গাজায় ইসরাইলি হামলায় একই পরিবারের ১৩ জন নিহত
১৮ এপ্রিল ২০২৫, ১১:৫৯ এএম | আপডেট: ১৮ এপ্রিল ২০২৫, ১২:০২ পিএম

গাজায় চলমান ইসরাইলি আগ্রাসন আরও ভয়াবহ ও মর্মান্তিক রূপ নিচ্ছে প্রতিদিন। আজ শুক্রবার (১৮ এপ্রিল) সকালে দক্ষিণ গাজার খান ইউনিসে একটি আশ্রয়কেন্দ্রে ইসরাইলি বোমা হামলায় একই পরিবারের ১৩ সদস্য নিহত হয়েছেন। এই হামলা নতুন করে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, কী ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে ফিলিস্তিনি জনগণ। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই পরিস্থিতিকে ইতোমধ্যেই "আমাদের প্রজন্মের সবচেয়ে ভয়ংকর মানবিক ব্যর্থতা" হিসেবে আখ্যা দিয়েছে।
আল জাজিরা জানায়, আজ সকালে খান ইউনিস শহরে একটি বাড়ির ওপর ইসরাইলি বিমান হামলায় একটি সম্পূর্ণ পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে। এছাড়া শুক্রবারের হামলায় আরও অন্তত ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আশ্রয়প্রার্থী পরিবারগুলো যেখানে তাঁবুতে আশ্রয় নিয়েছিল, সেখানেই হয়েছে হামলা—যা সরাসরি মানবিক আইনের পরিপন্থী। সাহায্য সংস্থাগুলোর মতে, এই ইচ্ছাকৃত হামলা গাজাবাসীর নিরাপত্তা, মর্যাদা ও মানবাধিকারকে সম্পূর্ণ অস্বীকার করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৮ মাসে অন্তত ৫১,০৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ১,১৬,৫০৫ জন। তবে সরকারি মিডিয়া বলছে, ধ্বংসস্তূপের নিচে আরও হাজারো নিখোঁজ থাকায় প্রকৃত মৃতের সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়ে গেছে।
অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরাইলে ১,১৩৯ জন নিহত হন এবং দুই শতাধিক মানুষ জিম্মি হয়। এর প্রতিশোধ হিসেবেই ইসরাইল চালিয়ে যাচ্ছে লাগাতার বোমা হামলা। একই সময়ে ইয়েমেন থেকেও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা জানিয়েছে ইসরাইল। তারা দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেই হামলা প্রতিহত করেছে এবং এতে কোনো হতাহত হয়নি। তবে যুক্তরাষ্ট্রের পাল্টা হামলায় ইয়েমেনের হোদেইদাহ বন্দরে নিহত হয়েছেন কমপক্ষে ৩৮ জন এবং আহত হয়েছেন আরও ১০২ জন। একই সময়, গাজা সিটিতে আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানান, সেখানে ৩৪ জন নিহত হয়েছেন, যাদের অনেকেই আশ্রয়কেন্দ্রে কিংবা স্কুলের ভিতরে পুড়ে মারা গেছেন।
এই ভয়াবহ মানবিক সংকটের প্রেক্ষাপটে কানাডার প্রধানমন্ত্রী পদপ্রার্থী মার্ক কার্নি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি, মানবিক সহায়তা প্রবেশের অনুমতি এবং ইসরাইলি অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি স্থায়ী দ্বি-রাষ্ট্রীয় সমাধান এবং সকল জিম্মির মুক্তির পক্ষে অবস্থান নিয়েছেন। মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে মানবিক চেতনা, রাজনৈতিক সদিচ্ছা ও আন্তর্জাতিক ঐক্য আজ অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। যুদ্ধ নয়, শান্তি ও মানবিক সহমর্মিতার পথেই হতে হবে ভবিষ্যতের দিশা। তথ্যসূত্র : আল জাজিরা
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

ডা. জুবাইদা রহমানকে বরণে প্রস্তুত ‘মাহবুব ভবন’

এনআরবিসি ব্যাংকের নতুন এমডি তৌহিদুল আলম খান

রোডক্রাশরোধে আহছানিয়া মিশনের ৯ সুপারিশ

তারেক রহমান সহসাই দেশে ফিরবেন: ডা. জাহিদ

পদ্মার ২২ কেজির এক পাঙাশ ৪০ হাজার টাকায় বিক্রি

বুকটা ধড়ফড় করতাছে, আমার বুকের মানিকদের বুকে ফিরাইয়্যা দেন বাবাজি'

নতুন সাইবার নিরাপত্তা আইন : ‘কুখ্যাত’ ৯ ধারা বাতিল

হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জারে পাওয়া যাবে দেওয়ানী মামলার বার্তা

আপিল বিভাগে চিন্ময় দাসের জামিন স্থগিত

বড়লেখা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানিম আটক

বড়লেখা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানিম আটক

জকিগঞ্জ ও কানাইঘাটের যত সমস্যা, সমাধান না হলে অবরোধ সহ কঠোর কর্মসূচি ঘোষণা দিলেন চাকসু মামুন

লাকসামে আড়াই বছরের শিশু নিখোঁজের একদিন পর ডোবা থেকে লাশ উদ্ধার

নাটোরের বরেণ্য সাংবাদিক ও মুক্তিযোদ্ধা পিপলু ইন্তেকাল করেছেন

বামনায় ছেলে বন্ধুকে বিয়ে করতে না পারায় কলেজ ছাত্রের আত্মহত্যা

কলাপাড়ার বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিলেন

কমলনগরে প্রাথমিক শিক্ষকদের দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন

বিচারহীনতার সংষ্কৃতি অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দেয় : ডা. রফিকুল ইসলাম

সেন্টমার্টিন নিয়ে কেন এই লুকোচুরি? সরকারের সিদ্ধান্ত রহস্যজনক

ছাগলনাইয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত