ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় এক দিনে নিহত ২৬ ফিলিস্তিনি
১২ এপ্রিল ২০২৫, ০৮:৩৮ এএম | আপডেট: ১২ এপ্রিল ২০২৫, ০৮:৪৮ এএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিমান অভিযানে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় উপত্যকায় নিহত হয়েছেন ২৬ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও অন্তত ১০৬ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পরই ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে। সেই সময় হামাসের যোদ্ধারা ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে ১,২০০ জনকে হত্যা এবং ২৫১ জনকে জিম্মি করে। এরপর থেকে শুরু হয় আইডিএফ-এর টানা সামরিক অভিযান, যার একমাত্র লক্ষ্য ছিল হামাসকে নিঃশেষ করা এবং জিম্মিদের মুক্ত করা। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আবারও নতুন করে বিমান হামলা চালানো হয়, যেখানে নিহত হন ২৬ জন, আহত হন শতাধিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই দেড় বছরে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০,৯১২ এবং আহত হয়েছেন ১,১৫,৯৮১ জন। এই হতাহতদের মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু।
ইসরায়েল গত ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের চাপে পড়ে যুদ্ধবিরতি ঘোষণা করেছিল। কিন্তু সেই যুদ্ধবিরতি টিকলো মাত্র দুই মাস। গত ১৮ মার্চ থেকে আবারও সামরিক অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফার এই হামলায় মাত্র ১৫ দিনের মধ্যেই আরও ২,০০০ ফিলিস্তিনি নিহত হন। এ অবস্থায় ইসরায়েল বলছে, হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্ত করতে তারা যুদ্ধে বাধ্য হচ্ছে। ধারণা করা হচ্ছে, এখনও কমপক্ষে ৩৫ জন জিম্মি জীবিত অবস্থায় গাজায় আটক রয়েছেন।
গাজার উপর এই অব্যাহত হামলার ঘটনায় জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বারবার যুদ্ধ বন্ধের আহ্বান জানালেও ইসরায়েল তা উপেক্ষা করে যাচ্ছে। জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে ইতোমধ্যেই ইসরায়েলের বিরুদ্ধে ‘গণহত্যার’ মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও, ২০২৩ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইউয়াভ গ্যালান্তের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
এই রক্তাক্ত পরিস্থিতির মধ্যে শান্তির একমাত্র পথ হতে পারে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে টেকসই সমাধান। গাজা যেন আর মৃত্যুপুরী না হয়ে ওঠে, এবং ফিলিস্তিনি জনগণ যেন তাদের অধিকার নিয়ে বেঁচে থাকার সুযোগ পায়—এটাই এখন মানবতার প্রধান চাওয়া। বিশ্বের দায়িত্বশীল দেশগুলোকে আরেকবার মানবিকতার স্বার্থে সাহসী সিদ্ধান্ত নিতে হবে। তথ্যসূত্র : আনাদোলু এজেন্সি
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

চাদরে মোড়ানো নিরাপত্তায় ফিরোজায় পৌঁছালেন খালেদা জিয়া

বিনামূল্যে আইটি প্রশিক্ষণ দিচ্ছে আইএসডিবি-বিআইএসইডব্লিউ, থাকছে কর্মসংস্থানের সুযোগ

রাবিতে হল সংস্কারে ছাত্রশিবিরের ১৯ দফা রূপকল্প: “আমীর আলী হলকে চাই আধুনিক, নিরাপদ ও শিক্ষাবান্ধব”

৭৫৩ একরের রাবি ক্যাম্পাসে নেই একটি ফার্মেসিও! অসুস্থ হলেই ছুটতে হয় গেটের বাইরে

বাংলাদেশ ব্যাংকের সিএমএসএমই উদ্যোক্তা সমাবেশে অংশ নেবে ব্র্যাক ব্যাংক

তরুণদের রাজনীতিতে আরও সক্রিয় হতে বললেন প্রধান উপদেষ্টা

খালেদা জিয়াকে স্বাগত জানালেন সিলেট বিএনপির নেতাকর্মীরা

জাইকা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে পঞ্চম জাইকা চেয়ার লেকচার

বাংলাদেশি হামজার আলোকচিত্রে শাহরুখের নতুন ইতিহাস

আমরা যার সঙ্গে ইচ্ছা দেখা করব: আরাকান আর্মি প্রসঙ্গে নিরাপত্তা উপদেষ্টা

চেক ডিজঅনার মামলায় নির্মাতা চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পেটানোর পরিকল্পনার হোয়াটসঅ্যাপ গ্রুপে ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারি নাছির! ফাঁস স্ক্রিনশটে চাঞ্চল্য

রাজশাহীতে বোরো ধানে কৃষকের সোনালী হাসি: ৪৯ টাকা কেজি দরে ১৫ হাজার মেট্রিক টন চাল কিনছে সরকার

‘অনেকটা সুস্থ ও মানসিকভাবেও শক্ত আছেন খালেদা জিয়া’

সিলেট থেকে নতুন রাজনৈতিক দল স্বরাজ পার্টির আত্মপ্রকাশ

কমলগঞ্জে ব্রি-ধান ১০৮ চাষে সফল কৃষক মিঠ

মুসলমানদের চিন্তা চেতনার প্রতি শ্রদ্ধাশীল সরকারই আগামী দিনে দেশ চালাবে: এ এম এম বাহাউদ্দীন

ইউক্রেনে যুদ্ধ বন্ধে এরদোগানের সাথে কাজ করতে চান ট্রাম্প

“ময়মনসিংহে নিখোঁজ বাক-প্রতিবন্ধী যুবককে ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করলো পিবিআই ময়মনসিংহ জেলা”

খন্দকার রুমী এহসানুল হক স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন স্বতন্ত্র পরিচালক