আমিরাতের স্কুলে মোবাইল-আইপ্যাড সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা
১১ এপ্রিল ২০২৫, ০১:২০ পিএম | আপডেট: ১১ এপ্রিল ২০২৫, ০১:২৫ পিএম

শিক্ষার্থীদের মধ্যে মনোযোগ বাড়ানো, শৃঙ্খলা নিশ্চিত করা এবং ক্লাসে পড়ালেখার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে কঠোর পদক্ষেপ নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের শিক্ষা মন্ত্রণালয়। নতুন নির্দেশনায় দেশের সব সরকারি ও বেসরকারি স্কুলে মোবাইল ফোন, আইপ্যাড এবং অননুমোদিত ইলেকট্রনিক গ্যাজেট সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্ত শুধু শিক্ষার্থীদের জন্যই নয়, বরং শিক্ষক, স্কুলের টেকনিক্যাল টিম ও অন্যান্য কর্মচারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
চলতি এপ্রিল মাসে জারি করা এই নির্দেশনা কার্যকর করা হবে দেশের সব স্কুলে। নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষার্থীরা স্কুল চলাকালে সঙ্গে রাখতে পারবে না কোনো মোবাইল বা আইপ্যাড। তবে সম্পূর্ণ চার্জড ল্যাপটপ ব্যবহার করা যাবে, যদি তা শিক্ষাক্ষেত্রে প্রয়োজন হয়। একইসঙ্গে শিক্ষার্থীদের প্রতিদিন প্রয়োজনীয় বই, খাতা ও অন্যান্য শিক্ষাসামগ্রী নিয়ে আসার ওপর জোর দেওয়া হয়েছে। উদ্দেশ্য একটাই—শিক্ষার পরিবেশে প্রযুক্তি-নির্ভর বিঘ্ন না ঘটিয়ে মনোযোগী ও শৃঙ্খলাপূর্ণ একটি পরিবেশ নিশ্চিত করা।
শুধু প্রযুক্তিনির্ভর জিনিস নিষিদ্ধ করেই থেমে থাকেনি কর্তৃপক্ষ। নির্দেশনায় আরও বলা হয়েছে, ছাত্রদের উপস্থিতি নিয়মিত মনিটর করতে হবে। যদি কোনো শিক্ষার্থী যৌক্তিক কারণ ছাড়া স্কুলে অনুপস্থিত থাকে, তাহলে তা মূল্যায়ন রিপোর্টে নেতিবাচক প্রভাব ফেলবে। অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে ইমেইল ও এসএমএসের মাধ্যমে। শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের ইউনিফর্ম পরে আসা বাধ্যতামূলক এবং অপ্রচলিত বা শালীনতাবহির্ভূত পোশাক, স্টাইল, এমনকি আচরণ থেকেও বিরত থাকার নির্দেশনা রয়েছে।
স্কুলের সময়সূচি নিয়েও আনা হয়েছে স্পষ্টতা ও শৃঙ্খলা। আমিরাতে সাপ্তাহিক ছুটি রোববার হলেও, সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস শুরু হবে সকাল ৭টায় এবং শেষ হবে দুপুর ২টা ১০ মিনিটে। শুক্রবার ক্লাস চলবে সকাল ৭টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত। এছাড়া স্কুলে আসা-যাওয়ার জন্য শিক্ষার্থীদের একটি নির্দিষ্ট পরিষেবা ব্যবহার করতে হবে—হয় স্কুলবাস নয়তো ব্যক্তিগত গাড়ি। দু’টি সেবা একসঙ্গে ব্যবহার করা যাবে না।
এই নির্দেশনাগুলোর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের শিক্ষা মন্ত্রণালয় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চায়, যেখানে প্রযুক্তির প্রয়োজনীয়তা স্বীকার করেও, শিক্ষার পরিবেশকে ডিজিটাল আসক্তি থেকে মুক্ত রাখা হবে। সময়োপযোগী এই উদ্যোগ শিক্ষার্থীদের মনোযোগ, উপস্থিতি এবং শৃঙ্খলা নিশ্চিত করতে সাহায্য করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তথ্যসূত্র : গালফ নিউজ
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

কুলাউড়া বাবনিয়া- হাসিমপুর মাদরাসার অধ্যক্ষের উপর হামলা,আটক-১

রাবেয়া-ফাহিমাদের উন্নতি, অবনতি নিগার-শারমিন-ফারজানাদের

ফরিদপুরে ছিনিয়ে নিয়ে শিশু কন্যাকে বিক্রি করলেন বাবা, খুঁজে পাচ্ছে না পুলিশ

অসুস্থ মাকে দেখতে হাসপাতালে ডা. জুবাইদা

সুযোগ হাতছাড়া ইমার্জিং নারী ক্রিকেট দলের

না জেনে অলাভজনক জমি মসজিদে দান করা প্রসঙ্গে?

শান্তির বার্তা দিয়ে হিন্দুত্ববাদীদের তোপের মুখে কাশ্মীর হামলায় নিহতের স্ত্রী

আর্সেনালের বিপক্ষে দেম্বেলেকে পাচ্ছে পিএসজি

'যুগান্তকারী' বাণিজ্য চুক্তি করছে ব্রিটেন ও ভারত

আত্মপ্রকাশ করেছে ‘জুলাই ঐক্য’ নামের নতুন জোট
কবে ফিরবেন তাসকিন

ভারতে প্রবেশের সময় মহেশপুর সীমান্তে ১৯ বাংলাদেশি আটক

ইরানি নারী উদ্ভাবক পেল ডব্লিউআইপিও পুরস্কার

রোনালদোর ছেলে পর্তুগাল অ-১৫ দলে

লামায় বালু নিলাম কার্যক্রম বন্ধ রাখার জন্য জেলা প্রশাসক বরাবর দরখাস্ত

প্রাথমিক তদন্তে বিপিসি'র গ্যাস চুরির যে ভয়াবহ তথ্য পেল দুদক

‘বালাকোটের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে দেশ, জাতি ও ইসলামের কল্যাণে যেকোন ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে’

বান্দরবানে উত্তেজনা না ছড়াতে ডিসির সংবাদ সম্মেলন

পরিবারের আপত্তির মুখে মরদেহ উত্তোলন না করেই ফিরে গেল প্রশাসন

মতলবে স্কুলছাত্রীকে ধর্ষনের অভিযোগে ৩ জন আটক