ট্রাম্পের নতুন নির্বাহী আদেশে গৃহস্থালি পানির বিধিনিষেধ বাতিল
১২ এপ্রিল ২০২৫, ০৯:৩৯ এএম | আপডেট: ১২ এপ্রিল ২০২৫, ০৯:৪১ এএম

প্রতিদিনের সাধারণ গৃহস্থালি কাজ যেমন—গোসল, থালা-বাসন ধোয়া, কাপড় কাচা বা গাড়ি পরিষ্কার করা—এসবই নাগরিক জীবনের অপরিহার্য অংশ। কিন্তু এসব কাজের জন্য ব্যবহৃত পানির পরিমাণ ও প্রবাহ নিয়ে যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরেই ছিল একটি সরকারি নিয়ন্ত্রণ ব্যবস্থা। সেই ব্যবস্থাই এবার পরিবর্তনের মুখ দেখল। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করে গৃহস্থালি কাজে পানির প্রবাহ সংক্রান্ত পূর্ববর্তী প্রশাসনের নির্দেশনা বাতিল করেছেন, যার ফলে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ এখন পানির প্রবাহে আর বিধিনিষেধের মুখোমুখি হবেন না।
শুক্রবার ওয়াশিংটনের ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্প স্বাক্ষর করেন এক নতুন নির্বাহী আদেশে, যা পূর্বতন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং জো বাইডেনের সময় প্রণীত গৃহস্থালি পানির প্রবাহ সীমিতকরণ নীতিকে বাতিল করে দেয়। এই নীতির উদ্দেশ্য ছিল—বাড়ির পাইপলাইনে পানির প্রবাহের গতি কমিয়ে অপচয় রোধ করা এবং বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করা। ট্রাম্পের মতে, এই বিধিনিষেধ সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করছে এবং নাগরিকরা যে পরিমাণ পানি ব্যবহার করতে চান, তা থেকে তারা বঞ্চিত হচ্ছেন। তাই তিনি মনে করেন, এই বাধা দূর করে জনগণের সুবিধাই বাড়বে।
নতুন আদেশে সই করার পর প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন, “আমি শাওয়ার নিতে ভালোবাসি। আমার সুন্দর চুলের যত্ন নিই, আর তার জন্য দরকার ভালো পানি প্রবাহ। কিন্তু ফোঁটায় ফোঁটায় পানি পড়লে, চুল ভিজতেই ১৫ মিনিট লেগে যায়—এটা হাস্যকর।” তিনি আরও বলেন, “যদি হাত ধোয়ার মতো একটি সাধারণ কাজেই পাঁচগুণ সময় লাগে, তবে মানুষ বাঁচবে কিভাবে?” তার মতে, একই পানি ব্যবহার হলেও প্রবাহ স্বাভাবিক থাকলে মানুষ নিজেদের কাজ দ্রুত ও স্বাচ্ছন্দ্যে করতে পারবে।
এর আগে, ২০০৯ সালে প্রেসিডেন্ট ওবামা এবং পরে ২০২১ সালে প্রেসিডেন্ট বাইডেন গৃহস্থালি কাজে পানির অপচয় রোধে সীমাবদ্ধতা আরোপ করেছিলেন ১৯৯২ সালের বিদ্যুৎ সাশ্রয় আইনের ভিত্তিতে। এই আইন অনুযায়ী, যদি পানির প্রবাহ কমিয়ে সাশ্রয়ী শাওয়ার ও ট্যাপ ব্যবহার করা হয়, তবে পানির সঙ্গে সঙ্গে বিদ্যুৎও কম খরচ হয়। কারণ, যুক্তরাষ্ট্রের বাসাবাড়িতে প্রতিদিন ব্যবহৃত পানির প্রায় ২০ শতাংশই ব্যয় হয় শুধু শাওয়ারেই। সেই প্রেক্ষিতেই বিদ্যুৎ ও পানি উভয়ই সাশ্রয়ের লক্ষ্যে এই সীমারেখা টানা হয়েছিল। তবে ট্রাম্পের দৃষ্টিতে এ ব্যবস্থা হয়ে দাঁড়িয়েছে অকার্যকর এবং নাগরিক অসন্তুষ্টির কারণ।
ট্রাম্পের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে পানি ব্যবহারে স্বাধীনতা পুনরুদ্ধার বলে বিবেচিত হলেও, এর ফলে ভবিষ্যতে পরিবেশগত ভারসাম্যে প্রভাব পড়তে পারে কি না—সে প্রশ্ন থেকেই যায়। পানি ও বিদ্যুৎ সাশ্রয় কেবল সরকারের নীতি নয়, বরং একটি সামাজিক দায়িত্ব। তবে একথাও সত্য, প্রযুক্তির অগ্রগতির যুগে এমন নীতিগুলোও পুনর্মূল্যায়ন দরকার হয় সময়ের চাহিদা অনুযায়ী। তাই এই সিদ্ধান্ত কেবল একটি রাজনৈতিক পরিবর্তন নয়—এটি একটি মূল্যবোধ ও প্রাত্যহিক জীবনের সহজতাকে ঘিরে জনস্বার্থের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয়, এই পরিবর্তন যুক্তরাষ্ট্রের নাগরিক জীবন ও পরিবেশের ওপর কতটা প্রভাব ফেলে। তথ্যসূত্র : এপি
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

চাদরে মোড়ানো নিরাপত্তায় ফিরোজায় পৌঁছালেন খালেদা জিয়া

বিনামূল্যে আইটি প্রশিক্ষণ দিচ্ছে আইএসডিবি-বিআইএসইডব্লিউ, থাকছে কর্মসংস্থানের সুযোগ

রাবিতে হল সংস্কারে ছাত্রশিবিরের ১৯ দফা রূপকল্প: “আমীর আলী হলকে চাই আধুনিক, নিরাপদ ও শিক্ষাবান্ধব”

৭৫৩ একরের রাবি ক্যাম্পাসে নেই একটি ফার্মেসিও! অসুস্থ হলেই ছুটতে হয় গেটের বাইরে

বাংলাদেশ ব্যাংকের সিএমএসএমই উদ্যোক্তা সমাবেশে অংশ নেবে ব্র্যাক ব্যাংক

তরুণদের রাজনীতিতে আরও সক্রিয় হতে বললেন প্রধান উপদেষ্টা

খালেদা জিয়াকে স্বাগত জানালেন সিলেট বিএনপির নেতাকর্মীরা

জাইকা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে পঞ্চম জাইকা চেয়ার লেকচার

বাংলাদেশি হামজার আলোকচিত্রে শাহরুখের নতুন ইতিহাস

আমরা যার সঙ্গে ইচ্ছা দেখা করব: আরাকান আর্মি প্রসঙ্গে নিরাপত্তা উপদেষ্টা

চেক ডিজঅনার মামলায় নির্মাতা চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পেটানোর পরিকল্পনার হোয়াটসঅ্যাপ গ্রুপে ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারি নাছির! ফাঁস স্ক্রিনশটে চাঞ্চল্য

রাজশাহীতে বোরো ধানে কৃষকের সোনালী হাসি: ৪৯ টাকা কেজি দরে ১৫ হাজার মেট্রিক টন চাল কিনছে সরকার

‘অনেকটা সুস্থ ও মানসিকভাবেও শক্ত আছেন খালেদা জিয়া’

সিলেট থেকে নতুন রাজনৈতিক দল স্বরাজ পার্টির আত্মপ্রকাশ

কমলগঞ্জে ব্রি-ধান ১০৮ চাষে সফল কৃষক মিঠ

মুসলমানদের চিন্তা চেতনার প্রতি শ্রদ্ধাশীল সরকারই আগামী দিনে দেশ চালাবে: এ এম এম বাহাউদ্দীন

ইউক্রেনে যুদ্ধ বন্ধে এরদোগানের সাথে কাজ করতে চান ট্রাম্প

“ময়মনসিংহে নিখোঁজ বাক-প্রতিবন্ধী যুবককে ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করলো পিবিআই ময়মনসিংহ জেলা”

খন্দকার রুমী এহসানুল হক স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন স্বতন্ত্র পরিচালক