যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তীকালীন পারমাণবিক চুক্তির ভাবনায় ইরান
১১ এপ্রিল ২০২৫, ০৩:০০ পিএম | আপডেট: ১১ এপ্রিল ২০২৫, ০৩:০০ পিএম

বিশ্ব রাজনীতির উত্তাল পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি অন্তর্বর্তীকালীন পারমাণবিক চুক্তির কথা চিন্তা করছে ইরান। সাম্প্রতিক নানা হুমকি ও চাপের মধ্যেই এই উদ্যোগ গ্রহণের কথা ভাবছে তেহরান। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন, উত্তেজনা প্রশমনে এটি হতে পারে একটি কৌশলগত পদক্ষেপ, যা ভবিষ্যতের বিস্তৃত চুক্তির সম্ভাবনার পথ উন্মুক্ত করতে পারে।
গত বুধবার (৯ এপ্রিল), মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, দুই মাসের মধ্যে পারমাণবিক কর্মসূচি বন্ধ না করলে সামরিক শক্তি প্রয়োগ করা হবে। এর আগে গত মাসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে পাঠানো এক চিঠিতে ট্রাম্প এই দুই মাসের সময়সীমা নির্ধারণ করেন। ট্রাম্পের দাবি, এই সময়ের মধ্যেই ইরানকে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে হবে। কিন্তু ইরান মনে করে, এত স্বল্প সময়ের মধ্যে একটি দীর্ঘমেয়াদী ও টেকসই চুক্তি করা সম্ভব নয়।
এই অবস্থায়, ইরান একটি অন্তর্বর্তীকালীন চুক্তির কথা ভাবছে যাতে করে দীর্ঘমেয়াদী সমঝোতায় পৌঁছানোর সময়সীমা বাড়ানো যায়। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্প পরিচালক আলী ভায়েজ অ্যাক্সিওসকে বলেন, “ইরানিরা বিশ্বাস করে, ট্রাম্প যে সময়সীমা বেঁধে দিয়েছেন তা যথেষ্ট নয়। তাই তারা চূড়ান্ত চুক্তির পথে অন্তর্বর্তী সমঝোতার কথা ভাবছে।” এটি কেবল সময়ক্ষেপণ নয়, বরং সংলাপ ও সহযোগিতার একটি কার্যকর ধাপ হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।
চলতি সপ্তাহের শুরুতেই প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন, ইরানের সঙ্গে সরাসরি আলোচনা শুরু হবে। তবে ইরান এমন কোনো সরাসরি আলোচনার বিষয়টি অস্বীকার করে জানায়, ওমানে তাদের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং হোয়াইট হাউসের প্রতিনিধি স্টিভ উইটকফের মধ্যে মধ্যস্থতাপূর্ণ আলোচনা হবে। এই আলোচনার মধ্যস্থতা করবেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি। তবে একইসঙ্গে ট্রাম্প বারবার হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন—চুক্তি না হলে বোমাবর্ষণ বা কঠোর শুল্ক আরোপ হতে পারে।
বিশ্বের নজর এখন এই সম্ভাব্য চুক্তি ও মধ্যস্থতামূলক আলোচনার দিকে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান উত্তেজনা ও অবিশ্বাসের পরিপ্রেক্ষিতে এটি যদি বাস্তবে রূপ নেয়, তাহলে তা হতে পারে পারমাণবিক সংকট নিরসনের পথে একটি আশাব্যঞ্জক পদক্ষেপ। বিশ্ব শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এমন সংলাপ এবং কৌশলগত সমঝোতা আজ আরও জরুরি হয়ে উঠেছে। তথ্যসূত্র : অ্যাক্সিওস নিউজ
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

আর্সেনালের বিপক্ষে দেম্বেলেকে পাচ্ছে পিএসজি
কবে ফিরবেন তাসকিন

ভারতে প্রবেশের সময় মহেশপুর সীমান্তে ১৯ বাংলাদেশি আটক

ইরানি নারী উদ্ভাবক পেল ডব্লিউআইপিও পুরস্কার

রোনালদোর ছেলে পর্তুগাল অ-১৫ দলে

লামায় বালু নিলাম কার্যক্রম বন্ধ রাখার জন্য জেলা প্রশাসক বরাবর দরখাস্ত

প্রাথমিক তদন্তে বিপিসি'র গ্যাস চুরির যে ভয়াবহ তথ্য পেল দুদক

‘বালাকোটের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে দেশ, জাতি ও ইসলামের কল্যাণে যেকোন ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে’

বান্দরবানে উত্তেজনা না ছড়াতে ডিসির সংবাদ সম্মেলন

পরিবারের আপত্তির মুখে মরদেহ উত্তোলন না করেই ফিরে গেল প্রশাসন

মতলবে স্কুলছাত্রীকে ধর্ষনের অভিযোগে ৩ জন আটক

মাদারীপুরে শতবর্ষী বট গাছ ‘শিরক’ আখ্যা দিয়ে কাটলেন,ভিডিও ভাইরাল

কুমিল্লায় আওয়ামী লীগ আমলের ১৩৪টি রাজনৈতিক মামলা প্রত্যাহার

কুরবানীর জন্য সিলেটে প্রস্তুত ৩ লাখ ৮ হাজার ৮১৫টি পশু : কমেছে চাহিদা, উৎপাদন

সিঙ্গার নিয়ে এলো অভিনব ‘সলিউশন কার্ড’

মাটিরাঙ্গায় টিসিবি'র পণ্য বিতরণে নেই তদারকি, হয়রানির শিকার নারী ও শিশুরা

চাদরে মোড়ানো নিরাপত্তায় ফিরোজায় পৌঁছালেন খালেদা জিয়া

বিনামূল্যে আইটি প্রশিক্ষণ দিচ্ছে আইএসডিবি-বিআইএসইডব্লিউ, থাকছে কর্মসংস্থানের সুযোগ

রাবিতে হল সংস্কারে ছাত্রশিবিরের ১৯ দফা রূপকল্প: “আমীর আলী হলকে চাই আধুনিক, নিরাপদ ও শিক্ষাবান্ধব”

৭৫৩ একরের রাবি ক্যাম্পাসে নেই একটি ফার্মেসিও! অসুস্থ হলেই ছুটতে হয় গেটের বাইরে