এবার ভারতের বিরুদ্ধে বড় পদক্ষেপ পাকিস্তানের, নেয়া হলো যেসব সিদ্ধান্ত
২৪ এপ্রিল ২০২৫, ০৭:২৪ পিএম | আপডেট: ২৪ এপ্রিল ২০২৫, ০৭:২৪ পিএম

ভারত-অধিকৃত কাশ্মীরে প্রাণঘাতী হামলার পর নয়াদিল্লির আক্রমণাত্মক পদক্ষেপের প্রতিশোধে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার ভারতের সাথে বাণিজ্য ও দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত এবং আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ।
এরআগে কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি পদক্ষেপ নেয় ভারত। তারা পাকিস্তানের সঙ্গে সবচেয়ে বড় সীমান্ত ক্রসিং বন্ধ, সিন্ধু নদ পানিবণ্টন চুক্তি স্থগিত এবং পাকিস্তানিদের জন্য সবধরনের ভিসা সেবা স্থগিতের ঘোষণা দেয়।
পাকিস্তানের বিরুদ্ধে ভারতের নেয়া এসব পদক্ষেপের প্রতিক্রিয়ায় ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) এক বৈঠকে একগুচ্ছ পাল্টা পদক্ষেপ নেয় পাকিস্তান। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং সশস্ত্র বাহিনীর প্রধানসহ শীর্ষ সরকারি ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে অংশগ্রহণকারীরা জাতীয় নিরাপত্তা পরিবেশ এবং আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে পহেলগাম হামলার পরিপ্রেক্ষিতে করণীয় নিয়ে আলোচনা করেছেন।
বিবৃতিতে আরও বলা হয়, “পর্যটকদের প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কমিটি ২৩ এপ্রিল ভারতের ঘোষিত পদক্ষেপগুলি পর্যালোচনা করে। কমিটি ভারতীয় পদক্ষেপগুলিকে একতরফা, অন্যায্য, রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত, অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন এবং আইনি যোগ্যতাহীন বলে অভিহিত করেছে।’’
ভারতীয় পদক্ষেপের পাল্টায় এনএসসি একাধিক পদক্ষেপ ঘোষণা দিয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, পাকিস্তান ১৯৭২ সালের সিমলা চুক্তি স্থগিত করেছে। পাশাপাশি ভারতের সাথে ওয়াগা সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, পাকিস্তান তাৎক্ষণিকভাবে ওয়াগা সীমান্ত পোস্ট বন্ধ করে দিয়েছে। এই পথ দিয়ে ভারত থেকে সমস্ত আন্তঃসীমান্ত পরিবহন স্থগিত করা হয়েছে। যারা ‘বৈধ অনুমোদন’ নিয়ে এই সীমান্ত অতিক্রম করেছেন তাদের এই পথ দিয়ে ফিরে আসার জন্য ৩০ এপ্রিলের মধ্যে সময়সীমা বেঁধে দেয়া হয়েছে।
ভারতের সিন্ধু নদের পানি চুক্তি বাতিলেরও তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ বলেছে, নয়াদিল্লি সিন্ধু নদের পানি প্রবাহ ঠেকানোর চেষ্টা করলে পূর্ণশক্তি প্রয়োগ করে এর জবাব দেওয়া হবে।
ভারতের মতো, পাকিস্তানও সার্ক ভিসা অব্যাহতি প্রকল্প (এসভিইএস) এর আওতায় ভারতীয় নাগরিকদের জন্য ইস্যু করা সব ধরনের ভিসা স্থগিত করেছে এবং তাৎক্ষণিকভাবে তা বাতিল বলে গণ্য করেছে। তবে শিখ ধর্মীয় তীর্থযাত্রীরা এর বাইরে থাকবে।সার্ক ভিসা অব্যাহতি প্রকল্পের অধীনে ইস্যু করা ভিসায় বর্তমানে পাকিস্তানে থাকা ভারতীয় নাগরিকদের ৪৮ ঘন্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, পাকিস্তান ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় প্রতিরক্ষা, নৌ ও বিমান উপদেষ্টাদের ‘অবাঞ্ছিত ব্যক্তি’ ঘোষণা করেছে এবং ৩০ এপ্রিলের মধ্যে তাদের দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে। ভারতীয় হাই কমিশনের এই পদগুলি বাতিল বলে গণ্য করা হচ্ছে। এই উপদেষ্টাদের সহায়তাকারী কর্মীদেরও ভারতে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। ৩০ এপ্রিল থেকে ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনে কূটনীতিক এবং কর্মী সদস্যের সংখ্যা কমিয়ে ৩০ জনে আনা হবে।
আরেকটি পদক্ষেপ হিসেবে বলা হয়েছে, পাকিস্তান তাৎক্ষণিকভাবে ভারতের মালিকানাধীন বা ভারত পরিচালিত সকল বিমান সংস্থার জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে।
পাকিস্তান আরও ঘোষণা দিয়েছে, ভারতের সাথে সব ধরনের বাণিজ্য স্থগিত করা হয়েছে।এর মধ্যে পাকিস্তানের মধ্য দিয়ে যেকোনো তৃতীয় দেশ থেকে আসা এবং যাওয়া অন্তর্ভূক্ত রয়েছে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

শক্তিশালী পারফরম্যান্স নিয়ে শীঘ্রই বাজারে আসছে রিয়েলমি'র নতুন সিরিজ

দৌলতপুরে চুরি হয়েছে নবনির্মিত অডিটোরিয়ামের বিদ্যুতের তার ও শিল্পকলা ভবনে বৈদ্যুতিক মোটর

ভারতের সঙ্গে সীমান্ত উত্তেজনার মাঝেই ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের

দেশের স্বার্থে মালয়েশিয়ার শ্রমবাজার খোলার দাবি বায়রার

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড নির্বাহী কমিটির ৭০তম সভা অনুষ্ঠিত

লালপুরে আরসিসি ঢালাই কাজে অনিয়ম, ২৪ ঘন্টা না যেতেই রাস্তায় ফাঁটল

বেরোবির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা, বিভাগীয় প্রধানের পদত্যাগ দাবি

চীনে পর্যটকবাহী একাধিক নৌকাডুবিতে নিহত অন্তত ১০

টাঙ্গাইলের কালিহাতিতে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

রাবিতে পাঁচ ঘণ্টার র্যাগিং: কুকুর সেজে অশ্লীল অঙ্গভঙ্গি, মোবাইল কেড়ে নিয়ে ভয়ভীতি

সুন্দরবনের করমজলে মহাবিপন্ন বাটাগুর বাসকার ডিম ফুটে জন্মাল ৬৫ টি বাচ্চা

শেরপুরে বাড়ছে কলার চাষ! লাভের মুখ দেখছেন বাগান মালিকরা

যাত্রা শুরু করলো পিনাকী ভট্টাচার্যের ইংরেজি নতুন চ্যানেল

সড়ক নির্মাণে দেড় বছরের কাজ হয়নি ৬ বছরেও

কাতার সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান

সাতক্ষীরায় এক লক্ষ মামলা পেইন্ডিং "ন্যায়কুঞ্জ" উদ্বোধনকালে বিচারপতি মাহমুদুল হক

উপহার দিয়ে চিকিৎসকদের প্রভাবিত করা সম্পূর্ণ নিষিদ্ধের সুপারিশ

কুখ্যাত আলকাট্রাজ কারাগার পুনরায় খোলার নির্দেশ ট্রাম্পের

নাচোলে ২৯ বছর পর মামলার রায় পেয়ে উচ্ছেদ অভিযান কার্যকর

নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন আয়োজনে কাউকে চাপ দেওয়া হবে না: ইইউ