ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৪০ ফিলিস্তিনি
১১ এপ্রিল ২০২৫, ০৮:৪৬ এএম | আপডেট: ১১ এপ্রিল ২০২৫, ০৮:৪৮ এএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি হামলায় আরও ৪০ ফিলিস্তিনি নিহত, আহত শতাধিক।ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকা লাশ আর আহত মানুষের আর্তনাদ এবং বিপর্যস্ত হাসপাতালগুলো গাজার ভয়াবহ বাস্তবতার চিত্র তুলে ধরছে। যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ভেঙে ফের শুরু হওয়া এই সহিংসতায় নিহতের সংখ্যা প্রায় ৫০ হাজার ৯০০ জনে পৌঁছে গেছে।
গত ১৮ মার্চ থেকে ইসরায়েলি বাহিনী গাজায় আবারও হামলা শুরু করে। ইসরায়েল দাবি করছে, হামাসের সঙ্গে সেনা প্রত্যাহার নিয়ে মতানৈক্য এবং নিরাপত্তার ঝুঁকির কারণেই তারা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। অথচ বাস্তবে ভুগছে সাধারণ ফিলিস্তিনিরাই। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বার্তাসংস্থা আনাদোলু জানায়, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ৪০ জন। এ পর্যন্ত এই সহিংসতায় নিহতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ৮৮৬ জনে। একই সময় আহত হয়েছেন আরও ১৪৬ জন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপে আটকে রয়েছেন, যাদের উদ্ধার করা সম্ভব হয়নি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, চলমান সংঘাতে এখন পর্যন্ত আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৫ হাজার ৮৭৫ জনে। গত ১৮ মার্চ থেকে চালানো নতুন ধাপের হামলায় নিহত হয়েছেন ১ হাজার ৫২২ জন এবং আহত হয়েছেন ৩ হাজার ৮০০ জনেরও বেশি। যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ভঙ্গ করে শুরু হওয়া এই বিমান হামলায় পুরো গাজা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। হাসপাতালগুলোতে ওষুধ, পানি, বিদ্যুৎ—সব কিছুরই তীব্র ঘাটতি। উদ্ধারকারীরা বহু জায়গায় পৌঁছাতেই পারছেন না নিরাপত্তার অভাবে।
জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলের টানা হামলার কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। অবকাঠামোর দিক থেকেও ক্ষতি ভয়াবহ—৬০ শতাংশ ভবন ও রাস্তাঘাট সম্পূর্ণ বা আংশিক ধ্বংস হয়ে গেছে। এর আগে ২০২৩ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একইসঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা চলছে।
গাজার মানুষের এই দুর্বিষহ পরিস্থিতিতে বিশ্ববাসীর নিরবতা আর চলতে পারে না। এখনই সময় মানবতা রক্ষার, নিরপরাধ মানুষের জীবন বাঁচানোর। শান্তিপূর্ণ ও ন্যায্য সমাধানের মাধ্যমে এই সহিংসতা থামাতে হবে—নইলে ইতিহাসে আরেকটি বড় ব্যর্থতার সাক্ষী হয়ে থাকবে গোটা বিশ্ব। গাজা শুধু এক ভূখণ্ড নয়, এটি এখন মানবাধিকারের কণ্ঠস্বর এবং পৃথিবীর বিবেকের পরীক্ষা। তথ্যসূত্র : আনাদোলু এজেন্সি
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

এবার নতুন ভূমিকায় ফুটবলার বাবলু

ব্রাজিলের নতুন কোচ আগামী সপ্তাহেই

কুলাউড়া বাবনিয়া- হাসিমপুর মাদরাসার অধ্যক্ষের উপর হামলা,আটক-১

রাবেয়া-ফাহিমার উন্নতি, অবনতি নিগার-শারমিন-ফারজানাদের

ফরিদপুরে ছিনিয়ে নিয়ে শিশু কন্যাকে বিক্রি করলেন বাবা, খুঁজে পাচ্ছে না পুলিশ

অসুস্থ মাকে দেখতে হাসপাতালে ডা. জুবাইদা

সুযোগ হাতছাড়া ইমার্জিং নারী ক্রিকেট দলের

না জেনে অলাভজনক জমি মসজিদে দান করা প্রসঙ্গে?

শান্তির বার্তা দিয়ে হিন্দুত্ববাদীদের তোপের মুখে কাশ্মীর হামলায় নিহতের স্ত্রী

আর্সেনালের বিপক্ষে দেম্বেলেকে পাচ্ছে পিএসজি

'যুগান্তকারী' বাণিজ্য চুক্তি করছে ব্রিটেন ও ভারত

আত্মপ্রকাশ করেছে ‘জুলাই ঐক্য’ নামের নতুন জোট
কবে ফিরবেন তাসকিন

ভারতে প্রবেশের সময় মহেশপুর সীমান্তে ১৯ বাংলাদেশি আটক

ইরানি নারী উদ্ভাবক পেল ডব্লিউআইপিও পুরস্কার

রোনালদোর ছেলে পর্তুগাল অ-১৫ দলে

লামায় বালু নিলাম কার্যক্রম বন্ধ রাখার জন্য জেলা প্রশাসক বরাবর দরখাস্ত

প্রাথমিক তদন্তে বিপিসি'র গ্যাস চুরির যে ভয়াবহ তথ্য পেল দুদক

‘বালাকোটের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে দেশ, জাতি ও ইসলামের কল্যাণে যেকোন ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে’

বান্দরবানে উত্তেজনা না ছড়াতে ডিসির সংবাদ সম্মেলন