ট্রাম্পকে যারা দিয়েছিলেন অনুদান, তাদেরই এখন বিলিয়ন বিলিয়ন ডলার বের করে নিচ্ছেন তিনি!
১১ এপ্রিল ২০২৫, ১২:০৬ পিএম | আপডেট: ১১ এপ্রিল ২০২৫, ১২:০৬ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে কাছের ধনকুবের তারা। তার নির্বাচনি প্রচারণার তহবিলে বড় অংকের অনুদান দেওয়া শুরু করে সরাসরি প্রচারনায়ও অংশ নিয়েছেন কেউ কেউ। ট্রাম্প দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে বসেছেন সামনের সারিতে। কিন্তু প্রেসিডেন্সির প্রথম তিন মাসে ট্রাম্প যেসব নীতি গ্রহণ করেছেন, তাতে সেই দাতারাও ব্যবসায়িকভাবে হারাচ্ছেন রেকর্ড পরিমাণ বিলিয়ন বিলিয়ন ডলার। যাদের মধ্যে রয়েছে মেটা সিইও মার্ক জাকারবার্গ, অ্যাপল সিইও টিম কুক, গুগল সিইও সুন্দর পিচাই, টেসলা সিইও ইলন মাস্ক ও অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোসের প্রতিষ্ঠানও।
আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন এর দেওয়া তথ্যমতে, প্রতিষ্ঠানগুলো এ বছরের শুরু থেকে প্রায় ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলারের বাজার মূলধন হারিয়েছে। বিশ্বের এসব শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলো আমিরিকান প্রেসিডেন্টের কাছে অন্তত এমন কিছু ব্যবসায়িক নীতি আশা করেছিলেন যাতে তারা লাভবান হতে পারেন। কিন্তু এতে যেনো হিতে বিপরীত হয়েছে বিশ্বের নামকরা সব কোম্পানীর মালিকদের জন্য। ট্রাম্পের আরোপিত পারস্পারিক শুল্ক নীতিই যেনো কাল হয়ে দাঁড়িয়েছে ট্রাম্পকে নির্বাচনের সময় এবং বিভিন্ন সময় অনুদান দেওয়া বিশ্বের সবচেয়ে বড় এসব ধনকুবেরদের জন্য।
বর্তমান সময়ে ট্রাম্পের সবচেয়ে কাছের বিশ্বের সেরা ধনকুবের ইলন মাস্ক যিনি ট্রাম্পের অন্যতম শীর্ষ সহযোগী, তিনিও পড়েছেন ট্রাম্পের এই শুল্ক নীতির ফাঁদে। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সের তথ্য অনুযায়ী, ট্রাম্পের নির্বাচানের সময় এবার অন্তত ২৯০ কোটি ডলারের অনুদান দিয়েছিলেন টেসলা সিইও ইলন মাস্ক। অবাক করা বিষয় হলো এরপর ট্রাম্প নিজে তাকে সরকারি দক্ষতা বিভাগের দায়িত্ব দেন। এ দায়িত্ব নিয়েও তার সম্পদ ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত কমেছে ১৪৩ বিলিয়ন ডলার। মূলত টেসলার শেয়ারের দরপতন, সরকারে মাস্কের বিতর্কিত কাজ ও ক্রমবর্ধমান প্রতিযোগিতার কারণে এ দশা তৈরি হয়েছে এখন এর ওপর আবার হাজির হয়েছে ট্রাম্পের আরোপিত সম্পূরক শুল্ক ব্যবস্থা। চলতি বছরের শুরু থেকে টেসলার শেয়ারের দাম কমেছে ২৮ শতাংশ, বাজার মূলধন কমেছে ৩৭৬ দশমিক ৬ বিলিয়ন ডলার। তার মানে নির্বাচন পরবর্তী লাভের অনেকাংশ খোয়া গেছে তার। এ বিষয়ে মাস্ক বলেছেন, নতুন শুল্ক নীতি তার কোম্পানিগুলোর মধ্যে টেসলার ওপর ‘উল্লেখযোগ্য’ প্রভাব ফেলতে পারে।
সিএনএন আরও জানিয়েছে, ইলন মাস্কই একমাত্র ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী নন। এ তালিকায় রয়েছে আরও বেশ কিছু বড় নাম। ট্রাম্পের অভিষেক তহবিলে শুরুতে যেসব কোম্পানি এক মিলিয়ন ডলারের বেশি অনুদান দিয়েছিলো তার একটি মেটা। ট্রাম্পের দায়িত্ব গ্রহণের আগে ও পরে তার সঙ্গে নীতিগত অগ্রাধিকার নিয়ে আলোচনা করেন জাকারবার্গ। ট্রাম্পের আপত্তির কারণে তার কোম্পানির শীর্ষ নীতিনির্ধারণী পদে পরিবর্তনও আনেন তিনি। ২০২৫ সালের শুরু থেকে জাকারবার্গের মোট সম্পদের পরিমাণ কমেছে ২৬ দশমিক ৫ বিলিয়ন ডলার। মেটার শেয়ারের দাম কমেছে প্রায় ২ দশমিক ২৫ শতাংশ, কোম্পানির ভ্যালুয়েশন কমেছে ৩৫ দশমিক ৮ বিলিয়ন ডলার।
এদিকে অ্যামাজন কর্ণধার বেজোসও এর ভুক্তভোগী। ট্রাম্পের অভিষেক তহবিলে ১ মিলিয়ন ডলার অনুদান দিয়েছিলেন বেজোসও। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত বেজোসের মোট সম্পদের পরিমাণ কমেছে ৪ হাজার ৭২০ কোটি ডলার। অ্যামাজনের শেয়ার ১৩ শতাংশ দর হারিয়েছে, কোম্পানির ভ্যালুয়েশন কমেছে ৩১৬ দশমিক ৮ বিলিয়ন ডলার। আরেক বিখ্যাত প্রযুক্তি কোম্পানি গুগলও ট্রাম্পের অভিষেক তহবিলে অনুদান দেয় ১ মিলিয়ন মার্কিন ডলার। সেই অনুষ্ঠান তারা ইউটিউবে সরাসরি সম্প্রচার করে। ট্রাম্পের নির্বাচনের পরের সপ্তাহগুলোতে মার-এ-লাগো সফরকারী সিইও বহরে ছিলেন পিচাই। ট্রাম্পের ঘনিষ্ট হলেও গুগলের শেয়ারের দাম এখন পর্যন্ত কমেছে ১৬ দশমিক ২ শতাংশ; বছরের শুরু থেকে কোম্পানির ভ্যালুয়েশন কমেছে ৩৮৬ দশমিক ৭ বিলিয়ন ডলার।
অন্যদিকে অ্যাক্সিওস জানিয়েছে, গত জানুয়ারিতে ট্রাম্পের অভিষেক কমিটিতে ব্যক্তিগতভাবে ১০ লাখ ডলার অনুদান দেন অ্যাপলের কুক। তিনি নির্বাচনের পর শুল্ক ও ইউরোপীয় প্রযুক্তি নীতিমালা নিয়ে মার্চ-এ-লাগোতে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছিলেন। চলতি বছরের শুরুতে অ্যাপল ঘোষণা দেয়, আগামী চার বছরে তারা তাদের মার্কিন স্থাপনাগুলোতে ৫০ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে। ওই ঘোষণা ট্রাম্পকে রাজনৈতিক জয় এনে দেয়। তিনি বলেছিলেন, অ্যাপলের এই ধরনের পদক্ষেপ তার ওপর আস্থারই প্রকাশ। চীন, ভিয়েতনাম ও ভারতের মত বিদেশি বাজারে নিজেদের অনেক পণ্য উৎপাদন করা অ্যাপল এখন ট্রাম্পের শুল্ক নীতির কারণে বড় ধাক্কা খাবে বলে ধারণা করা হচ্ছে। চলতি বছরের শুরু থেকে অ্যাপলের শেয়ারের দাম ১৮ দশমিক ৫ শতাংশ কমেছে, বাজার মূলধন কমেছে ৬৮৪ বিলিয়ন কোটি ডলার।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য যারা একসময় অনুদান দিয়েছে হাতখুলে এখন তাদের কাছেই যেনো শুল্ক নীতির মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলার বের করে নিচ্ছেন তিনি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

কুলাউড়া বাবনিয়া- হাসিমপুর মাদরাসার অধ্যক্ষের উপর হামলা,আটক-১

রাবেয়া-ফাহিমাদের উন্নতি, অবনতি নিগার-শারমিন-ফারজানাদের

ফরিদপুরে ছিনিয়ে নিয়ে শিশু কন্যাকে বিক্রি করলেন বাবা, খুঁজে পাচ্ছে না পুলিশ

অসুস্থ মাকে দেখতে হাসপাতালে ডা. জুবাইদা

সুযোগ হাতছাড়া ইমার্জিং নারী ক্রিকেট দলের

না জেনে অলাভজনক জমি মসজিদে দান করা প্রসঙ্গে?

শান্তির বার্তা দিয়ে হিন্দুত্ববাদীদের তোপের মুখে কাশ্মীর হামলায় নিহতের স্ত্রী

আর্সেনালের বিপক্ষে দেম্বেলেকে পাচ্ছে পিএসজি

'যুগান্তকারী' বাণিজ্য চুক্তি করছে ব্রিটেন ও ভারত

আত্মপ্রকাশ করেছে ‘জুলাই ঐক্য’ নামের নতুন জোট
কবে ফিরবেন তাসকিন

ভারতে প্রবেশের সময় মহেশপুর সীমান্তে ১৯ বাংলাদেশি আটক

ইরানি নারী উদ্ভাবক পেল ডব্লিউআইপিও পুরস্কার

রোনালদোর ছেলে পর্তুগাল অ-১৫ দলে

লামায় বালু নিলাম কার্যক্রম বন্ধ রাখার জন্য জেলা প্রশাসক বরাবর দরখাস্ত

প্রাথমিক তদন্তে বিপিসি'র গ্যাস চুরির যে ভয়াবহ তথ্য পেল দুদক

‘বালাকোটের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে দেশ, জাতি ও ইসলামের কল্যাণে যেকোন ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে’

বান্দরবানে উত্তেজনা না ছড়াতে ডিসির সংবাদ সম্মেলন

পরিবারের আপত্তির মুখে মরদেহ উত্তোলন না করেই ফিরে গেল প্রশাসন

মতলবে স্কুলছাত্রীকে ধর্ষনের অভিযোগে ৩ জন আটক