে কাজ করতে চান ট্রাম্প

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চললো মোটরসাইকেল

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

লামায় বালু নিলাম কার্যক্রম বন্ধ রাখার জন্য জেলা প্রশাসক বরাবর দরখাস্ত

রোনালদোর ছেলে পর্তুগাল অ-১৫ দলে

ইরানি নারী উদ্ভাবক পেল ডব্লিউআইপিও পুরস্কার